কুমিল্লায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুইজন স্কুলছাত্র ও দুইজন কৃষক রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলার কোরবানপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে দুই কৃষক নিহত হন। একই দিনে দুপুরে বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে প্রাণ হারায় দুই স্কুলছাত্র।
নিহত কৃষকরা হলেন কোরবানপুর গ্রামের নিখিল দেবনাথ এবং পাশের দেওরা গ্রামের জুয়েল ভূঁইয়া। নিহত দুই স্কুলছাত্র হলেন পয়ালগুচ্ছ গ্রামের ফরহাদ হোসেন (১২) ও সাইমন হোসেন (১২)।
পুলিশ জানায়, মাঠে কাজ করার সময় বজ্রপাতের ফলে ঘটনাস্থলেই নিখিল ও জুয়েল মারা যান। অপরদিকে, ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয় ফরহাদ ও সাইমন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ও বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান।