মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত সাঁড়াশি অভিযানে ৫ জন বাংলাদেশিসহ মোট ৩২ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে কুয়ালালামপুরের চৌকিট ও সেন্টুল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সওপী ওয়ান ইউসুফ। তিনি জানান, শহরের বিভিন্ন হটস্পটে দুই সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারির পর অভিযানটি পরিচালনা করা হয়।
প্রথম ধাপে চৌকিট এলাকার একটি হোটেল থেকে আটক করা হয় ইন্দোনেশিয়ার ১১ জন (দুই পুরুষ ও নয় নারী), পাকিস্তানের ৪ জন, বাংলাদেশের ৫ জন এবং থাইল্যান্ডের ২ জন নারীসহ মোট ২২ জন।
পরবর্তী অভিযানে সেন্টুলের চারটি দোকানে অভিযান চালিয়ে আটক করা হয় ইন্দোনেশিয়ার ৩ নারী, ভারতের ৩ পুরুষ, নেপালের ২ জন, এবং মিয়ানমার ও পাকিস্তানের একজন করে অভিবাসী।
সওপী জানান, আটক ব্যক্তিদের বয়স ১৫ থেকে ৪৫ বছরের মধ্যে। তাদের অধিকাংশই হোটেল, লন্ড্রি, ক্যাটারিং এবং স্নুকার পার্লারে কাজ করছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(গ) এবং ১৫(১)(গ) ধারায় বৈধ কাগজপত্র ছাড়া বসবাস এবং নির্ধারিত সময়ের বেশি থাকার অভিযোগে তদন্ত চলছে।