সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক মসজিদের সাবেক মুয়াজ্জিন মৌলভী শরীফ উদ্দীনের বিরুদ্ধে অবশেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার এক শিশুর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে গোয়াইনঘাট থানায় এ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) শরীফ উদ্দীনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন কানাইঘাটের সিঙ্গারীপাড় গ্রামের বাসিন্দা শরীফ উদ্দীন। সে সময় তিনি মসজিদসংলগ্ন মক্তবে শিশুদের ধর্মীয় শিক্ষা দিতেন।
অভিযোগ অনুযায়ী, ওই সময় এক শিশুকন্যাকে মক্তবের রুম পরিষ্কারের কথা বলে একাকী ডেকে নিয়ে যৌন নিপীড়ন চালান শরীফ উদ্দীন। সেই লোমহর্ষক ঘটনার ভিডিওচিত্র নিজের মোবাইল ফোনে ধারণ করেন তিনি।
বহুদিন আগের সেই ভিডিও গত বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের। এরপর বৃহস্পতিবার সকালে ওসমানীনগর থানার তাজপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি তরিকুল ইসলাম বলেন, “ভাইরাল ভিডিও দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। এরপর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে শরীফ উদ্দীনকে গ্রেফতার করে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সময় নানা কারণে মুখ না খুললেও ভিডিওটি প্রকাশ্যে আসার পর ভুক্তভোগী শিশুর পরিবার আইনের আশ্রয় নেয়। অবশেষে শিশুর বাবা নিজেই থানায় মামলা দায়ের করেন, যার ভিত্তিতে গ্রেফতার ও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।