Uk Bangla Live News

শিরোনাম:

রাজশাহীতে ভ্যানচালক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

রাজশাহীর চারঘাট উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানচালক জালাল উদ্দিনকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার (৯ জুন) দুপুরে অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন চারঘাটের আস্করপুরের মিনারুল ইসলাম, মাসুদ রানা এবং সাদিপুরের জুলহাস ইমরুল কায়েস ওরফে জুয়েল।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদুজ্জামান মিঠু।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৯ অক্টোবর সন্ধ্যার পর চারঘাট উপজেলার পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের রাস্তার পাশে ব্যাটারিচালিত ভ্যানচালক জালাল উদ্দিনকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা তাঁকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জালালের গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামে। এ হত্যার ঘটনায় তাঁর ছেলে মানিক বাদী হয়ে পরের দিন থানায় মামলা করেন। সেই মামলা তদন্ত শেষে ২০২১ সালের ২৫ এপ্রিল পুলিশ আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এই মামলায় ১৭ জন আদালতে সাক্ষ্য দেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আজ দুপুরে আদালত এ রায় প্রদান দেন।

Print
Email

সম্পর্কিত খবর

পাঁচ দফা জানাজা শেষে রাজশাহীতে নাদিম মোস্তফার দাফন
রাজশাহীতে আ.লীগনেতার মৃত্যুর প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
রাজশাহীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০
অবিবাহিত বেশি সিলেটে, বিবাহিত বেশি রাজশাহীতে
রাজশাহীতে ভ্যানচালক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
আগামী শিক্ষাবর্ষ থেকে আঞ্চলিককেন্দ্রে ভর্তি পরীক্ষা নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়