ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি পুমার কাছ থেকে ৩০০ কোটি রুপির একটি বিশাল চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। পুমার সঙ্গে তার আট বছরের চুক্তি শেষ হওয়ার পর নতুন করে চুক্তি নবায়ন করতে আগ্রহী ছিলেন না কোহলি। মূলত নিজের ব্র্যান্ড ওয়ান এইট এর পরিধি বাড়ানোর জন্য তিনি পুমার সাথে পুনরায় চুক্তি করার দিকে মনোযোগী হননি।
বিশ্বের নামী ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলি, যেমন নাইকি, অ্যাডিডাস, পুমা, রিবক ইত্যাদি, তারকাদের সাথে মোটা অঙ্কের চুক্তি করে থাকে। তারকাদের বিজ্ঞাপন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যকে ব্যাপকভাবে প্রচার করতে সক্ষম হয়। ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন তারকা অ্যাথলিটদের সাথে এসব কোম্পানির দীর্ঘ মেয়াদী চুক্তি হয়।
বিরাট কোহলির জন্য পুমার সাথে আট বছরের চুক্তি ছিল। ২০১৭ সালে পুমার সঙ্গে তার চুক্তি হয় ১১০ কোটি রুপির। তবে সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর, পুমা কোহলির সাথে নতুন চুক্তি করতে চাইলে, কোহলি তা ফিরিয়ে দেন। পুমা কোহলির সাথে চুক্তি নবায়নের জন্য আগের চেয়ে তিন গুন বেশি অর্থের প্রস্তাব দিয়েছিল, যার পরিমাণ ছিল ৩০০ কোটি রুপি। তবে কোহলি এই প্রস্তাব গ্রহণ করেননি।
বিরাট কোহলি জানিয়েছেন, তিনি আপাতত নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ওয়ান এইট এর পরিধি বাড়ানোর দিকে মনোযোগী। এছাড়া, কোহলি এখন অ্যাজিলিটাস সংস্থার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন। ২০২৩ সালে পুমার ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গাঙ্গুলি এই সংস্থা প্রতিষ্ঠা করেন, যা ভারতসহ অন্যান্য দেশে ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে।
কোহলি এখন অ্যাজিলিটাসের সাথে তার ব্র্যান্ড ওয়ান এইট এর সম্প্রসারণ নিয়ে কাজ করছেন, যার ফলে পুমার সঙ্গে নতুন চুক্তি করার প্রতি আগ্রহ দেখাননি তিনি।