Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে “পারায়ন” প্রকল্পের অবহিতকরণ সভা

ডেস্ক সংবাদ

নারী-পুরুষ সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নতুন উদ্যোগ

নারী, কিশোর-কিশোরীসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে আজ সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো “পারায়ন প্রকল্প” অবহিতকরণ সভা। মঙ্গলবার সকাল ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।
আর.ডব্লিউ.ডি.ও সিলেটের নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পারায়ন প্রকল্পের কাউন্সিলর কাম ট্রেইনার মো. জাহিদুল ইসলাম রশিদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আর.ডব্লিউ.ডি.ও’র নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা। নাগরিকতা প্রকল্পের প্রেক্ষাপট ও লক্ষ্য নিয়ে উপস্থাপনা করেন অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্না এবং প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরেন এরিয়া ম্যানেজার মো. মহসিন রেজা।
তিনি বলেন, “নাগরিকতা – সিভিক এনগেইজমেন্ট ফান্ড (সিইএফ)”, “জিএফএ ফাউন্ডেশন”, সুইজারল্যান্ড এবং কানাডার আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পটি বাস্তবায়ন করছে আর ডব্লিউ ডি ও (আর.ডব্লিউ.ডি.ও) সিলেট, এবং লিড এনজিও হিসেবে কাজ করছে অপরাজেয় বাংলাদেশ। এই প্রকল্পটি সিলেট জেলার ৫ টি উপজেলা যথা সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট, জৈন্তাপুর এবং কোম্পানীগঞ্জ উপজেলায় বাস্তবায়িত হবে। এটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫ ও ১৬ অনুসরণ করে। এসডিজি ৫-এর মাধ্যমে লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়ন এবং এসডিজি ১৬-এর মাধ্যমে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, এফআইভিডিবির সমন্বয়ক মোঃ আজিম উদ্দিন, ব্র্যাকের বিভাগীয় ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আসজাদ, জেসিসের নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, এ্যাওয়াড এর নির্বাহী পরিচালক কেএমএসে আজাদ, অ্যাডভোকেট সত্যজিৎ কুমার দাস, রাশিদা খানম, টুকেরবাজারের ইউপি সদস্য হ্দেশ মুদি, খাদিমনগরের ইউপি সদস্য শামিম আহমদ, খাদিমনগর ইউপি সদস্য আবুল কাশেম, খাদিমনগর চা বাগানের সভাপতি সবুজ তাতী, বাংলাদেশ বেতারের প্রতিনিধি এম রহমান ফারুক, সাংবাদিক লোকমান হাফিজ, সাংবাদিক লতিফুর রহমান উজ্জল, এবং আর.ডব্লিউ.ডি.ও ও প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে প্রধান অতিথি পদ্মাসন সিংহ “পারায়ন” প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
প্রেস বিজ্ঞপ্তি
RWDO, সিলেট

Print
Email

সর্বশেষ সংবাদ

1758263669.aRRESTED (1)
বিসিএস প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুরে যুবক আটক
বিসিএস প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুরে যুবক আটক
BCA-AWARDS_logo_color
যুক্তরাজ্যে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে "BCA অ্যাওয়ার্ডস" অনুষ্ঠান
যুক্তরাজ্যে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে “BCA অ্যাওয়ার্ডস” অনুষ্ঠান
1000308202-1cd62f98b6b429aa0552cfb75637d4c8
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারের পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারের পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব
WhatsApp Image 2025-09-17 at 6.19.17 PM
আটটি আইনে মামলা করার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা: পাইলট প্রকল্প চালু হচ্ছে ১২ জেলায়
আটটি আইনে মামলা করার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা: পাইলট প্রকল্প চালু হচ্ছে ১২ জেলায়
395547
সিলেট নগরীতে যান চলাচলে নতুন নির্দেশনা
সিলেট নগরীতে যান চলাচলে নতুন নির্দেশনা
395539
যুক্তরাজ্য-ফ্রান্সের নতুন চুক্তি: অভিবাসীদের জন্য শঙ্কার বার্তা
যুক্তরাজ্য-ফ্রান্সের নতুন চুক্তি: অভিবাসীদের জন্য শঙ্কার বার্তা

সম্পর্কিত খবর