ইসরাইলি সেনাবাহিনী গত কয়েক ঘণ্টায় আকাশ ও স্থল হামলা আরও জোরদার করেছে, যার ফলে গাজা উপত্যকা আরও বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৪ এপ্রিল) গাজা শহরের তুফাহ এলাকায় নতুন করে শুরু হওয়া হামলায় তিনজন নিহত হয়েছেন। হামলার পর ওই এলাকাবাসীদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কিছু বেসামরিক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে সরে যেতে বাধ্য হলেও, অনেকেই এখনও তাদের বাড়িতে রয়ে গেছেন, কারণ তারা মনে করছেন যে, অন্য কোথাও নিরাপত্তা নেই।
ইসরাইলি হামলায় গাজা শহরের আল-আহলি হাসপাতালের কিছু অংশ ধ্বংস হয়ে যাওয়ার ফলে সেখানে জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে, বিশেষত গাজা শহরে। এদিকে, ইসরাইলি ড্রোনগুলো গাজা শহরের আকাশে খুব কম উচ্চতায় চক্কর মারছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলছে।
দক্ষিণে আল-মাওয়াসি এলাকায়ও নতুন করে বিমান হামলা চালানো হয়েছে, যা ইসরাইলি সেনাবাহিনী “মানবিক অঞ্চল” হিসেবে চিহ্নিত করেছিল। এই হামলায় একজন নিহত হন এবং অনেককে নাসের হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়।
ফিলিস্তিনিরা শঙ্কিত যে, ইসরাইলি স্থল অভিযান অব্যাহত থাকলে তাদের দুর্ভোগ আরও বাড়বে।