পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন হতে পারে ধরে নিয়ে আজ বুধবার (২১ মে) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রা শুরুর ১০ দিন আগে অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে।
🕗 টিকিট বিক্রির সময়সূচি:
-
৩১ মে–এর টিকিট: ২১ মে
-
১ জুন: ২২ মে
-
২ জুন: ২৩ মে
-
৩ জুন: ২৪ মে
-
৪ জুন: ২৫ মে
-
৫ জুন: ২৬ মে
-
৬ জুন: ২৭ মে
📍 পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে,
📍 পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে।
ফিরতি টিকিট (ঈদের পরের যাত্রা):
-
৯ জুন: ৩০ মে
-
১০ জুন: ৩১ মে
-
১১ জুন: ১ জুন
-
১২ জুন: ২ জুন
-
১৩ জুন: ৩ জুন
-
১৪ জুন: ৪ জুন
-
১৫ জুন: ৫ জুনঅনলাইনে টিকিট সংগ্রহ পদ্ধতি:
ওয়েবসাইট: https://railapp.railway.gov.bd
-
রেজিস্ট্রেশন করতে হবে (একবারই যথেষ্ট)।
-
লগইন করে যাত্রার তারিখ, স্টেশন ও শ্রেণি নির্বাচন করুন।
-
ভিউ সিটস অপশন থেকে পছন্দের আসন সিলেক্ট করুন।
-
ভিসা/মাস্টারকার্ড/বিকাশে পেমেন্ট করে টিকিট সংগ্রহ করুন।
-
ই-মেইলে প্রাপ্ত ই-টিকিট প্রিন্ট করে ফটো আইডিসহ নির্ধারিত স্টেশন থেকে মূল টিকিট সংগ্রহ করুন।