সিলেটের ক্বীন ব্রিজের পাশে ছিনতাইয়ে বাধা দেওয়ায় ডালিম মিয়াকে খুন করা হয় বলে জানিয়েছে র্যাব। এই ঘটনায় গ্রেফতার হওয়া প্রধান আসামি শেখ মনির ওরফে কালা মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তি দিয়েছেন।
র্যাব-৯ জানায়, সোমবার (১১ আগস্ট) রাত দেড়টার দিকে গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জের কতলাপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে শেখ মনিরকে গ্রেফতার করা হয়। তিনি গোলাপগঞ্জ উপজেলার কোতয়ালপুর গ্রামের শেখ খলিল মিয়ার ছেলে।
মামলা ও র্যাব সূত্রে জানা যায়, নিহত ডালিম মিয়া পূর্ব থেকে অভিযুক্তদের চিনতেন। তারা একটি চোর ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা প্রায়ই ডালিমকে বিভিন্ন অপরাধে জড়াতে চাপ দিত।
ঘটনার দিন ৭ আগস্ট, রাত সাড়ে ১১টার দিকে ক্বীন ব্রিজ এলাকায় তারা আবারও ডালিমকে ছিনতাইয়ে অংশ নিতে বলে। কিন্তু ডালিম তাতে রাজি না হয়ে বিষয়টি পুলিশকে জানিয়ে দেওয়ার হুমকি দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তার ওপর হামলা চালায়। শেখ মনির পেছন থেকে ধরে রেখে ডালিমের বাম উরুতে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন, পরে বাকিরাও ছুরি দিয়ে হামলা চালায়।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ডালিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় ডালিমের মা কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর র্যাব-৯ তদন্ত শুরু করে এবং প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান আসামিকে গ্রেফতার করে।
র্যাব জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।