সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী হেতিমগঞ্জে শোকরানা দোয়া ও প্রচারপত্র বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে আয়োজিত সভায় তিনি বলেন, “বাংলাদেশ জন্মের পর থেকে সিলেট-৬ আসনে শুধু ধানের চাষ হয়েছে, এবার ঘরে ফসল তোলার পালা।” তিনি স্থানীয়দের ঐক্যবদ্ধ হয়ে আসনটি বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
বক্তব্যকালে এমরান চৌধুরী জানান, বিগত ৫৪ বছরে বিভিন্ন জটিলতার কারণে জনগণ সরাসরি ধানের শীষে ভোট দিয়ে প্রার্থীকে সংসদে দেখতে পারেননি। এবারের নির্বাচনে তাদের সুযোগ এসেছে এবং তারা বিএনপিকে বিজয়ী করে উন্নয়নের বিপ্লব ঘটাতে পারবেন। তিনি বৃহত্তর হেতিমগঞ্জ এলাকার উন্নয়নের জন্যও নানা প্রতিশ্রুতি দেন।
সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা মিয়া, পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ সভায় অংশ নেন।
আলোচনা শেষে শোকরানা দোয়া পরিচালনা করেন খয়রুনগঞ্জ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আমিনুল ইসলাম।