সিলেট নগরীতে রাত সাড়ে ৯টার পর সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নগরীর বিভিন্ন বাজার কমিটির নেতাদের সঙ্গে এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম-এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়— আগামী ৭ ডিসেম্বর থেকে সিলেট মহানগরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৯টা ৩০ মিনিটের পর বন্ধ রাখতে হবে।
তবে নির্দেশনার বাইরে রাখা হয়েছে হোটেল–রেঁস্তোরা এবং ওষুধের দোকান—এগুলো নির্ধারিত সময়ের পরও খোলা থাকতে পারবে।