বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকায় আসর শুরুর সম্ভাবনা থাকলেও পূর্ব ঘোষণামাফিক উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে।
আগামী ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। সিলেটে প্রথম পর্বে ২ জানুয়ারি পর্যন্ত মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
দুদিন বিরতির পর ৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব, যেখানে আরও ১২টি ম্যাচ আয়োজন করা হবে। এদিকে এবারের আসরে সবচেয়ে কম ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়—প্লে-অফ ও ফাইনালসহ মোট ১১টি ম্যাচ।
চট্টগ্রাম পর্ব শেষে ১৩ ও ১৪ জানুয়ারি বিরতির পর ঢাকায় পর্দা উঠবে বিপিএলের শেষ ধাপের। টুর্নামেন্টের ফাইনাল নির্ধারিত হয়েছে ২৩ জানুয়ারি, যেখানে ফাইনালের পাশাপাশি প্লে-অফের জন্যও রাখা হয়েছে রিজার্ভ ডে।