Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। তার জানাজার নামাজে ইমামতি করেন বড় ভাই আবু বকর সিদ্দিক।

এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানে নেওয়া হয়।

জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজার আগে বক্তব্যে ড. ইউনূস বলেন, ওসমান হাদি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি ও শিক্ষা রেখে গেছেন। তার দেখানো পথ আমাদের সবাইকে অনুসরণ করতে হবে।

তিনি আরও বলেন, হাদি কখনো হারিয়ে যাবে না—বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। হাদির মানবপ্রেম, আচরণ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যেন আমাদের চিন্তা ও কাজে সবসময় জাগ্রত থাকে—এ আহ্বান জানান তিনি।

সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে শহীদ হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।