জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং তার স্বামী, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। শনিবার সন্ধ্যা সাতটার দিকে দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা পদত্যাগের বিষয়টি জানান।
এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন ইত্তেফাক ডিজিটালকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। খালেদ সাইফুল্লাহ গণমাধ্যমকে জানান, তিনি ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়াচ্ছেন।
পদত্যাগের পর ডা. তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে মানুষের সেবা করার স্বপ্ন থাকলেও বর্তমান বাস্তবতায় তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন না।
তিনি আরও জানান, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে নির্বাচনের প্রস্তুতি হিসেবে তিনি গণচাঁদার মাধ্যমে ৪৭ লাখ টাকা সংগ্রহ করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা তাকে অনুদান দিয়েছেন, তাদের অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। পাশাপাশি প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহে তিনি সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তে এনসিপির একাধিক জ্যেষ্ঠ নারী নেতা অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেই অসন্তোষের ধারাবাহিকতায় তাসনিম জারার পদত্যাগের ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে।
উল্লেখ্য, ঢাকা-৯ আসনে জোটের প্রার্থী হিসেবে আগে তাসনিম জারার নাম আলোচনায় থাকলেও তার পদত্যাগের পর সেখানে হুমায়রা নূরকে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ওই আসনে জামায়াত প্রার্থী দেবে কি না, তা এখনো নিশ্চিত নয়।