সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশা ব্যবহার করার সময় সতর্ক থাকার কথা বলা হচ্ছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাত পৌণে ৮টার দিকে ডাক্তার দম্পতি মো. মুক্তাদির হোসেন ও সারা রহমনা সোবহানীঘাটের ভ্যালি গার্ডেন থেকে রিকশায় চড়েন।
কিছুক্ষণের মধ্যে তারা লক্ষ্য করেন যে চালক প্রধান রাস্তা না দিয়ে ভিন্নপথে যাচ্ছেন। পরবর্তীতে তারা যতরপুর পুকুরপাড়ে পৌঁছান, যেখানে রিকশার চালক তাদের দুই অজ্ঞাতনামা ছিনতাইকারীর কাছে নিয়ে যায়। ছিনতাইকারীরা ধারালো চাকু দেখিয়ে নগদ ১০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, ৩টি ডেবিট কার্ড ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাই করে পালিয়ে যায়।
ডাক্তার দম্পতি কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে রিকশাচালক মো. ইলিয়াস (৩০)কে আটক করে। ইলিয়াস ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছেন এবং জানিয়েছেন যে ছিনতাই পূর্বপরিকল্পিত ছিল। অপর দুই ছিনতাইকারীকে ধরতে অভিযান চলছে।
কোতোয়ালী মডেল থানায় মামলাটি (নং-৪৮/২৮/১২/২০২৫) দ্রæত বিচার আইনে দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ইলিয়াস আদালতে সোপর্দের প্রক্রিয়াধীন।