জামিয়া ইসলামিয়া দারুস্ সালাম দারুল হাদীসের ২৩তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও, সালুটিকর বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুস্ সালাম দারুল হাদীস (মাদ্রাসা ও এতিমখানা)-এর ২৩তম বার্ষিক লা সম্মেলন (৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২০ পৌষ ১৪৩২ বাংলা) রবিবার দিবা ও রাত্রিকালব্যাপী অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল ইসলাম আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক (দা.বা.), পীর সাহেব বরুণা। প্রধান মেহমান হিসেবে অংশ নেবেন আল্লামা ড. মুশতাক আহমদ, ঢাকা। এছাড়াও দেশবরেণ্য উলামায়ে কেরাম, ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত মহাসম্মেলনের মাধ্যমে দ্বীন ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করা হবে। এতে সর্বস্তরের মুসলিম জনতাকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা শায়খ রফীক আহমদ মহল্লী এক বিবৃতিতে বলেন, “এই মোবারক মাহফিলে সকলের উপস্থিতি ও সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, আল্লাহ তাআলা এই মহাসম্মেলনকে দ্বীন ও উম্মাহর কল্যাণে কবুল করবেন।”
সম্মেলন সফল করতে এলাকাবাসীসহ দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।