ব্যবসা বাণিজ্য - UK BANGLA News Site Mon, 28 Nov 2022 07:35:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ব্যবসা বাণিজ্য - UK BANGLA 32 32 কাটছে না রেমিট্যান্সের অশনি গতি https://ukbangla.live/2022/11/28/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%259f%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2585 https://ukbangla.live/2022/11/28/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85/#respond Mon, 28 Nov 2022 07:35:12 +0000 https://ukbangla.live/?p=18244 বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ বাড়াতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে গতি আনতে নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। অবৈধ হুন্ডি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে; দেশের মঙ্গলের জন্য ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে প্রবাসীদের অনুরোধ করা হচ্ছে। কিন্তু তাতে কোনো ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে না। বাড়ছে না অর্থনীতিরি গুরুত্বপূর্ণ এই সূচক। সেপ্টেম্বর-অক্টোবরের মতো চলতি নভেম্বর মাসেও প্রবাসীদের পাঠানো […]

The post কাটছে না রেমিট্যান্সের অশনি গতি first appeared on UK BANGLA.

The post কাটছে না রেমিট্যান্সের অশনি গতি appeared first on UK BANGLA.

]]>
বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ বাড়াতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে গতি আনতে নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। অবৈধ হুন্ডি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে; দেশের মঙ্গলের জন্য ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে প্রবাসীদের অনুরোধ করা হচ্ছে। কিন্তু তাতে কোনো ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে না। বাড়ছে না অর্থনীতিরি গুরুত্বপূর্ণ এই সূচক। সেপ্টেম্বর-অক্টোবরের মতো চলতি নভেম্বর মাসেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংক রোববার চলতি মাসের ২৫ দিনের রেমিট্যান্সের তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, নভেম্বর মাসের প্রথম ২১ দিনে ১৩৪ কোটি ৭১ লাখ ৫০ হাজার (১.৩৫ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে ৫ কোটি ৩৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে।

ডলারের বাজারের অস্থিরতার কারণে অবৈধ হুন্ডি বেড়ে যাওয়ায় রিজার্ভের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্স কমছে বলে জানিয়েছেন অর্থনীতির গবেষক আহসান এইচ মনসুর। এটা বন্ধ করতে না পারলে রিজার্ভের পরিমাণ আরও কমে যাবে বলে আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে প্রতিদিন গড়ে ৭ কোটি ডলার করে রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

চলতি মাসের বাকি ৪ দিনে এই হারে রেমিট্যান্স এলে সেপ্টেম্বর-অক্টোবরের মতো নভেম্বর মাসেও দেড় বিলিয়ন ডলারের কিছু বেশি রেমিট্যান্স আসবে। গত বছরের নভেম্বর মাসে ১৫৫ কোটি ৩৭ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। জুলাইয়ে এসেছিল ২ দশমিক ১ বিলিয়ন ডলার; যা ছিল আগের ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি। আর গত বছরের জুলাইয়ের চেয়ে বেশি ছিল ১২ শতাংশ। আগস্টে আসে ২ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার। প্রবৃদ্ধি হয়েছিল ১২ দশমিক ৬০ শতাংশ। ওই দুই মাসে মোট রেমিট্যান্স এসেছিল ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ের চেয়ে যা ছিল ১২ দশমিক ৩০ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, গত সেপ্টেম্বরে বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা ছিল গত বছরের সেপ্টেম্বরের চেয়ে ১০ দশমিক ৮৪ শতাংশ কম। ২০২১ সালের সেপ্টেম্বরে ১৭২ কোটি ৬৭ লাখ ডলার এসেছিল। পরের মাস অক্টোবরে এসেছিল ১৫২ কোটি ৫৪ লাখ ডলার। এ মাসে ১৫২ কোটি ৫৪ লাখ (১.৫২ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত আট মাসের মধ্যে সবচেয়ে কম।

গত বছরের অক্টোবরে ১৬৪ কোটি ৬৯ লাখ (১.৬৪ বিলিয়ন) ডলার এসেছিল। আগের মাস সেপ্টেম্বরে এসেছিল ১৫৪ কোটি ডলার। এ হিসাবে গত বছরের অক্টোবরের চেয়ে এই অক্টোবরে ৭ দশমিক ৩৭ শতাংশ রেমিট্যান্স কম এসেছে। আর সেপ্টেম্বরের চেয়ে কম এসেছে ১ শতাংশের মতো। গত ফেব্রুয়ারিতে ১৪৯ কোটি ৪৪ লাখ (১.৪৯ বিলিয়ন) ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এর আট মাস পর সর্বনিম্ন রেমিট্যান্স আসে অক্টোবরে।

রপ্তানি আয়ের পাশাপাশি অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক কমায় রিজার্ভ নেমেছে ৩৪ বিলিয়ন ডলারে। রোববার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ১২ বিলিয়ন ডলার। গত বছরের আগস্টে এই রিজার্ভ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করে। এক বছর আগে ২৪ নভেম্বর রিজার্ভ ছিল ৪৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

তবে ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসের (জুলাই-অক্টোবর) হিসাবে রেমিট্যান্স প্রবাহে এখনো প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। এই চার মাসে ১১৯ কোটি ৮৩ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ২ শতাংশ বেশি।

গত অর্থবছরের ধারাবাহিকতায় চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসেও (জুলাই-আগস্ট) রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছিল ২৫ দশমিক ৩১ শতাংশ। তবে সেপ্টেম্বরে ৬ দশমিক ২৫ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। অক্টোবর মাসে রপ্তানি আয় কমেছে প্রায় ৮ শতাংশ।

আর এই দুই সূচকে নেতিবাচক ধারার কারণেই আমদানি ব্যয় কমার পরও রিজার্ভ নেমেছে ৩৪ বিলিয়ন ডলারে। ২০২০ সালের ৩০ জুনের পর যা সর্বনিম্ন। গত সেপ্টেম্বর মাসে আমদানি খাতে ব্যয় হয়েছে ৬ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। এ হিসাবে বর্তমানের রিজার্ভ দিয়ে পাঁচ মাসের কিছু বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘ব্যাংকিং চ্যানেলের বদলে অবৈধভাবে হুন্ডিতে অর্থ পাঠানোর কারণ, সেখানে ডলারের দর বেশি পাওয়া যায়। প্রতি ডলারের বিপরীতে তিন থেকে চার টাকার ব্যবধান অনেককেই এভাবে অর্থ পাঠানোতে আগ্রহী করছে।’

তিনি বলেন, খোলাবাজার বা কার্ব মার্কেটে ডলারের দর এখন ১১২ থেকে টাকা। ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে ১০৭ টাকা পাওয়া যায়। তার সঙ্গে আড়াই শতাংশ প্রণোদনা যোগ হয়ে পাওয়া যায় ১০৯ টাকা ৫০ পয়সা। আর হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠালে, যার নামে পাঠান তিনি ১১৩ টাকা পর্যন্ত পাচ্ছেন।

সে কারণেই সাম্প্রতিক সময়ে হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ বেড়ে গেছে বলে মনে করছেন আহসান এইচ মনসুর। তার মূল্যায়ন, এ কারণেই ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স কম আসছে।

দীর্ঘ সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসা আহসান মনসুর বলেন, ‘মূলত হুন্ডি বেড়ে যাওয়ার কারণেই এই সূচক কমছে। এটা বন্ধ করতে হবে। হুন্ডি কারবারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তা না হলে কিন্তু রেমিট্যান্স বাড়বে না; রিজার্ভ আরও কমে যাবে।’

হুন্ডি বন্ধে নানা পদক্ষেপ
অর্থ পাচার ও কালো টাকা না কমলে বৈধ পথে রেমিট্যান্সও বাড়বে না- বিভিন্ন মহলের এমন বার্তার পর হুন্ডি প্রতিরোধের নতুন কৌশলে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠন করা হয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সম্প্রতি হুন্ডির মাধ্যমে প্রেরিত রেমিট্যান্সের ২৩০ জন বেনিফিশিয়ারির হিসাবে সাময়িকভাবে উত্তোলন স্থগিত করে বিএফআইইউ। বলা হয়, ভবিষ্যতে বৈধ পথে রেমিট্যান্স পাঠাবে এমন প্রতিশ্রুতি দিলে হিসাবগুলো খুলে দেওয়া হবে।

বৈধ উপায়ে পাঠানো রেমিট্যান্সের বিপরীতে আড়াই শতাংশ নগদ প্রণোদনা দেওয়া, রেমিট্যান্স প্রেরণকারীদের সিআইপি সম্মাননা দেওয়া, রেমিট্যান্স বিতরণ প্রক্রিয়া সম্প্রসারণ ও সহজ করা, অনিবাসী বাংলাদেশিদের জন্য বিনিয়োগ ও গৃহায়ণ অর্থায়ন সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া ফিনটেক পদ্ধতির আওতায় আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ড্রয়িং ব্যবস্থা স্থাপনে উদ্বুদ্ধ করা ও রেমিট্যান্স পাঠাতে ব্যাংক বা এক্সচেঞ্জ হাউজগুলোর চার্জ ফি মওকুফ করা হয়েছে।

অবৈধ হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠালে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

গত কয়েক মাস ধরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সপ্রবাহ কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ১৬ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রবাসী বাংলাদেশি ও তাদের প্রিয়জনদের জানানো যাচ্ছে যে, কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলের বাইরে (হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে) প্রেরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এতে দেশ ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞপ্তিতে প্রবাসীদের উদ্দেশে বলা হয়েছে, ‘আপনাদের অর্জিত মূল্যবান বৈদেশিক মুদ্রা হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে না পাঠিয়ে বৈধ পথে বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে প্রেরণ করুন, দেশ গড়ায় মূল্যবান অবদান রাখুন এবং আপনার প্রিয়জনকে ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাখুন।’

অবৈধ পথে রেমিট্যান্স প্রেরণের সঙ্গে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে প্রচলিত আইনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

The post কাটছে না রেমিট্যান্সের অশনি গতি first appeared on UK BANGLA.

The post কাটছে না রেমিট্যান্সের অশনি গতি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/28/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85/feed/ 0
গতি ফেরেনি রেমিট্যান্সে: ২৫ দিনে এলো ১৩৫ কোটি ডলার https://ukbangla.live/2022/11/28/%e0%a6%97%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2597%25e0%25a6%25a4%25e0%25a6%25bf-%25e0%25a6%25ab%25e0%25a7%2587%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a6%25bf-%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25b8%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/11/28/%e0%a6%97%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87/#respond Mon, 28 Nov 2022 04:38:37 +0000 https://ukbangla.live/?p=18218 নানা উদ্যোগ নেওয়ার পরও প্রবাসী আয়ে গতি ফেরেনি। চলতি মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৪ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৬ টাকা ৫০ পয়সা ধ‌রে) যার পরিমাণ ১৪ হাজার ৩৪৫ কোটি টাকা। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াবে ১৬০ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে […]

The post গতি ফেরেনি রেমিট্যান্সে: ২৫ দিনে এলো ১৩৫ কোটি ডলার first appeared on UK BANGLA.

The post গতি ফেরেনি রেমিট্যান্সে: ২৫ দিনে এলো ১৩৫ কোটি ডলার appeared first on UK BANGLA.

]]>
নানা উদ্যোগ নেওয়ার পরও প্রবাসী আয়ে গতি ফেরেনি। চলতি মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৪ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৬ টাকা ৫০ পয়সা ধ‌রে) যার পরিমাণ ১৪ হাজার ৩৪৫ কোটি টাকা। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াবে ১৬০ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ চিত্র পাওয়া গেছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে প্রবাসী আয় ধারাবাহিকভাবে কমছে। অর্থনীতির অন্যতম এ সূচকটির নেতিবাচক গতি দুশ্চিন্তায় ফেলেছে সরকারকে। এমন পরিস্থিতিতে বৈধ পথে রেমিট্যান্স আনতে বিভিন্ন শর্ত শিথিল, চার্জ ফি মওকুফসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। তারপরও ইতিবাচক সাড়া মিলছে না।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, নভেম্বরের ২৫ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৩ কোটি ৪০ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোটি ৯৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

রেমিট্যান্স প্রবাহ পর্যালোচনায় দেখা গেছে, গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৪৯ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। এরপর রেমিট্যান্স প্রবাহ ওঠানামা করলেও গত অক্টোবরের মতো রেমিট্যান্স প্রবাহ এতোটা কমেনি। গত অক্টোবরে ১৫২ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা ছিল টানা ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। ২০২১ সালের অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ১৬৪ কোটি ৬৯ লাখ ডলার।

চলতি মাসের ২৫ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে ৩২ কোটি ৮৮ লাখ ডলার এসেছে। এরপর অগ্রণী ব্যাংকে এসেছে ৯ কোটি ৬ লাখ, ডাচ্–বাংলা ব্যাংকে ৮ কোটি ৫৫ লাখ, সোনালী ব্যাংক ৮ কোটি ১৪ লাখ এবং আল আরাফা ইসলামী ব্যাংকের এসেছে ৬ কোটি ৪৫ লাখ ডলার প্রবাসী আয়।

আলোচিত সময়ে সরকারি বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিদেশি হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

অর্থ পাচার ও কালো টাকা না কমলে বৈধ পথে রেমিট্যান্সও বাড়বে না, বিভিন্ন মহলের এমন বার্তার পর হুন্ডি প্রতিরোধের নতুন কৌশলে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠন করা হয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সম্প্রতি হুন্ডির মাধ্যমে প্রেরিত রেমিট্যান্সের ২৩০ জন বেনিফিশিয়ারির হিসাবে সাময়িকভাবে উত্তোলন স্থগিত করে বিএফআইইউ। বলা হয়, ভবিষ্যতে বৈধ পথে রেমিট্যান্স পাঠাবে এমন প্রতিশ্রুতি দিলে হিসাবগুলো খুলে দেওয়া হবে।

রেমিট্যান্স বাড়া‌তে যত উদ্যোগ
বৈধ উপায়ে পাঠানো রেমিট্যান্সের বিপরীতে আড়াই শতাংশ নগদ প্রণোদনা দেওয়া, রেমিট্যান্স প্রেরণকারীদের সিআইপি সম্মাননা দেওয়া, রেমিট্যান্স বিতরণ প্রক্রিয়া সম্প্রসারণ ও সহজ করা, অনিবাসী বাংলাদেশিদের জন্য বিনিয়োগ ও গৃহায়ণ অর্থায়ন সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া ফিনটেক পদ্ধতির আওতায় আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ড্রয়িং ব্যবস্থা স্থাপনে উদ্বুদ্ধ করা ও রেমিট্যান্স পাঠাতে ব্যাংক বা এক্সচেঞ্জ হাউজগুলোর চার্জ ফি মওকুফ করা হয়েছে।

এদিকে বিভিন্ন উদ্যোগ নিয়েও রেমিট্যান্স বাড়াতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। ২০২২-২৩ অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরে ১৫২ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই অংক গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ১৪৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম।

The post গতি ফেরেনি রেমিট্যান্সে: ২৫ দিনে এলো ১৩৫ কোটি ডলার first appeared on UK BANGLA.

The post গতি ফেরেনি রেমিট্যান্সে: ২৫ দিনে এলো ১৩৫ কোটি ডলার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/28/%e0%a6%97%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87/feed/ 0
পণ্যের দাম বাড়ছে যে কারণে https://ukbangla.live/2022/11/26/%e0%a6%aa%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25a3%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a6%25e0%25a6%25be%25e0%25a6%25ae-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a3 https://ukbangla.live/2022/11/26/%e0%a6%aa%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3/#respond Sat, 26 Nov 2022 06:48:59 +0000 https://ukbangla.live/?p=18206 জুন মাসে দেশে যেসব চিনি বাজারজাত হয়, তার কাঁচামাল আনা হয় বিশ্ববাজার থেকে। টনপ্রতি দাম পড়ে ৪৪৮ ডলার। তখন প্রতি কেজিতে গড়ে ১৯ টাকা শুল্ক–কর পরিশোধ করেছেন আমদানিকারকেরা। কিন্তু চলতি নভেম্বর মাসে বাজারজাত হওয়া চিনির কাঁচামালে টনপ্রতি দাম পড়েছে ৪৪৫ ডলার। কম দামে কেনার পরও প্রতি কেজি চিনিতে জুন মাসের তুলনায় ছয় টাকা বাড়তি শুল্ক–কর […]

The post পণ্যের দাম বাড়ছে যে কারণে first appeared on UK BANGLA.

The post পণ্যের দাম বাড়ছে যে কারণে appeared first on UK BANGLA.

]]>
জুন মাসে দেশে যেসব চিনি বাজারজাত হয়, তার কাঁচামাল আনা হয় বিশ্ববাজার থেকে। টনপ্রতি দাম পড়ে ৪৪৮ ডলার। তখন প্রতি কেজিতে গড়ে ১৯ টাকা শুল্ক–কর পরিশোধ করেছেন আমদানিকারকেরা। কিন্তু চলতি নভেম্বর মাসে বাজারজাত হওয়া চিনির কাঁচামালে টনপ্রতি দাম পড়েছে ৪৪৫ ডলার। কম দামে কেনার পরও প্রতি কেজি চিনিতে জুন মাসের তুলনায় ছয় টাকা বাড়তি শুল্ক–কর দিতে হচ্ছে। এতে প্রতি কেজি চিনিতে শুল্ক–কর বেড়ে দাঁড়াচ্ছে ২৫ টাকা। কোনো চালানে অবশ্য এই করভার আরও চার টাকা বেশি, অর্থাৎ কেজিপ্রতি ২৯ টাকা পড়ছে। সে ক্ষেত্রে আমদানিকারককে কেজিপ্রতি বাড়তি শুল্ক–কর দিতে হচ্ছে ১০ টাকা।

চিনিতে শুল্ক–কর বাড়ানো হয়নি, মার্কিন ডলারের বিনিময়মূল্য বাড়ানো হয়েছে। যেমন জুন মাসে প্রতি ডলারের বিনিময়মূল্য ছিল ৮৬ টাকা ৭৩ পয়সা। এরপর দফায় দফায় ডলারের দাম বাড়ানো হয়েছে। এই নভেম্বরে এসে ডলারের দাম বাড়িয়ে ১০৬ টাকা ১৭ পয়সায় নির্ধারণ করা হয়। ছয় মাসে প্রতি ডলারের দাম মোট ১৯ টাকা ৪৪ পয়সা বাড়ানো হয়েছে। এ দাম ধরেই কাস্টমস বিভাগ আমদানি পণ্যের ওপর শুল্ক–কর নির্ধারণ করে টাকায়। এতে পণ্যের করভার বেড়ে যাচ্ছে। যে কারণে কম দামে পণ্য কেনার পরও রাজস্ব বেশি দিতে হচ্ছে ব্যবসায়ীদের।

ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর মার্চ থেকে মে মাস পর্যন্ত আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের দাম যেভাবে চূড়ায় উঠেছিল, এখন সে অবস্থা নেই। কয়েকটি বাদ দিলে বেশির ভাগ পণ্যের দামই কমে এসেছে।

আমদানিকারকেরা বলছেন, চিনির মতো যেসব ভোগ্যপণ্যে করভার রয়েছে, সেগুলোর প্রতিটিতে এখন আগের তুলনায় শুল্ক–কর বেশি দিতে হচ্ছে। কোম্পানিগুলো আপাতত এ বাড়তি শুল্ক–কর পরিশোধ করলেও তা কিন্তু আখেরে আদায় হবে ক্রেতাদের কাছ থেকে। চিনির মতো সয়াবিন তেল ও পাম তেলের দাম বাড়ারও বড় কারণ হচ্ছে ডলারের উচ্চ দামজনিত শুল্ক–কর।

জুন মাসের পর পণ্যের দাম বাড়ার বড় কারণ ছিল বেশি দামে ডলার কিনে পণ্য আমদানি। সেই মাসের তুলনায় এখন প্রতি কেজি নিত্যপণ্যে ক্রেতাদের ৭ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়তি খরচ হচ্ছে। জুন মাসের তুলনায় এখন প্রতি কেজি চিনি ও গমে ৮ টাকা, মসুর ডালে ১৮ টাকা, সয়াবিন তেলে ৩০ টাকা বাড়তি খরচ হচ্ছে।

বেশি দামে ডলার কিনে কাঁচামাল আমদানির ঋণপত্র (এলসি) খোলার পর শুল্ক–কর বেশি পড়ছে। এরপর সেই কাঁচামাল যখন পণ্য উৎপাদনের জন্য কারখানায় নেওয়া হচ্ছে, তখন আরেক দফা বাড়তি খরচ যোগ হচ্ছে। কারণ, গ্যাস–বিদ্যুৎ–সংকটে কারখানা চালু রাখতে না পারায় কোম্পানিগুলোর উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এ ছাড়া জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েও পণ্যমূল্যের দাম বৃদ্ধি পায়।

আলাপকালে কয়েকজন আমদানিকারক জানান, ডলার–সংকটের কারণে ঋণপত্র খুলতে এখন তাঁরা হিমশিম খাচ্ছেন। কাঠখড় পুড়িয়ে যাঁরা ঋণপত্র খুলতে পারছেন, তাঁদের বাড়তি কমিশন দিতে হচ্ছে। ঋণপত্র খোলার জন্য বিদেশি ব্যাংকের কনফার্মেশন (নিশ্চিতকরণ) পাওয়ার খরচও এখন আগের তুলনায় দু–তিন গুণ বেশি।

জানতে চাইলে টি কে গ্রুপের পরিচালক মো. শফিউল আথহার তাছলিম বলেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর বিশ্ববাবাজারে নিত্যপণ্যের দাম বেড়ে রেকর্ড হয়েছিল। এরপর জুন–জুলাই থেকে কমে এখন আবার অনেক পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে এটা ঠিক, ঋণপত্র খোলায় বাড়তি কমিশন থেকে শুরু করে নিত্যপণ্য বাজারজাত করা পর্যন্ত প্রতিটি ধাপেই খরচ বেড়েছে। তিনি বলেন, ‘ডলারের বিনিময়মূল্য বেড়ে করভার বেড়েছে। আগের তুলনায় ২২ শতাংশ বেশি দামে ডলার কিনতে হচ্ছে। উৎপাদন ব্যাহত হওয়ার কারণেও খরচ বেড়েছে। জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচও বৃদ্ধি পেয়েছে।’

দেশে আমদানি কমেছে
ঋণপত্র খোলার হার কমে আসায় খাদ্যশস্য ও চিনি আমদানি কমে গেছে। তবে সয়াবিন ও পাম তেল, মসুর ও মটর ডালের আমদানি এখনো গত বছরের তুলনায় বেশি। ডলার–সংকটের কারণে আমদানি কমে বাজার অস্থিতিশীল হচ্ছে।

চিনির উদাহরণ দেওয়া যাক। চলতি ২০২২–২৩ অর্থবছরের প্রথম সাড়ে চার মাসে বন্দর দিয়ে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে ৩ লাখ ৩৬ হাজার টন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭ লাখ ৯২ হাজার টন। অর্থাৎ এক বছরে আমদানি কমেছে ৫৮ শতাংশ।

এদিকে আমদানির পাশাপাশি বাজারে চিনি সরবরাহের পরিমাণও কমেছে। চারটি পরিশোধন কারখানা চলতি অর্থবছরের প্রথম সাড়ে চার মাসে ৭ লাখ ৩৮ হাজার টন পরিশোধিত চিনি সরবরাহ করেছে। গত অর্থবছরে একই সময়ে এ পরিমাণ ছিল সোয়া ৯ লাখ টন। এক বছরে বাজারে চিনি সরবরাহ কমেছে ২০ শতাংশ।

রাশিয়া–ইউক্রেনের বাজার খোলায় গত এক মাসে দেশে সরকারি–বেসরকারি খাতে খাদ্যশস্য আমদানি কিছুটা বাড়লেও তা এখনো গত বছরের তুলনায় কম। যেমন চলতি ২০২২–২৩ অর্থবছরের সাড়ে চার মাসে গম আমদানি হয়েছে সাড়ে ১৪ লাখ টন। গত অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ২৪ লাখ ২২ হাজার টন। অর্থাৎ এক বছরে গম আমদানি কমেছে ৪০ শতাংশ।

চালের আমদানিও কমেছে। সাড়ে চার মাসে চাল আমদানি হয়েছে সাড়ে পাঁচ লাখ টন। গত অর্থবছরের একই সময়ে ছিল সাড়ে ছয় লাখ টন।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশে আটার দাম বাড়ার জন্য বিশ্ববাজারকে দায়ী করেনি। চলতি মাসে সংস্থাটির খাদ্যমূল্য প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে বাংলাদেশে গমের আটার দাম বেড়ে নতুন রেকর্ড হয়েছে। আমদানিতে ধীরগতি এবং জ্বালানির মূল্যবৃদ্ধি পেয়ে পরিবহন খরচ বেড়ে যাওয়াকেই দায়ী করেছে সংস্থাটি।

করণীয় কী
দেশে নিত্যপণ্যের বাজারের অবস্থা জানিয়ে মতামত জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আন্তর্জাতিক বাজার কিছুটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে। সে তুলনায় ডলারের বিনিময়মূল্য বেড়ে দেশে আমদানি ব্যয় বাড়ছে। এ পরিস্থিতিতে খাদ্যনিরাপত্তার বিষয়টি সামনে রেখে জরুরি খাদ্যপণ্যের আমদানি ও সরবরাহ যাতে ঠিক থাকে, সেটাকে অগ্রাধিকার দেওয়া উচিত। কারণ, বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক সময়ের মতো পণ্য সরবরাহ, চাহিদা পূরণ ও আমদানি ব্যয় মেটানোর ক্ষেত্রে রাশ টানার সময় এসেছে। আবার বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো উচিত, যাতে আমদানিব্যয়ের সঙ্গে বাজারমূল্যের পার্থক্য খুব বেশি না হয়।

The post পণ্যের দাম বাড়ছে যে কারণে first appeared on UK BANGLA.

The post পণ্যের দাম বাড়ছে যে কারণে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/26/%e0%a6%aa%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3/feed/ 0
বিদেশি ঋণেও যুদ্ধের ধাক্কা, ৪ মাসে কমল ২৫ শতাংশ https://ukbangla.live/2022/11/25/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%8b%e0%a6%a3%e0%a7%87%e0%a6%93-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a6%25bf-%25e0%25a6%258b%25e0%25a6%25a3%25e0%25a7%2587%25e0%25a6%2593-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a7%258d https://ukbangla.live/2022/11/25/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%8b%e0%a6%a3%e0%a7%87%e0%a6%93-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d/#respond Fri, 25 Nov 2022 06:56:28 +0000 https://ukbangla.live/?p=18172 বিদেশি ঋণপ্রবাহেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা লেগেছে। যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অর্থনীতিও বেশ চাপে পড়েছে। অর্থনীতির প্রধান সূচকগুলোর পাশাপাশি বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভও কমছেই; নেমে এসেছে ৩৪ বিলিয়ন ডলারে। এই চাপ সামাল দিতে সবচেয়ে বেশি প্রয়োজন এখন কম সুদের বিদেশি ঋণ-সহায়তা বৃদ্ধি। কিন্তু তেমনটি না হয়ে উল্টো কমছে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে […]

The post বিদেশি ঋণেও যুদ্ধের ধাক্কা, ৪ মাসে কমল ২৫ শতাংশ first appeared on UK BANGLA.

The post বিদেশি ঋণেও যুদ্ধের ধাক্কা, ৪ মাসে কমল ২৫ শতাংশ appeared first on UK BANGLA.

]]>
বিদেশি ঋণপ্রবাহেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা লেগেছে। যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অর্থনীতিও বেশ চাপে পড়েছে। অর্থনীতির প্রধান সূচকগুলোর পাশাপাশি বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভও কমছেই; নেমে এসেছে ৩৪ বিলিয়ন ডলারে। এই চাপ সামাল দিতে সবচেয়ে বেশি প্রয়োজন এখন কম সুদের বিদেশি ঋণ-সহায়তা বৃদ্ধি। কিন্তু তেমনটি না হয়ে উল্টো কমছে।

অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত ২০২১-২২ অর্থবছরে ১০ বিলিয়ন (১ হাজার কোটি) ডলারের বেশি বিদেশি ঋণ পেয়েছিল বাংলাদেশ, যা ছিল আগের বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি। দুই বছরের করোনা মহামারির পর যুদ্ধের ধাক্কায় চাপে পড়া অর্থনীতিকে সামাল দিতে কম সুদের বিশাল অঙ্কের এই ঋণ বেশ অবদান রেখেছিল।

কিন্তু বিদেশি ঋণে সেই জোয়ার আর নেই। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৪ মাসে (জুলাই-অক্টোবর) বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে মোট ১৯৭ কোটি ৬ লাখ (১.৯৭ বিলিয়ন) ডলারের ঋণ-সহায়তা পেয়েছে বাংলাদেশ। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ২৫ শতাংশ কম। ২০২১-২২ অর্থবছরের এই ৪ মাসে ২৬২ কোটি ৬২ লাখ (২.৬২ বিলিয়ন) ডলারের ঋণ ছাড় করেছিল দাতারা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বৃহস্পতিবার বিদেশি ঋণ প্রবাহের হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত অর্থবছরের ধারাবাহিকতায় বিদেশি ঋণপ্রবাহের উল্লম্ফন নিয়ে শুরু হয়েছিল ২০২২-২৩ অর্থবছর।

নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় ৪৯ কোটি ডলারের বিদেশি ঋণ-সহায়তা এসেছিল, যা ছিল গত জুলাইয়ের চেয়ে ৪৮ দশমিক ৫০ শতাংশ বেশি। কিন্তু দ্বিতীয় মাস আগস্টে এসে হোঁচট খায়। ওই মাসে ৩৭ কোটি ৬৩ লাখ ডলারের ঋণ ছাড় করে দাতারা, যা ছিল আগের মাস জুলাইয়ের চেয়ে প্রায় ২৩ শতাংশ কম।

পরের দুই মাস সেপ্টেম্বর ও অক্টোবরে অবশ্য কিছুটা বেড়েছে। সেপ্টেম্বরে আসে ৪৮ কোটি ৪৯ লাখ ডলার। আর সব শেষ অক্টোবরে এসেছে ৬২ কোটি ১৪ লাখ ডলার। তারপরও ৪ মাসের (জুলাই-অক্টোবর) হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে ২৫ শতাংশ বিদেশি ঋণ কম এসেছে দেশে।

‘এই মুহূর্তে কম সুদের বিদেশি ঋণ খুবই প্রয়োজন’ মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতির বিশ্লেষক আতিউর রহমান নিউজবাংলাকে বলেন, ‘আমাদের রিজার্ভ চাপের মধ্যে আছে। এই চাপ সামলাতে বিশ্বব্যাংক, এডিবি, জাইকাসহ বিভিন্ন দাতা সংস্থার ঋণ প্রয়োজন। এসব সংস্থার পাইপলাইনে যেসব ঋণ আছে, সেগুলো দ্রুত আনতে পদক্ষেপ নিতে হবে। একটা সুখের খবর হচ্ছে, আইএমএফ ঋণ দিতে রাজি হওয়ায় সরকার সাহস পেয়েছে। বিশ্বব্যাংকসহ অন্য সংস্থাগুলোও এখন এগিয়ে আসবে। সরকার সহজেই সংকট মোকাবিলা করতে পারবে। আমার বিশ্বাস, ২০২৩ সাল থেকেই সরকার সাহস সঞ্চার করে ঘুরে দাঁড়াবে। অর্থনীতিও আগের অবস্থায় ফিরে আসবে।’

অর্থনীতির আরেক গবেষক আহসান এইচ মনসুর নিউজবাংলাকে বলেছেন, ‘বৈশ্বিক কারণে পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশের অর্থনীতিও বেশ চাপের মধ্যে পড়েছে। এই চাপ সামলাতে এই মুহূর্তে কম সুদের বেশি বেশি বিদেশি ঋণের খুব দরকার ছিল। কিন্তু উল্টো কমে যাচ্ছে। রপ্তানি আয় ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সও নিম্নমুখী। সরকারকে চাপমুক্ত হতে বেগ পেতে হচ্ছে। যুদ্ধের ধাক্কা সামাল দিতে বাংলাদেশের মতো অনেক দেশকে দাতাদের সহায়তা করতে হচ্ছে। সে কারণে এবার ঋণটা একটু কম আসছে। তবে ফেব্রুয়ারিতে যদি আমরা আইএমএফের ঋণের প্রথম কিস্তিটা পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের সংকট অনেকটাই কেটে যাবে। রিজার্ভ কমার যে ধারা রয়েছে, সেটা আর থাকবে না।’

এই অর্থবছরে বিদেশি ঋণ কমার কারণ ব্যাখ্যা করে দীর্ঘদিন আইএমএফের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান মনসুর বলেন, ‘দুই বছরের বেশি সময় ধরে চলা মহামারি করোনার ক্ষতি পুষিয়ে নিতে গত অর্থবছরে বিশ্বব্যাংক, এডিবিসহ বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি ঋণ-সহায়তা পাওয়া গিয়েছিল। কিন্তু এখন তো আর কোভিডের ঋণ পাওয়া যাচ্ছে না। অস্থির বিশ্ব পরিস্থিতিতে বিভিন্ন দেশকে ঋণ নিতে হচ্ছে দাতা সংস্থাগুলোকে। সে কারণেই বিদেশি ঋণ কমছে। আমার মনে হচ্ছে, এবার গতবারের চেয়ে ঋণ বেশ খানিকটা কম আসবে।’

ইআরডির তথ্যে দেখা যায়, জুলাই-অক্টোবর সময়ে দাতাদের কাছ থেকে যে ২৬২ কোটি ৬২ লাখ ডলারের ঋণ-সহায়তা পাওয়া গেছে, তার মধ্যে প্রকল্প সাহায্য এসেছে ২৫৫ কোটি ১০ লাখ ডলার। আর অনুদান পাওয়া গেছে ৭ কোটি ৫১ লাখ ৩০ হাজার ডলার। গত বছরের একই সময়ে প্রকল্প সাহায্য পাওয়া গিয়েছিল ১৮৭ কোটি ৭৮ লাখ (১.৮৭ বিলিয়ন) ডলার। অনুদান এসেছিল ৯ কোটি ২৮ লাখ ১০ হাজার ডলার।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২০-২১ অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ৭৯৫ কোটি ৭৫ লাখ ৬০ হাজার (৭.৯৬ বিলিয়ন) ডলার ঋণ-সহায়তা পেয়েছিল বাংলাদেশ। তার আগে ২০১৯-২০ অর্থবছরে এসেছিল ৭৩৮ কোটি (৭.৩৮ বিলিয়ন) ডলার।

বাংলাদেশে বিদেশি ঋণ বাড়তে থাকে ২০১৭-১৮ অর্থবছর থেকে। ওই বছরই এক লাফে অর্থছাড় ৩০০ কোটি থেকে ৬৩৭ কোটি ডলারে উন্নীত হয়। তারপর ২০১৮-১৯ অর্থবছরে আসে ৬৫৪ কোটি ডলার।

সবচেয়ে বেশি দিয়েছে জাপান
২০২২-২৩ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে জাপান, ৫৮ কোটি ৭ লাখ ডলার। চীনের কাছ থেকে পাওয়া গেছে ৪৫ কোটি ৩৭ লাখ ডলার। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দিয়েছে ২৪ কোটি ৭ লাখ ডলার। বিশ্বব্যাংক ছাড় করেছে ৩৬ কোটি ৫২ লাখ ডলার। ভারত দিয়েছে ১১কোটি ৯১ লাখ ডলার। এ ছাড়া রাশিয়ার কাছ থেকে পাওয়া গেছে ৮ কোটি ২৮ লাখ ২০ হাজার ডলার। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) দিয়েছে ৭৮ লাখ ৫০ হাজার ডলার।

প্রতিশ্রুতি মিলেছে মাত্র ৪১ কোটি ডলারের
ইআরডির তথ্য বলছে, জুলাই-অক্টোবর সময়ে দাতাদের ঋণ-সহায়তার প্রতিশ্রুতি বেশ কমেছে। ২০২১-২২ অর্থবছরের এই ৪ মাসে ২৭৬ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার ঋণ-সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন দাতারা। এই বছরের জুলাই-অক্টোবর প্রতিশ্রুতি দিয়েছে মাত্র ৪১ কোটি ৫০ লাখ ৩৮ হাজার ডলারের। এ হিসাবে দেখা যাচ্ছে, গত অর্থবছরের প্রথম চার মাসে এই বছরের একই সময়ের চেয়ে সাড়ে ৬ গুণের বেশি প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল।

সুদ পরিশোধ কমেছে
জুলাই-অক্টোবর সময়ে আগে নেয়া ঋণের আসল ও সুদ বাবদ ৭২ কোটি ৪২ লাখ ৭০ হাজার ডলার পরিশোধ করেছে সরকার। গত বছরের একই সময়ে সুদ-আসল বাবদ ৭৪ কোটি ৯১ লাখ ৭০ হাজার ডলার শোধ করা হয়েছিল। এ হিসাবে এই ৪ মাসে গত বছরের একই সময়ের চেয়ে সুদ-আসল পরিশোধ বাবদ ৩ দশমিক ৩২ শতাংশ কম অর্থ ব্যয় করতে হয়েছে সরকারকে।

The post বিদেশি ঋণেও যুদ্ধের ধাক্কা, ৪ মাসে কমল ২৫ শতাংশ first appeared on UK BANGLA.

The post বিদেশি ঋণেও যুদ্ধের ধাক্কা, ৪ মাসে কমল ২৫ শতাংশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/25/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%8b%e0%a6%a3%e0%a7%87%e0%a6%93-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d/feed/ 0
অনিয়মে বন্ধ ইউকে শাখা, নতুন ২ প্রতিষ্ঠান গড়তে চায় সোনালী ব্যাংক https://ukbangla.live/2022/11/23/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2585%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25ae%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a7-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25b6%25e0%25a6%25be%25e0%25a6%2596%25e0%25a6%25be-%25e0%25a6%25a8%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/11/23/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%a4/#respond Wed, 23 Nov 2022 03:25:35 +0000 https://ukbangla.live/?p=18098 অনিয়ম-দুর্নীতি ও অর্থপাচার প্রতিরোধে ব্যর্থতার দায়ে সোনালী ব্যাংক যুক্তরাজ্য শাখা বন্ধ করে দেয় ইউকে কর্তৃপক্ষ। সেই শাখার কার্যক্রম আবারও চালু করতে চায় সোনালী ব্যাংক। তবে তা ভিন্ন উপায়ে। আলাদা কোম্পানি প্রতিষ্ঠা করে সেখানে দুটি নতুন আর্থিক প্রতিষ্ঠান গড়তে চায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। ওই দুই প্রতিষ্ঠান থাকবে সোনালী ব্যাংকের মালিকানায়। প্রস্তাবিত প্রতিষ্ঠানগুলো হলো— সোনালী বাংলাদেশ (ইউকে) লিমিটেড […]

The post অনিয়মে বন্ধ ইউকে শাখা, নতুন ২ প্রতিষ্ঠান গড়তে চায় সোনালী ব্যাংক first appeared on UK BANGLA.

The post অনিয়মে বন্ধ ইউকে শাখা, নতুন ২ প্রতিষ্ঠান গড়তে চায় সোনালী ব্যাংক appeared first on UK BANGLA.

]]>
অনিয়ম-দুর্নীতি ও অর্থপাচার প্রতিরোধে ব্যর্থতার দায়ে সোনালী ব্যাংক যুক্তরাজ্য শাখা বন্ধ করে দেয় ইউকে কর্তৃপক্ষ। সেই শাখার কার্যক্রম আবারও চালু করতে চায় সোনালী ব্যাংক। তবে তা ভিন্ন উপায়ে। আলাদা কোম্পানি প্রতিষ্ঠা করে সেখানে দুটি নতুন আর্থিক প্রতিষ্ঠান গড়তে চায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। ওই দুই প্রতিষ্ঠান থাকবে সোনালী ব্যাংকের মালিকানায়।

প্রস্তাবিত প্রতিষ্ঠানগুলো হলো— সোনালী বাংলাদেশ (ইউকে) লিমিটেড ও সোনালী পে (ইউকে) লিমিটেড। বন্ধ হয়ে যাওয়া সোনালী ব্যাংক ইউকে শাখার রক্ষিত আমানত থেকে এই প্রতিষ্ঠান দুটির পরিশোধিত মূলধন জোগান দেওয়া হবে। সোনালী ব্যাংকের নির্ভরযোগ্য কয়েকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত ৩১ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের ৭৮৭তম পর্ষদ সভায় নতুন প্রতিষ্ঠান দুটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকের শতভাগ মালিকানায় গঠন করা হবে সোনালী পে (ইউকে) লিমিটেড। যার পরিশোধিত মূলধন বাবদ এক মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (১২ কোটি টাকা) দেওয়া হবে বন্ধ হয়ে যাওয়া সোনালী ব্যাংক (ইউকে) লিমিটেডের রক্ষিত আমানত থেকে।

পরিশোধিত মূলধন ইতোমধ্যে অনুমোদন করা হয়েছে বলে গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যাংকের ৭৮৮তম পর্ষদ সভায় জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, যুক্তরাজ্যে রেমিট্যান্স সংগ্রহের স্বার্থে এক মিলিয়ন ব্রিটিশ পাউন্ড পরিশোধিত মূলধন নিয়ে অথোরাইজড পেমেন্ট ইনস্টিটিউশন হিসেবে গঠন করা হবে সোনালী পে ইউকে লিমিটেড। অথোরাইজড পেমেন্ট ইনস্টিটিউশন হিসেবে অনুমোদনের জন্য স্থানীয় নিয়ন্ত্রক সংস্থা ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি অব ব্যাংক ইংল্যান্ড থেকে লাইসেন্স নিতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম বলেন, নতুন করে প্রতিষ্ঠান দুটি গঠন করে কার্যক্রম পরিচালনার জন্য বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি অনুমোদনের জন্য আমরা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছি। তারা বেশ কিছু বিষয় জানতে চেয়েছে। ব্যাংকের পক্ষ থেকে তা দেওয়া হচ্ছে।

সোনালী ব্যাংকের ইউকে শাখা ভালোই চলছিল, লাভজনকও ছিল। তাহলে প্রতিষ্ঠানটি কেন বন্ধ করতে হলো আগে এটি তদন্ত করতে হবে। যেসব কারণে প্রতিষ্ঠানটি বন্ধ হয়েছে তা সুনির্দিষ্ট করে ব্যবস্থা নিতে হবে। আগের সেই অব্যবস্থাপনার যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর দিতে হবে।

নানা অনিয়ম ও অবহেলার কারণে সোনালী ব্যাংক ইউকে শাখা বন্ধ হয়েছে। তাহলে আবার নতুন করে চালুর সিদ্ধান্ত কেন নেওয়া হলো? এ প্রশ্নের জবাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির প্রধান নির্বাহী আফজাল করিম জানান, বন্ধ যখন হয়েছে তখন আমি দায়িত্বে ছিলাম না। ওই সময় যারা ছিলেন তারা ভালো বলতে পারবেন। আর কীভাবে পরিচালনা করা হবে বা অর্থসংস্থান হবে, সেসব বিষয় অনুমোদনের পর বলতে পারব।

নতুন প্রতিষ্ঠান খোলার আগে অনিয়মের তদন্ত জরুরি
আগের অনিয়ম-দুর্নীতির পুনরাবৃত্তি হলে নতুন প্রতিষ্ঠান চালু করে লাভ হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘সোনালী ব্যাংকের ইউকে শাখা ভালোই চলছিল, লাভজনকও ছিল। তাহলে প্রতিষ্ঠানটি কেন বন্ধ করতে হলো আগে এটি তদন্ত করতে হবে। যেসব কারণে প্রতিষ্ঠানটি বন্ধ হয়েছে তা সুনির্দিষ্ট করে ব্যবস্থা নিতে হবে। আগের সেই অব্যবস্থাপনার যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর দিতে হবে।’

১৯৯৯ সালে শুরু, ২০২২-এ শেষ
প্রবাসীদের রেমিট্যান্স সেবা দিতে ১৯৯৯ সালে যুক্তরাজ্যে কার্যক্রম শুরু করে সোনালী ট্রেড অ্যান্ড ফাইন্যান্স। পরে ব্যাংক অব ইংল্যান্ডের লাইসেন্স নিয়ে ২০০১ সালে তা ব্যাংকে রূপান্তর করা হয়। প্রবাসী আয়ের সঙ্গে ঋণপত্রের নিশ্চয়তা দেওয়া শুরু করে তারা। পাশাপাশি আমানত সংগ্রহ ও ঋণ কার্যক্রম চালু করা হয়।

ব্যাংকটির মালিকানার ৫১ শতাংশ রয়েছে বাংলাদেশ সরকারের হাতে। আর ৪৯ শতাংশ সোনালী ব্যাংকের হাতে। কয়েক দফায় দেশ থেকে মূলধন জোগান দেওয়া হয় শাখাটিতে। এখন সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের মূলধনের পরিমাণ ৬ কোটি ৩৮ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা। অস্তিত্ব টিকিয়ে রাখতে সোনালী ব্যাংক ইউকে লিমিটেডকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ৬ কোটি ডলার ঋণও দেওয়া হয়। যদিও শেষ পর্যন্ত বন্ধ করার নির্দেশনায় যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশের সব বিনিয়োগ জলে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যুক্তরাজ্যের আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা ‘ব্যাংক অব ইংল্যান্ডের প্রুডেন্সিয়াল রেগুলেশন অথরিটি (পিআরএ)’ এবং ‘ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি (এফসিএ)’ গত ১৬ আগস্ট শাখাটির কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়। ব্যাংকের কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির কারণেই প্রতিষ্ঠার ২১ বছরের মাথায় এটি বন্ধ হয়ে যায়।

অনিয়ম-দুর্নীতিতে শাস্তি নয়, পুরস্কার
সোনালী ব্যাংক ইউকে শাখার নানা অনিয়মের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তখনকার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান। ‘ইউকে শাখার করণীয়’ বিষয়ে অর্থমন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, ‘২০১৬ সালে নন-কমপ্লায়েন্স ইস্যুতে ব্যাংকের পাশাপাশি তৎকালীন সিইও মো. আতাউর রহমান প্রধানকে দায়িত্বে অবহেলা, সুপারভাইজরি ঘাটতি ও অন্যান্য কারণে ৭৬ হাজার ৪০০ পাউন্ড জরিমানা করে ব্যাংক অফ ইংল্যান্ড। ২০১৮ সালের ৪ ডিসেম্বর তা এফসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।’

এ অনিয়মের জন্য কোনো শাস্তি পাননি আতাউর রহমান প্রধান। উল্টো তাকে পুরস্কৃত করা হয়। তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান।

The post অনিয়মে বন্ধ ইউকে শাখা, নতুন ২ প্রতিষ্ঠান গড়তে চায় সোনালী ব্যাংক first appeared on UK BANGLA.

The post অনিয়মে বন্ধ ইউকে শাখা, নতুন ২ প্রতিষ্ঠান গড়তে চায় সোনালী ব্যাংক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/23/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%a4/feed/ 0
আপাতত টিভি, ফ্রিজ না কেনার পরামর্শ জেফ বেজোসের https://ukbangla.live/2022/11/21/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%a4-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a6%25a4-%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25ad%25e0%25a6%25bf-%25e0%25a6%25ab%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%259c-%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/11/21/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%a4-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/#respond Mon, 21 Nov 2022 07:17:45 +0000 https://ukbangla.live/?p=18022 বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার কালোমেঘ ঘনীভূত হওয়ায় সবাইকে সতর্ক করে ‘খরচ কমানোর’ কিছু পরামর্শ দিয়েছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ছোট ব্যবসায়ী ও ভোক্তাদের প্রতি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বেজোসের পরামর্শ, আসন্ন বড়দিনের ছুটি ঘিরে অপ্রয়োজনীয় কেনাকাটা ও দামি পণ্য না কিনে নগদ অর্থ হাতে রাখাই হবে বুদ্ধিমানের কাজ। শনিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অর্থনৈতিক পরিস্থিতি […]

The post আপাতত টিভি, ফ্রিজ না কেনার পরামর্শ জেফ বেজোসের first appeared on UK BANGLA.

The post আপাতত টিভি, ফ্রিজ না কেনার পরামর্শ জেফ বেজোসের appeared first on UK BANGLA.

]]>
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার কালোমেঘ ঘনীভূত হওয়ায় সবাইকে সতর্ক করে ‘খরচ কমানোর’ কিছু পরামর্শ দিয়েছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ছোট ব্যবসায়ী ও ভোক্তাদের প্রতি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বেজোসের পরামর্শ, আসন্ন বড়দিনের ছুটি ঘিরে অপ্রয়োজনীয় কেনাকাটা ও দামি পণ্য না কিনে নগদ অর্থ হাতে রাখাই হবে বুদ্ধিমানের কাজ।

শনিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমেরিকানদের আপাতত নতুন ব্র্যান্ডের গাড়ি, রেফ্রিজারেটরের মত দামি পণ্য কেনা থেকে বিরত থাকতে বলেছেন।

বেজোস বলেন, “যদি আপনি এ মুহূর্তে একটি বড় টেলিভিশন কেনার কথা ভেবে থাকেন, তাহলে হয়ত আরেকটু দেরি করা উচিত। নগদ অর্থ হাতে রাখুন, এবং দেখুন কী ঘটে। একই কথা রেফ্রিজারেটর, নতুন গাড়ি এবং এ ধরনের যা কিছু কেনার কথা ভাবছেন, সব ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ ঝুঁকি কিছুটা কমিয়ে রাখুন।”

পাশাপাশি ছোট ব্যবসায়ীদেরও একই ধরনের পরামর্শ দিয়েছেন ব্লুঅরিজিনের প্রতিষ্ঠাতা। তিনি বলেছেন, নতুন যন্ত্রপাতি কেনায় বিনিয়োগ না করে বরং কিছু নগদ অর্থ এখন হাতে রাখা উচিত।

সাক্ষাৎকারে সিএনএনকে বেজোস বলেন, “যতোটুকু সম্ভব ঝুঁকি কমানোর চেষ্টা করা উচিত। সবচেয়ে ভালোটা হবে এই আশাটা ধরে রেখেও সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখতে হবে।”

জেফ বেজোস এরইমধ্যে তার ১২৪ বিলিয়ন বা ১২ হাজার ৪০০ কোটি ডলারের সমপরিমাণ সম্পদের বেশিরভাগ অংশ দাতব্য কাজে খরচ করার ঘোষণা দিয়েছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং মানব সমাজকে গভীর সামাজিক ও রাজনৈতিক বিভক্তি থেকে রক্ষা করে ঐক্যবদ্ধ রাখার কাজে সহায়তা করতে এই সম্পদ খরচ করার পরিকল্পনা করছেন তিনি।

নিউ ইয়র্ক টাইমস গত সোমবার জানিয়েছে, অর্থনীতির গতি ক্রমশ ধীর হয়ে আসায় অ্যামাজনের বিভিন্ন শাখা থেকে ১০ হাজার কর্মী ছাঁটাই করা হবে। অ্যামাজনের বর্তমান প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি ওই সংখ্যাটি নিশ্চিত না করলেও জানিয়েছেন, কর্মী ছাঁটাই প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে।

টুইটার, মেটা, লিফটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এরইমধ্যে বড় সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

কোভিড-১৯ মহামারীর সময় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানিগুলোর মুনাফা অতিরিক্ত হারে বেড়ে গিয়েছিল, ফলে তারা অনেক বেশি সংখ্যায় কর্মী নিয়োগ শুরু করেছিল। কিন্তু মহামারীর প্রভাব কাটতে শুরু করার পর এ বছরের শুরু থেকে অর্থনীতির গতি ধীর হতে শুরু করে এবং তাদের আয়েও টান পড়তে থাকে। এর জেরে কর্মী নিয়োগ স্থগিত করার পর এখন ছাঁটাইয়ের পথে হাঁটছে এসব প্রযুক্তি কোম্পানি।

অ্যামাজন জানিয়েছে, এ বছরের তৃতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা ৯ শতাংশ কমেছে এবং চতুর্থ প্রান্তিকে, অর্থাৎ আসন্ন ছুটির মৌসুমে তাদের ২ থেকে ৮ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে, যা ওয়াল স্ট্রিটের প্রত্যাশার চেয়ে কম।

The post আপাতত টিভি, ফ্রিজ না কেনার পরামর্শ জেফ বেজোসের first appeared on UK BANGLA.

The post আপাতত টিভি, ফ্রিজ না কেনার পরামর্শ জেফ বেজোসের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/21/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%a4-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
বিদ্যুতের পাইকারি দাম বেড়েছে ১ টাকা ৩ পয়সা https://ukbangla.live/2022/11/21/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a4%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25bf-%25e0%25a6%25a6%25e0%25a6%25be%25e0%25a6%25ae-%25e0%25a6%25ac%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/11/21/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%87/#respond Mon, 21 Nov 2022 07:02:42 +0000 https://ukbangla.live/?p=18019 বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে বেড়েছে বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা নতুন দর ঘোষণা করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অর্থাৎ প্রতি ইউনিটে ১ টাকা ৩ পয়সা করে বেড়েছে। আগামী বিল মাস ডিসেম্বর থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে বলেও জানিয়েছে […]

The post বিদ্যুতের পাইকারি দাম বেড়েছে ১ টাকা ৩ পয়সা first appeared on UK BANGLA.

The post বিদ্যুতের পাইকারি দাম বেড়েছে ১ টাকা ৩ পয়সা appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে বেড়েছে বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা নতুন দর ঘোষণা করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অর্থাৎ প্রতি ইউনিটে ১ টাকা ৩ পয়সা করে বেড়েছে। আগামী বিল মাস ডিসেম্বর থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে বলেও জানিয়েছে কমিশন।

সোমবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাম বৃদ্ধির ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল।

গত ১৩ অক্টোবর বিদ্যুতের দাম অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তারও আগে ১৮ মে কোম্পানিগুলোর পাইকারি পর্যায়ে বিদ্যুতের প্রস্তাবিত দামের ওপর গণশুনানি করে বিইআরসি। বিইআরসি আইন অনুযায়ী, গণশুনানির পর ৯০ কর্মদিবসের মধ্যে আদেশ দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ওইদিন ফল ঘোষণা করা হয়।

সর্বশেষ ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারি আরেক দফা বাড়ানো হয় বিদ্যুতের দাম। পাইকারি, খুচরা ও সঞ্চালন- এই তিন পর্যায়ে তখন বিদ্যুতের দাম বাড়ানো হয়। সাধারণ গ্রাহক পর্যায়ে (খুচরা) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে ৭ টাকা ১৩ পয়সা করা হয়। যা আগে ছিল প্রতি ইউনিট ৬ টাকা ৭৭ পয়সা।

পাইকারিতে বিদ্যুতের দাম প্রতি ইউনিট গড়ে ৮ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে ৫ টাকা ১৭ পয়সা করা হয়। যা আগে ছিল প্রতি ইউনিট ৪ টাকা ৭৭ পয়সা। এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জ প্রতি ইউনিটে ০ দশমিক ২৭৮৭ টাকা থেকে ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে ০ দশমিক ২৯৩৪ টাকা করা হয়ে। ওই বছরের ১ মার্চ থেকে কার্যকর করে বিইআরসি।

The post বিদ্যুতের পাইকারি দাম বেড়েছে ১ টাকা ৩ পয়সা first appeared on UK BANGLA.

The post বিদ্যুতের পাইকারি দাম বেড়েছে ১ টাকা ৩ পয়সা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/21/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%87/feed/ 0
জুনের মধ্যে আসছে ১৫০ কোটি ডলার https://ukbangla.live/2022/11/17/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a6%25a7%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25b8%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a7%25a7%25e0%25a7%25ab%25e0%25a7%25a6-%25e0%25a6%2595%25e0%25a7%258b%25e0%25a6%259f%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/11/17/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf/#respond Thu, 17 Nov 2022 04:26:12 +0000 https://ukbangla.live/?p=17891 ডলার–সংকট এখন আর লুকোচুরির বিষয় নয়। গত কয়েক মাসে বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) ধারাবাহিকভাবে কমেছে। আমদানি খরচ বেড়ে যাওয়ায় ডলার বেশি চলে যাচ্ছে। আবার বিদেশ থেকে ডলার আসার অন্যতম উৎস রপ্তানি আয় ও প্রবাসী আয়েও টান পড়েছে। এ সংকট মোকাবিলায় সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানের মতো বড় উন্নয়ন সহযোগীর […]

The post জুনের মধ্যে আসছে ১৫০ কোটি ডলার first appeared on UK BANGLA.

The post জুনের মধ্যে আসছে ১৫০ কোটি ডলার appeared first on UK BANGLA.

]]>
ডলার–সংকট এখন আর লুকোচুরির বিষয় নয়। গত কয়েক মাসে বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) ধারাবাহিকভাবে কমেছে। আমদানি খরচ বেড়ে যাওয়ায় ডলার বেশি চলে যাচ্ছে। আবার বিদেশ থেকে ডলার আসার অন্যতম উৎস রপ্তানি আয় ও প্রবাসী আয়েও টান পড়েছে।

এ সংকট মোকাবিলায় সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানের মতো বড় উন্নয়ন সহযোগীর কাছে বাজেট সহায়তার জন্য দ্বারস্থ হয়েছে। এসব সংস্থা ও দেশও বাংলাদেশকে ফিরিয়ে দিচ্ছে না। তবে এ জন্য আর্থিক খাতের পাশাপাশি রাজস্ব খাতের সংস্কারের শর্ত আসতে পারে। সরকারি অর্থ খরচে সুশাসন প্রতিষ্ঠার শর্ত থাকতে পারে।

সরকারি সূত্রগুলো বলছে, নিয়মিত সহযোগিতার পাশাপাশি চলতি অর্থবছরে এ চার দাতা সংস্থা ও দেশ বাংলাদেশকে প্রায় দেড় শ কোটি ডলার দিচ্ছে। বর্তমান বাজারদরে টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি টাকা। চলমান সংকট মোকাবিলা করতে আগামী জুনের মধ্যে এডিবি ৫০ কোটি ডলার, আইএমএফ ৩৬ কোটি ডলার, জাপান ৩৫ কোটি ডলার এবং বিশ্বব্যাংক ২৫ কোটি ডলার দিতে পারে। তবে ফেব্রুয়ারি মাসের আগে অর্থ আসার সম্ভাবনা কম। এর বাইরে প্রকল্পভিত্তিক নিয়মিত সহায়তার অর্থ ছাড়ও হবে।

চলতি অর্থবছরের প্রথম সাড়ে চার মাসে রিজার্ভ প্রায় ৫০০ কোটি ডলার কমেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গতকাল বুধবার রিজার্ভের পরিমাণ ছিল ৩ হাজার ৩৪০ কোটি ডলার।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান প্রথম আলোকে বলেন, ‘এ মুহূর্তে আমাদের ডলার দরকার। সম্প্রতি আইএমএফের সঙ্গে সফল আলোচনা অন্য উন্নয়ন সহযোগীদের কাছে ইতিবাচক বার্তা দিচ্ছে।

এতে বিশ্বব্যাংকও প্রভাবিত হবে। সমস্যা হলো দর–কষাকষির আলোচনায় অনেক সময় চলে যায়। আমাদের দ্রুত ডলার দরকার। এখন বিদেশে টিউশন ফি পাঠাতেও ডলার পাওয়া যাচ্ছে না। কিছুদিন পর হয়তো চিকিৎসার জন্য ডলার পাওয়া যাবে না। এডিবি, জাইকাসহ অন্য দাতাদের কাছ থেকেও দ্রুত অর্থ ছাড়ে উদ্যোগ নেওয়া উচিত।’

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, বাজেট সহায়তার বাইরে ২০২৫ সালের মধ্যে মধ্যমেয়াদি উন্নয়ন সহায়তার অংশ হিসেবে এডিবি ও বিশ্বব্যাংকের কাছ থেকে প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি আছে।

বাজেট সহায়তা নিয়ে বিভিন্ন উন্নয়ন সহযোগীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রথম আলোকে বলেন, আইএমএফ, বিশ্বব্যাংক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণের অর্থ দ্রুত ছাড় হলে দেশের আর্থিক লেনদেনের ভারসাম্যে স্বস্তি বাড়বে।

দ্রুত এ ঋণের কিস্তি ছাড় হলে মনস্তাত্ত্বিক প্রভাব অনেক বেশি পড়বে। তিনি আরও বলেন, এ অর্থ নিয়ে বসে থাকলে হবে না, সঠিক জায়গায় খরচ করলে ভালো হবে। ভুল পথে খরচ করলে পরিস্থিতি খারাপ হবে। তাঁর মতে, গত কয়েক মাসের মধ্যে বিদেশি মুদ্রার রিজার্ভ বেশ কমেছে। রিজার্ভ যাতে আরও খারাপের দিকে না যায়, সেদিকে নজর দেওয়ার জন্য বিদেশি ঋণসহায়তাও প্রয়োজন।

ফেব্রুয়ারিতে আইএমএফের প্রথম কিস্তি
আইএমএফের সঙ্গে সাড়ে চার শ কোটি ডলারের বাজেট সহায়তা নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যে আইএমএফের একটি প্রতিনিধিদল দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ঘুরে গেছে। প্রাথমিকভাবে ওই অর্থ দিতে সম্মত হয়েছে। তবে আর্থিক ও রাজস্ব খাতে কিছু সংস্কারের বিষয়ে শর্ত আসতে পারে। আগামী মাসে বোর্ড সভায় ওই ঋণ অনুমোদন পেলে ফেব্রুয়ারি মাস নাগাদ প্রথম কিস্তির ৩৫ কোটি ডলার দেশে আসতে পারে। সব মিলিয়ে ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে সাত কিস্তিতে ৪৫০ কোটি ডলার দেবে আইএমএফ। পরের কিস্তিগুলো প্রতি ছয় মাস অন্তত মিলবে।

আইএমএফের প্রতিনিধিদল মূলত পাঁচটি বিষয়ে গুরুত্ব দিয়েছে। প্রথমত, অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ নেওয়া এবং ঝুঁকিতে থাকা গরিব মানুষের জন্য খরচ বাড়ানো; দ্বিতীয়ত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখতে মুদ্রানীতি আধুনিক করা; তৃতীয়ত, আর্থিক খাতে ঝুঁকি কমাতে এ খাতে সুশাসন প্রতিষ্ঠা; চতুর্থত, বিনিয়োগ বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন ও সুশাসন ব্যবস্থার উন্নতির মাধ্যমে প্রবৃদ্ধির সম্ভাবনাকে বৃদ্ধি করা এবং পঞ্চমত, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা।

আইএমএফের ঋণ অনুমোদন পেলে বিশ্বব্যাংকের অর্থ পাওয়াও সহজ হয়ে যাবে। বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিটের (ডিপিসি) আওতায় দ্বিতীয় কিস্তির ২৫ কোটি ডলার আগামী ফেব্রুয়ারি মাসে পেতে পারে।

গত অর্থবছরে প্রথম কিস্তির ২৫ কোটি ডলার পেতে রপ্তানি খাতে ভর্তুকি কমানোর শর্ত ছিল। তাই গত জুন মাসে বাজেট ঘোষণার সময় পোশাকসহ রপ্তানি খাতে কমিয়ে রাখা করহার বাড়িয়ে ১ শতাংশ করা হয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়েও শর্ত আছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় কিস্তির জন্য নতুন ব্যাংক কোম্পানি আইন অনুমোদন করতে হবে। আইনটি এখন অনুমোদনের প্রক্রিয়াধীন। এ ছাড়া শুল্ক আইন, আয়কর আইন পাসের তাগিদও আছে।

এর বাইরে আরও ১০০ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়ার আশা করছে বাংলাদেশ। গত জুন মাসে এ নিয়ে বিশ্বব্যাংককে চিঠিও দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। সম্প্রতি বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সফরকালে ‘সবুজ প্রবৃদ্ধি’ কর্মসূচির আওতায় এ অর্থ পাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

The post জুনের মধ্যে আসছে ১৫০ কোটি ডলার first appeared on UK BANGLA.

The post জুনের মধ্যে আসছে ১৫০ কোটি ডলার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/17/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf/feed/ 0
ব্যাংকে কত হাজার কোটি টাকা আছে জানাল বাংলাদেশ ব্যাংক https://ukbangla.live/2022/11/15/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a6%25a4-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a7%258b%25e0%25a6%259f%25e0%25a6%25bf-%25e0%25a6%259f%25e0%25a6%25be%25e0%25a6%2595 https://ukbangla.live/2022/11/15/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95/#respond Tue, 15 Nov 2022 02:45:16 +0000 https://ukbangla.live/?p=17803 নানা মাধ্যমে অপপ্রচারের মুখে ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের প্রকৃত চিত্র তুলে ধরল কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১৪ নভেম্বর) সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক জানায়, বর্তমানে দেশের ব্যাংকগুলোতে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা অতিরিক্ত রয়েছে। গত ১০ দিনে ১৩ হাজার কোটি টাকার ঋণপত্র খুলেছে ৫২টি ব্যাংক। ব্যাংকে তারল্য সংকট ও বাণিজ্যিক ঋণপত্র খোলা নিয়ে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক […]

The post ব্যাংকে কত হাজার কোটি টাকা আছে জানাল বাংলাদেশ ব্যাংক first appeared on UK BANGLA.

The post ব্যাংকে কত হাজার কোটি টাকা আছে জানাল বাংলাদেশ ব্যাংক appeared first on UK BANGLA.

]]>
নানা মাধ্যমে অপপ্রচারের মুখে ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের প্রকৃত চিত্র তুলে ধরল কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১৪ নভেম্বর) সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক জানায়, বর্তমানে দেশের ব্যাংকগুলোতে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা অতিরিক্ত রয়েছে। গত ১০ দিনে ১৩ হাজার কোটি টাকার ঋণপত্র খুলেছে ৫২টি ব্যাংক। ব্যাংকে তারল্য সংকট ও বাণিজ্যিক ঋণপত্র খোলা নিয়ে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বার্তাকে গুজব ও ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ। ‘ব্যাংকে গিয়ে মিলছে না নগদ অর্থ। ডলার সংকটে বন্ধ ঋণপত্র খোলাও (এলসি)। ঝুঁকিতে গ্রাহকের আমানত।’ দৈনিক প্রথম আলোসহ কয়েকটি গণমাধ্যমের এমন রিপোর্টের বরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে বিভ্রান্তিকর তথ্য। আবার এসবকে পুঁজি করে অস্থিরতা তৈরির চেষ্টায় লিপ্ত একটি মহল।

এ ইস্যুতে সংবাদ বিজ্ঞপ্তি দেয়ার একদিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ব্যাংক খাতে তারল্যের পরিমাণ ও বাণিজ্যিক ঋণপত্র খোলার পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, প্রায় পৌনে দুই লাখ কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে। সুতরাং আমানত নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। ব্যাংক ব্যবস্থায় বর্তমানে ১ লাখ ৬৯ হাজার ৫৮৬ কোটি টাকা অতিরিক্ত তারল্য রয়েছে।

চলতি মাসের প্রথম ১০ দিনে পণ্য আমদানিতে ১৩ হাজার কোটি টাকার ঋণপত্র খোলা হয়েছে। আগের মাসের একই সময়ে যা ছিল প্রায় ১২ হাজার ৭০০ কোটি টাকা। অর্থাৎ প্রায় ৩০০ কোটি টাকা বেশি। ঋণপত্র খোলা বন্ধের খবরটি ষড়যন্ত্র বলে মন্তব্য করেন মুখপাত্র। তিনি বলেন, এ মাসের ১০ তারিখে ৫৫টি ব্যাংক এলসি খুলেছে। যদি ৩ মিলিয়নের বেশি অর্থের এলসি খোলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা তদারকি করছি। কোন জিনিস আমদানি করা হচ্ছে আমরা সেদিকে খেয়াল রাখছি।

এছাড়া রেমিট্যান্স প্রবাহও স্বাভাবিক রয়েছে। চলতি মাসে প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছে ৬ হাজার ৭৯৮ কোটি টাকা। যা আগের মাসের চেয়ে ২০৬ কোটি টাকা বেশি। এতকিছুর মধ্যেই আমদানি-রফতানিতে রাজস্ব ফাঁকি দেয়ার তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

The post ব্যাংকে কত হাজার কোটি টাকা আছে জানাল বাংলাদেশ ব্যাংক first appeared on UK BANGLA.

The post ব্যাংকে কত হাজার কোটি টাকা আছে জানাল বাংলাদেশ ব্যাংক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/15/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95/feed/ 0
যেসব শর্তে আইএমএফ’র ঋণ পাচ্ছে বাংলাদেশ https://ukbangla.live/2022/11/10/%e0%a6%af%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%8b%e0%a6%a3-%e0%a6%aa%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2587%25e0%25a6%25b8%25e0%25a6%25ac-%25e0%25a6%25b6%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%2587%25e0%25a6%258f%25e0%25a6%25ae%25e0%25a6%258f%25e0%25a6%25ab%25e0%25a6%25b0-%25e0%25a6%258b%25e0%25a6%25a3-%25e0%25a6%25aa%25e0%25a6%25be https://ukbangla.live/2022/11/10/%e0%a6%af%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%8b%e0%a6%a3-%e0%a6%aa%e0%a6%be/#respond Thu, 10 Nov 2022 08:11:28 +0000 https://ukbangla.live/?p=17658 অর্থনৈতিক সংকটের মুখে দীর্ঘ আলোচনার পর বাংলাদেশেকে ৪৫০ কোটি ডলার ঋণ দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)। আইএমএফের কাছ থেকে ঋণের বিষয়ে বুধবার বিকাল তিনটায় সংবাদ সম্মেলনে আসেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে দুপুরে আইএমএফ প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরেই ঋণ পাওয়ার অগ্রগতি ও সার্বিক বিষয়ে অর্থমন্ত্রী […]

The post যেসব শর্তে আইএমএফ’র ঋণ পাচ্ছে বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post যেসব শর্তে আইএমএফ’র ঋণ পাচ্ছে বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
অর্থনৈতিক সংকটের মুখে দীর্ঘ আলোচনার পর বাংলাদেশেকে ৪৫০ কোটি ডলার ঋণ দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)।

আইএমএফের কাছ থেকে ঋণের বিষয়ে বুধবার বিকাল তিনটায় সংবাদ সম্মেলনে আসেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে দুপুরে আইএমএফ প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরেই ঋণ পাওয়ার অগ্রগতি ও সার্বিক বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফ এই ঋণ দেবে সাত কিস্তিতে। শেষ কিস্তি বাংলাদেশ হাতে পাবে ২০২৬ সালে। সুদের হার হবে ২.২ শতাংশ। আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে আইএমএফের ঋণ পেতে যাচ্ছি। প্রয়োজনীয় শর্ত তারা দিয়েছে, সেগুলো আমরা নিজেরাই শুরু করছিলাম।

তিনি বলেন, ঋণের প্রথম কিস্তি আসবে ফেব্রুয়ারিতে, এর পরিমাণ হবে ৪ কোটি ৪৮ লাখ ডলার। বাকি ঋণ প্রতি ছয় মাস অন্তর অন্তর ৬৬০ মিলিয়ন এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস) হিসাবে ৬টি সমান কিস্তিতে ২০২৬ সালের মধ্যে পাওয়া যাবে।

আইএমএফের ঢাকা সফররত প্রতিনিধি দল এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন (৪৫০ কোটি) ডলার ঋণ দিতে বাংলাদেশ সরকার এবং আইএমএফ কর্মকর্তারা ঐক্যমত্যে পৌঁছেছেন। এখন বাংলাদেশের ঋণের বিষয়ে একটি রিপোর্ট তৈরি করে আইএমএফের নির্বাহী পরিষদে পাঠানো হবে।

চলতি বছরের ২৪ জুলাই ৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে আইএমএফকে চিঠি দেয় বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা করতে আইএমএফের একটি প্রতিনিধি দল ২৬ অক্টোবর ঢাকায় আসেন।

মঙ্গলবার পর্যন্ত সরকারের অর্থবিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, অর্থনৈতিক সর্ম্পক বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনসহ বেশ কিছু সরকারি-বেরসকারি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আইএমএফ।

যখন কোন দেশ আইএমএফের কাছে ঋণ চেয়ে থাকে, তখন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিশেষজ্ঞদের একটি দল সেদেশ পরিদর্শন ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে। সাধারণত এই সফরের সময় ঋণ প্রাপ্তির জন্য অর্থনৈতিক সংস্কারের বেশ কিছু শর্তও দেয়া হয়।

এসব শর্তের ব্যাপারে একমত হলে ঋণের ব্যাপারে প্রতিনিধি পর্যায়ে সমঝোতায় পৌঁছানোর কথা বলা হয়। একে এখনো আইএমএফের পুরোপুরি সম্মতি বলা যায় না।

এই প্রতিনিধি দল ঋণের ব্যাপারে তাদের প্রতিবেদন জমা দেয়ার পর তার ভিত্তিতে আইএমএফের এক্সিকিউটিভ বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু কোন দেশের ঋণের ব্যাপারে প্রতিনিধি পর্যায়ে সমঝোতা হলে সেটি প্রত্যাখ্যানের নজীর নেই। বিবিসি

যেভাবে দেয়া হবে ঋণ
আইএমএফের পক্ষ থেকে পাঠানো একটি বিবৃতি বলা হয়েছে, বাংলাদেশকে সাড়ে চার বিলিয়ন ঋণ দেয়ার ব্যাপারে সমঝোতা হয়েছে। বিয়াল্লিশ মাস বা সাড়ে তিন বছর ধরে পর্যায়ক্রমে এই ঋণ ছাড় করা হবে। অর্থাৎ পুরো ঋণটি পেতে ২০২৬ হয়ে যাবে।

এর মধ্যে এক্সটেনডেন্ড ক্রেডিট ফ্যাসিলিটি ও এক্সটেনডেন্ড ফান্ড ফ্যাসিলিটির আওতায় ৩.২ বিলিয়ন আর রেজিলিয়ানন্স অ্যান্ড সাসটেইনেবিলিটির ফ্যাসিলিটির আওতায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ দেয়া হবে।

এই ঋণের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের সমষ্টিক অর্থনৈতিক সুরক্ষা, প্রবৃদ্ধি ধরে রাখা, ব্যালেন্স অব পেমেন্টের চাপ সামলানো আর জলবায়ু সুরক্ষা তহবিলে সহায়তা করা।

আইএমএফ এর শর্তসমূহ:
০১. রাজস্ব বাড়ানো এবং যৌক্তিক ব্যয় ব্যবস্থা চালু করা। বিশেষ করে প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার বিষয়টি বিবেচনায় রেখে ব্যয় নির্ধারণ করতে হবে। যারা নাজুক অবস্থায় থাকবে, সেসব খাত লক্ষ্য করে সুনির্দিষ্ট সামাজিক সুরক্ষা কর্মসূচী নেয়া।

০২. মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আধুনিক মুদ্রানীতি তৈরি করা। সেই সঙ্গে মুদ্রা বিনিময় হার আরও নমনীয় করে তোলা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারবে আধুনিক মুদ্রানীতি।

০৩. আর্থিক খাতের দুর্বলতা দূর করা, নজরদারি বাড়ানো, সরকার ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের আওতা বৃদ্ধির পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়ন করা।

০৪. বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে পরিবেশে তৈরি, মানব দক্ষতা বৃদ্ধি, আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করে ব্যবসায়িক পরিবেশ উন্নত করা।

০৫. জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটাতে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে তোলা, পরিবেশের উন্নতির পদক্ষেপ নেয়া এবং জলবায়ু সংক্রান্ত খাতে আরও বিনিয়োগ ও আর্থিক সরবরাহ নিশ্চিত করতে হবে।

আইএমএফ-এর এই সফর নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, আইএমএফ যেসব শর্ত দিয়েছে, যেমন রেভিনিউ বাড়ানো, সরকারও অনেকদিন ধরেই এসব নিয়ে কাজ করছে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করার মতো শর্ত-এ নিয়ে আমরা অনেকগুলো মিটিং করেছি। তাদের শর্ত আমাদের শর্ত একই হলো।

অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস, যন্ত্র ও পণ্যের কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় দেশের রিজার্ভের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। সেই চাপ সামলাতেই আইএমএফ দাতা সংস্থাগুলোর দ্বারস্থ হয়েছে বাংলাদেশ।

গত কয়েকমাসে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত বছরের তুলনায় অনেক নীচে নেমে এসেছে। ফলে ব্যালেন্স অব পেমেন্ট নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, গ্যাস, খাদ্য পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি আমদানি অনেক বেড়েছে। ফলে দেশীয় বাজারে ডলারের চরম সংকট তৈরি হয়েছে।

The post যেসব শর্তে আইএমএফ’র ঋণ পাচ্ছে বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post যেসব শর্তে আইএমএফ’র ঋণ পাচ্ছে বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/10/%e0%a6%af%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%8b%e0%a6%a3-%e0%a6%aa%e0%a6%be/feed/ 0