পদত্যাগ - UK BANGLA News Site Wed, 09 Nov 2022 07:38:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png পদত্যাগ - UK BANGLA 32 32 দলীয় এমপিদের গালাগালির অভিযোগ, পদত্যাগ করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী https://ukbangla.live/2022/11/09/%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a6%25b2%25e0%25a7%2580%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a6%258f%25e0%25a6%25ae%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/11/09/%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0/#respond Wed, 09 Nov 2022 07:37:56 +0000 https://ukbangla.live/?p=17601 যুক্তরাজ্য সরকারের প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন পদত্যাগ করেছেন। দলের পার্লামেন্ট সদস্যদের (এমপি) গালাগালি ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ ওঠার পর পদত্যাগ করলেন তিনি। খবর বিবিসির। গ্যাভিন উইলিয়ামসনের বিরুদ্ধে অভিযোগ হলো, গত মাসে তিনি তাঁর দলেরই এক এমপিকে গালাগালি করে খুদে বার্তা পাঠিয়েছেন এবং জ্যেষ্ঠ এক আইনপ্রণেতাকে বুলিং করেছেন। পদত্যাগপত্রে উইলিয়ামসন লিখেছেন, তিনি ‘অত্যন্ত মনোবেদনা’ নিয়ে সরকারের মন্ত্রী […]

The post দলীয় এমপিদের গালাগালির অভিযোগ, পদত্যাগ করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী first appeared on UK BANGLA.

The post দলীয় এমপিদের গালাগালির অভিযোগ, পদত্যাগ করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাজ্য সরকারের প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন পদত্যাগ করেছেন। দলের পার্লামেন্ট সদস্যদের (এমপি) গালাগালি ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ ওঠার পর পদত্যাগ করলেন তিনি। খবর বিবিসির।

গ্যাভিন উইলিয়ামসনের বিরুদ্ধে অভিযোগ হলো, গত মাসে তিনি তাঁর দলেরই এক এমপিকে গালাগালি করে খুদে বার্তা পাঠিয়েছেন এবং জ্যেষ্ঠ এক আইনপ্রণেতাকে বুলিং করেছেন।

পদত্যাগপত্রে উইলিয়ামসন লিখেছেন, তিনি ‘অত্যন্ত মনোবেদনা’ নিয়ে সরকারের মন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে পূর্ণ সমর্থন দিয়ে যাবেন বলে উল্লেখ করেছেন তিনি।

পরে এক টুইটার পোস্টে সদ্য পদত্যাগকারী এ মন্ত্রী লিখেছেন, তিনি সরকারের কাছ থেকে চাকরিচ্যুতি বাবদ পাওনা অর্থ নেবেন না। এগুলো বিভিন্ন সরকারি সেবা কাজে ব্যবহার করা হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, তিনি অত্যন্ত মনোবেদনা নিয়ে গাভিন উইলিয়ামসনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ব্যক্তিগত সমর্থন ও আনুগত্য প্রকাশের জন্য সাবেক এ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

গত সোমবার জ্যেষ্ঠ এক এমপি গার্ডিয়ানকে বলেছেন, গ্যাভিন উইলিয়ামসন তাঁদের গালাগালি ও হুমকি-ধমকি দিয়েছেন। গতকাল মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের সাবেক ডেপুটি চিফ হুইপ চ্যানেল ফোর নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, গ্যাভিন উইলিয়ামসনের আচরণ ‘হুমকি’ এবং ‘ভীতি প্রদর্শন’মূলক।

পদত্যাগপত্রে উইলিয়ামসন লিখেছেন, এক সহকর্মীকে বার্তা পাঠানোর ঘটনায় যে অভিযোগপ্রক্রিয়া চলমান, তিনি তাঁর সঙ্গে সংগতি রেখে চলবেন। ওই সব বার্তা যাঁকে পাঠানো হয়েছিল, তাঁর কাছ থেকে ক্ষমা চেয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

খুদে বার্তায় গ্যাভিন উইলিয়ামসন অভিযোগ করেছিলেন, যেসব এমপি সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে সমর্থন করতেন না, তাঁদের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেওয়ার টিকিট দেওয়া হয়নি। গ্যাভিন আরও বলেন, তিনিসহ ট্রাসকে যাঁরা কম সমর্থন করতেন, এমন এমপিদের শাস্তি দিতে বরাদ্দকৃত টিকিট নিয়ে জালিয়াতি করেছিলেন মর্টন। বার্তায় তিনি মর্টনকে সতর্ক করে বলেছিলেন, সবকিছুর জন্যই মূল্য চুকাতে হবে।

সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক বলেছেন, বার্তায় যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। তবে তা বুলিংয়ের পর্যায়ে পড়ে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এ নিয়ে তৃতীয়বারের মতো গ্যাভিন উইলিয়ামসনকে ব্রিটিশ সরকারের মন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে হলো। ২০১৯ সালে যুক্তরাজ্যের ফাইভ–জি নেটওয়ার্কে হুয়াওয়ের সম্ভাব্য সম্পৃক্ততার বিস্তারিত তথ্য ফাঁস হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী পদ থেকে বরখাস্ত হন তিনি।

এরপর ২০১৯ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তাঁকে শিক্ষামন্ত্রী পদে নিয়োগ দিয়েছিলেন। তবে ২০২১ সালে এ লেভেল পরীক্ষার ফল নিয়ে উত্তেজনার জেরে চাকরি খোয়ান তিনি।
প্রথমবারের নির্বাচনী প্রচারণায় সুনাককে সহযোগিতা করেছিলেন গ্যাভিন। সুনাক তখন প্রধানমন্ত্রী না হতে পারলেও দ্বিতীয়বারের প্রচেষ্টায় সফল হন। তাঁকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এবার সে পদ থেকেও ইস্তফা দিতে হলো।

The post দলীয় এমপিদের গালাগালির অভিযোগ, পদত্যাগ করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী first appeared on UK BANGLA.

The post দলীয় এমপিদের গালাগালির অভিযোগ, পদত্যাগ করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/09/%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0/feed/ 0
পদত্যাগ করলেন লিজ ট্রাস https://ukbangla.live/2022/10/20/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2597-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%259c-%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b8 https://ukbangla.live/2022/10/20/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8/#respond Thu, 20 Oct 2022 13:18:59 +0000 https://ukbangla.live/?p=16921 অর্থনৈতিক-রাজনৈতিক বিশৃঙ্খলা আর টরি এমপিদের বিদ্রোহের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার ৪৫ দিনের মাথায় পদত্যাগ করেছেন কনজারভেটিভ পার্টির নেতা লিজ ট্রাস। দেশটির ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে ছয় সপ্তাহের সামান্য বেশি সময় দায়িত্ব পালনের পর পদত্যাগের ঘোষণা দেওয়ায় লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হিসাবে নতুন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের মধ্যে […]

The post পদত্যাগ করলেন লিজ ট্রাস first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করলেন লিজ ট্রাস appeared first on UK BANGLA.

]]>
অর্থনৈতিক-রাজনৈতিক বিশৃঙ্খলা আর টরি এমপিদের বিদ্রোহের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার ৪৫ দিনের মাথায় পদত্যাগ করেছেন কনজারভেটিভ পার্টির নেতা লিজ ট্রাস। দেশটির ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে ছয় সপ্তাহের সামান্য বেশি সময় দায়িত্ব পালনের পর পদত্যাগের ঘোষণা দেওয়ায় লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হিসাবে নতুন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের মধ্যে নির্বাচিত করা হবে। পদত্যাগপত্র জমা দেওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০নং ডাউনিং স্ট্রিটে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণাও করেন তিনি।

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে সেপ্টেম্বরের শুরুর দিকে দেশের প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতার পদে আসীন হয়েছিলেন লিজ ট্রাস। মাত্র ৪৫ দিনের মধ্যেই পতন ঘটল সেই অধ্যায়ে।

দেশটির ইতিহাসে এর আগে সবচেয়ে কম সময় অর্থাৎ মাত্র ১১৯ দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন জর্জ ক্যানিং। ১৮২৭ সালে তার মৃত্যুর মধ্য দিয়ে ব্রিটেনের স্বল্প সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ছিল তার। কিন্তু পদত্যাগ করায় এখন ব্রিটেনের সবচেয়ে কম সময় প্রধানমন্ত্রী পদে থাকার রেকর্ড গড়লেন লিজ ট্রাস।

১০নং ডাউনিং স্ট্রিটের বাইরে দেওয়া বক্তৃতায় লিজ ট্রাস কনজারভেটিভ নেতা হওয়ার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতে পারেননি বলে স্বীকার করেছেন। তার ওপর রাখা দলের আস্থাও রক্ষা করতে পারেননি বলে জানিয়েছেন তিনি।

The post পদত্যাগ করলেন লিজ ট্রাস first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করলেন লিজ ট্রাস appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/20/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8/feed/ 0
পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী, আরও সংকটে লিজ ট্রাস https://ukbangla.live/2022/10/20/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%b8%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2597-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25b6-%25e0%25a6%25b8%25e0%25a7%258d https://ukbangla.live/2022/10/20/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%b8%e0%a7%8d/#respond Thu, 20 Oct 2022 04:00:23 +0000 https://ukbangla.live/?p=16882 ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন সুয়েলা ব্রাভারম্যান। ব্যক্তিগত ইমেল ব্যবহার করে সংসদীয় সহকর্মীর কাছে অফিসিয়াল নথি পাঠানোর ঘটনার পর এই ঘোষণা দেন তিনি। যদিও এটিকে তিনি সরকারি নিয়মের কৌশলগত লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন। খবর বিবিসির। প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সুয়েলা ব্রাভারম্যান। পদত্যাগপত্র জমা দেওয়ার আগে লিজ ট্রাসের সঙ্গে সরাসরি দেখা করেন […]

The post পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী, আরও সংকটে লিজ ট্রাস first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী, আরও সংকটে লিজ ট্রাস appeared first on UK BANGLA.

]]>
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন সুয়েলা ব্রাভারম্যান। ব্যক্তিগত ইমেল ব্যবহার করে সংসদীয় সহকর্মীর কাছে অফিসিয়াল নথি পাঠানোর ঘটনার পর এই ঘোষণা দেন তিনি। যদিও এটিকে তিনি সরকারি নিয়মের কৌশলগত লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন। খবর বিবিসির।

প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সুয়েলা ব্রাভারম্যান। পদত্যাগপত্র জমা দেওয়ার আগে লিজ ট্রাসের সঙ্গে সরাসরি দেখা করেন তিনি।

ট্রাসের অফিস থেকে জানানো হয়েছে, সাবেক পরিবহনমন্ত্রী গ্রান্ড শ্যাপস তার স্থলাভিষিক্ত হয়েছেন।

এর আগে ট্যাক্স ইস্যুতে পদত্যাগ করেন অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং। এরপরই গুনঞ্জন ওঠে প্রধানমন্ত্রীকেও শিগগির পদত্যাগ করতে হতে পারে।

তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই লিজ ট্রাসের। তার রাজনৈতিক মুখপাত্র বুধবার (১৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে।

এ মাসের শেষের দিকেও লিজ ট্রাস ক্ষমতায় থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, হ্যাঁ থাকবেন। পদত্যাগ করবেন কি না এমন প্রশ্নে বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করছেন না।

The post পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী, আরও সংকটে লিজ ট্রাস first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী, আরও সংকটে লিজ ট্রাস appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/20/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%b8%e0%a7%8d/feed/ 0
পদত্যাগ করবেন না লিজ ট্রাস https://ukbangla.live/2022/10/20/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2597-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%259c-%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/20/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/#respond Thu, 20 Oct 2022 03:57:03 +0000 https://ukbangla.live/?p=16880 ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই লিজ ট্রাসের। তার রাজনৈতিক মুখপাত্র বুধবার (১৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ট্যাক্স ইস্যুতে পদত্যাগ করেন অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং। এরপরই গুনঞ্জন ওঠে প্রধানমন্ত্রীকেও শিগগির পদত্যাগ করতে হতে পারে। এ মাসের শেষের দিকেও লিজ ট্রাস ক্ষমতায় থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, হ্যাঁ […]

The post পদত্যাগ করবেন না লিজ ট্রাস first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করবেন না লিজ ট্রাস appeared first on UK BANGLA.

]]>
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই লিজ ট্রাসের। তার রাজনৈতিক মুখপাত্র বুধবার (১৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ট্যাক্স ইস্যুতে পদত্যাগ করেন অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং। এরপরই গুনঞ্জন ওঠে প্রধানমন্ত্রীকেও শিগগির পদত্যাগ করতে হতে পারে।

এ মাসের শেষের দিকেও লিজ ট্রাস ক্ষমতায় থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, হ্যাঁ থাকবেন। পদত্যাগ করবেন কি না এমন প্রশ্নে বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করছেন না।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, কনজার্ভেটিভ দলের বিদ্রোহীরা তাকে চলতি সপ্তাহেই সরিয়ে দেওয়া উদ্যোগ নিতে যাচ্ছে। যদিও ডাউনিং স্ট্রিট সতর্ক করে জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ সাধারণ নির্বাচনকে ত্বরান্বিত করবে।

বিদ্রোহী এমপিরা গ্রাহাম ব্র্যাডিকে প্রধানমন্ত্রী ট্রাসকে তার সময় শেষ বলার ও অবিলম্বে আস্থা ভোটের অনুমতি দেওয়ার জন্য দলীয় নিয়ম পরিবর্তন করার ক্ষেত্রে চাপ দিচ্ছেন। তাছাড়া তিনজন এমপি নিয়ম ভেঙে প্রকাশ্যে লিজ ট্রাসকে পদত্যাগ করতে বলেছেন।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ১০০ জনেরও বেশি পার্লামেন্ট সদস্য (এমপি) লিজ ট্রাসের প্রতি অনাস্থা জানিয়ে চিঠি জমা দিতে প্রস্তুত। এই চিঠি তারা কনজারভেটিভ পার্টির নেতৃত্ব প্রতিযোগিতার আয়োজনকারী কমিটির প্রধান গ্রাহাম ব্র্যাডির কাছে জমা দেবেন।

The post পদত্যাগ করবেন না লিজ ট্রাস first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করবেন না লিজ ট্রাস appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/20/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/feed/ 0
পদত্যাগের ঘোষণা ইতালির প্রধানমন্ত্রীর https://ukbangla.live/2022/07/15/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2597%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2598%25e0%25a7%258b%25e0%25a6%25b7%25e0%25a6%25a3%25e0%25a6%25be-%25e0%25a6%2587%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa https://ukbangla.live/2022/07/15/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa/#respond Fri, 15 Jul 2022 04:13:29 +0000 https://ukbangla.live/?p=12522 ইতালির প্রধানমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে চান মারিও দ্রাগি। আস্থা ভোটে নিজ জোটভুক্ত দল ফাইভ স্টারের সমর্থন হারানোর পর মারিও এই ঘোষণা দেন। শুক্রবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা মারিও দ্রাগিরের পদত্যাগপত্র গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। তাকে রাজনৈতিক সমস্যা সমাধানে সংসদে ভাষণ দেওয়ার পরামর্শ দেওয়া […]

The post পদত্যাগের ঘোষণা ইতালির প্রধানমন্ত্রীর first appeared on UK BANGLA.

The post পদত্যাগের ঘোষণা ইতালির প্রধানমন্ত্রীর appeared first on UK BANGLA.

]]>
ইতালির প্রধানমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে চান মারিও দ্রাগি। আস্থা ভোটে নিজ জোটভুক্ত দল ফাইভ স্টারের সমর্থন হারানোর পর মারিও এই ঘোষণা দেন। শুক্রবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা মারিও দ্রাগিরের পদত্যাগপত্র গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। তাকে রাজনৈতিক সমস্যা সমাধানে সংসদে ভাষণ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মারিওকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান হিসেবে দায়িত্বপালন করা মারিও দ্রাঘি ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ইতালির ক্ষমতাসীন জোট সরকারের নেতৃত্বে ছিলেন। তবে রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট তার পেছন থেকে সমর্থন প্রত্যাহার করায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগের বিষয়ে এক বিবৃতিতে মারিও দ্রাঘি বলেছেন, জোট সরকারকে টিকিয়ে রাখতে যে আস্থা-বিশ্বাসের দরকার, সেটা শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, ‘আমি আজ রাতে প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করব।’

অবশ্য প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির পদত্যাগপত্র গ্রহণ করতে প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা অস্বীকার করেছেন বলে জানিয়েছে বিবিসি। অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রাঘিকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাতারেলা।

প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাকে পার্লামেন্টে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী সিনেটের আস্থা ভোটে জয়ী হয়েছিলেন। কিন্তু দ্রাঘির জোট সরকারের সঙ্গী ‘ফাইভ স্টার মুভমেন্ট’ এই ভোটে অংশ নেয়নি। এর পরই প্রধানমন্ত্রী জানিয়ে দেন, জোট সরকার আর ঐকমত্যে নেই। তিনি তার মন্ত্রিসভার সদস্যদের কাছে জানিয়ে দেন, রাতেই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

বিবিসি বলছে, করোনা মহামারি পরবর্তী পুনরুদ্ধার কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার জন্য এবং দেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করতে দ্রাঘিকে নিযুক্ত করেছিলেন প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা। তিনি এখন মারিও দ্রাঘিকে রাজনৈতিক পরিস্থিতির একটি পরিষ্কার চিত্র তুলে ধরতে পার্লামেন্ট ভাষণ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

অবশ্য পদত্যাগের ঘোষণার পর প্রেসিডেন্ট মাতারেলার হস্তক্ষেপের প্রভাব কী হতে পারে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। মারিও দ্রাঘি আগামী বুধবার পার্লামেন্টে যাবেন বলে আশা করা হচ্ছে এবং সেখানে পর্যাপ্ত সমর্থন পেলে দায়িত্বে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

The post পদত্যাগের ঘোষণা ইতালির প্রধানমন্ত্রীর first appeared on UK BANGLA.

The post পদত্যাগের ঘোষণা ইতালির প্রধানমন্ত্রীর appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/15/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa/feed/ 0
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন https://ukbangla.live/2022/07/07/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2597-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25b6-%25e0%25a6%25aa%25e0%25a7%258d https://ukbangla.live/2022/07/07/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d/#respond Thu, 07 Jul 2022 14:03:57 +0000 https://ukbangla.live/?p=12342 লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মদের পার্টি কেলেঙ্কারি, উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন ইস্যুতে প্রচণ্ড চাপের মুখে অবশেষে পদত্যাগ করতেই বাধ্য হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজ দল কনজারভেটিভ পার্টির মন্ত্রী ও আইনপ্রণেতাদের একের পর এক পদত্যাগের পর দেশটির সরকারে কার্যত নিঃসঙ্গ হয়ে পড়া জনসন গতকাল বৃহস্পতিবার এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ […]

The post পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন appeared first on UK BANGLA.

]]>
লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মদের পার্টি কেলেঙ্কারি, উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন ইস্যুতে প্রচণ্ড চাপের মুখে অবশেষে পদত্যাগ করতেই বাধ্য হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজ দল কনজারভেটিভ পার্টির মন্ত্রী ও আইনপ্রণেতাদের একের পর এক পদত্যাগের পর দেশটির সরকারে কার্যত নিঃসঙ্গ হয়ে পড়া জনসন গতকাল বৃহস্পতিবার এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে পদত্যাগের ঘোষণা দিয়ে জনসন বলেন, সহকর্মীদের মতামতকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের দায়িত্ব সামলাবেন এ কনজারভেটিভ নেতা।

এর আগে অবশ্য পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন বরিস জনসন। বলেছিলেন, একজন প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে কঠিন পরিস্থিতির মোকাবিলা করা। তাই আমি পদত্যাগ করবো না। তাছাড়া আমার প্রতি বড় ম্যানডেট রয়েছে।

এরপরই একযোগে ৫৪ মন্ত্রী পদত্যাগ করলে জনসন সরকারের পতন কেবল সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়। শেষপর্যন্ত দলীয় মন্ত্রী-এমপিদের অনুরোধে ক্ষমতা ছাড়তে রাজি হন তিনি।

নানা কেলেঙ্কারিতে জড়িয়ে নিজ দলের মন্ত্রী এবং সদস্যদের তোপের মুখে পড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যে পদত্যাগ করছেন, তা গত বুধবারই চাউর হয়ে গিয়েছিল যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গন ও সংবাদমাধ্যমে। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছিল, শিগগিরই পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন বরিস জনসন।

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি নিজের দল কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতার পদ থেকেও তিনি অব্যাহতি নেবেন বলে জানিয়েছে বিবিসি।

পদত্যাগের ঘোষণায় ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে আর থাকতে না পারার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন বরিস জনসন। নানা কেলেঙ্কারিতে জড়িয়ে কনজারভেটিভ পার্টিতে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিলেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী। বিশেষ করে দলটির জ্যেষ্ঠ সব মন্ত্রী এবং মিত্ররা সরে যাওয়ায় প্রধানমন্ত্রীর পদে টিকে থাকাটাই তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়।

গত কয়েক দিন ধরে এই পদ আঁকড়ে বাঁচার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ঘনিষ্ঠ সব মন্ত্রী এবং মিত্রদের একের পর এক পদত্যাগের কারণে সরকার পরিচালনায় বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। ১০নং ডাউনিং স্ট্রিটের সদর দরজার সামনে দাঁড়িয়ে বিষণœ মনে পদত্যাগের ঘোষণায় তিনি বলেন, অবশ্যই, এতসব ধ্যান-ধারণা আর প্রকল্পে নিজেকে দেখতে না পারাটা অত্যন্ত বেদনাদায়ক।

তবে এই দুই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও আগামী শরৎকাল পর্যন্ত দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। চলতি গ্রীষ্মে কনজারভেটিভ দলীয় নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী অক্টোবরে টরি পার্টির সম্মেলনে নির্বাচিত দলীয় প্রধান নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।

মাত্র দুই ঘণ্টায় জনসনের নেতৃত্বাধীন সরকারের অন্তত ৮ মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী পদত্যাগ করেন। দেশটির মন্ত্রিসভার সদস্য এবং সরকারের অন্তত ৫০ শীর্ষ সহযোগী পদত্যাগ করায় জনসন কার্যত ‘একাকী এবং ক্ষমতাহীন’ হয়ে পড়েন। যে কারণে ক্ষমতাহীন জনসনের নতি স্বীকার করে ক্ষমতা থেকে বিদায় নেওয়া অনিবার্য হয়ে পড়ে।

The post পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/07/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d/feed/ 0
পদত্যাগ করছেন বরিস জনসন https://ukbangla.live/2022/07/07/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2597-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%259b%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25b8-%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a6%25b8%25e0%25a6%25a8 https://ukbangla.live/2022/07/07/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8/#respond Thu, 07 Jul 2022 08:56:29 +0000 https://ukbangla.live/?p=12338 নানা কেলেঙ্কারিতে জড়িয়ে নিজ দলের মন্ত্রী এবং সদস্যদের বিদ্রোহের মুখোমুখি হওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করছেন। বৃহস্পতিবার আরও পরের দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেবেন বলে ১০নং ডাউনিং স্ট্রিটের একটি সূত্রের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। বরিস জনসন তার রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে পদত্যাগ করবেন বলে বিবিসি জানালেও দেশটির আরেক সংবাদমাধ্যম […]

The post পদত্যাগ করছেন বরিস জনসন first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করছেন বরিস জনসন appeared first on UK BANGLA.

]]>
নানা কেলেঙ্কারিতে জড়িয়ে নিজ দলের মন্ত্রী এবং সদস্যদের বিদ্রোহের মুখোমুখি হওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করছেন। বৃহস্পতিবার আরও পরের দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেবেন বলে ১০নং ডাউনিং স্ট্রিটের একটি সূত্রের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বরিস জনসন তার রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে পদত্যাগ করবেন বলে বিবিসি জানালেও দেশটির আরেক সংবাদমাধ্যম রয়টার্স বলছে, বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন জনসন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ কনজারভেটিভ নেতার পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন বরিস জনসন। তবে আগামী শরৎকাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এর ফলে চলতি গ্রীষ্মেই কনজারভেটিভ দলীয় নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী অক্টোবরে টরি পার্টির সম্মেলনের জন্য একজন নতুন প্রধানমন্ত্রী জনসনের স্থলাভিষিক্ত হবেন।

এর আগে পদত্যাগ করতে অস্বীকার করেন তিনি। বলেন, একজন প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে কঠিন পরিস্থিতির মোকাবিলা করা। তাই আমি পদত্যাগ করবো না। তাছাড়া আমার প্রতি বড় ম্যানডেট রয়েছে।

কনজারভেটিভ আইনপ্রণেতা ডেভিড ড্যাভিস ৫৮ বছর বয়সী নেতা জনসনকে পদত্যাগের আহ্বান জানান। তিনি বলেন, নিজের স্বার্থের চেয়ে দেশকে আগে প্রাধান্য দেওয়া উচিত।

এর বিপরীতে জনসন বলেছিলেন, আমি এটা বিশ্বাস করি না যে, প্রধানমন্ত্রী পদে থাকলে সেটা জাতীয় স্বার্থের বিরোধী হবে। তবে আমি তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাই।

সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কে জড়িয়েছেন বরিস ও তার সরকার। করোনা লকডাউন চলাকালে সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটে একাধিক মদের আসর বসিয়ে তিনি সমালোচনার জন্ম দেন। গত মাসে তার বিরুদ্ধে দলীয় আস্থাভোট আনা হলেও তাতে পার পেয়ে যান বরিস।

তবে দলে নতুন করে বিতর্ক শুরু হয় ডেপুটি চিফ হুইপ হিসেবে ক্রিস পিনচারকে নিয়োগের ঘোষণা দেওয়ার পর। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বরিস স্বীকার করেন, ক্রিস পিনচারের অসদাচরণের অভিযোগের বিষয়টি তার জানা ছিল। তারপরও চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে ডেপুটি চিফ হুইপ করেন তিনি। এটি ছিল তার একটা ‘বাজে ভুল’। বরিসের এই স্বীকারোক্তি তাকে চাপে ফেলে দিয়েছে।

ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনাক, স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগের পর একই পথে হেঁটেছেন দেশটির শিশু ও পরিবারমন্ত্রী উইল কুইন্স এবং জুনিয়র পরিবহনমন্ত্রী লরা ট্রট। একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে ইতোমধ্যে ভাবমূর্তি সংকটের মুখে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভবিষ্যৎকে আরও হুমকিতে ফেলেছে মন্ত্রীদের এই পদত্যাগ। একে একে তাঁর মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করায় বরিসের গদি এখন টালমাটাল। এ অবস্থায়ও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এ বছর পার্লামেন্ট সদস্যদের অনাস্থা ভোটে জয় লাভ করে বিরস জনসন যখন গা ঝাড়া দিয়ে আবার কাজ শুরু করার কথা বলছিলো তখন এমন ভাবে একে একে গুরুত্বপূর্ন মানুষেদর পদত্যাগের চাপ পরতে পারে বরিস জনসননের উপর।

এখন প্রশ্ন উঠেছে এমন টালমাটাল ব্রিটিশ রাজনীতিতে যদি হাওয়া বদল ঘটে প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করতে বাধ্য হন অথবা তাকে ক্ষমতাচ্যুত করা হয়, তাহলে কে হবেন তার স্থলাভিষিক্ত? এ বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বেশ কয়েকজন সম্ভাব্য নেতার নাম তুলে ধরেছে।

এই তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছে সাবেক ফরেন সেক্রেটারি জেরিমি হান্ট, সাবেক স্বাস্থ্য সেক্রেটারি সাজিদ জাভিদ, পেনি মডার্ন্ট ব্রিটেনের প্রথম নারী প্রতিরক্ষা সেক্রেটারী, সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক, পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান টম টুগেনহ্যান্ট, ফরেন সেক্রেটারী লিজ ট্রুস, নতুন চ্যাঞ্ছেলর নাদিম যাওয়াই। তবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন সব থেকে বেশি এগিয়ে রয়েছে সাজিদ জাভিদ, ঋষি সুনাক ও জেরিমি হান্ট।

The post পদত্যাগ করছেন বরিস জনসন first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করছেন বরিস জনসন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/07/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8/feed/ 0
ফরাসী প্রধানমন্ত্রীর পদত্যাগ https://ukbangla.live/2022/05/17/%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ab%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%2580-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ae%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2580%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/05/17/%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4/#respond Tue, 17 May 2022 05:44:54 +0000 https://ukbangla.live/?p=9512 ফ্রান্সের প্রধানমন্ত্রী জিয়ান কাস্টেক্স সোমবার এএফপি’কে বলেছেন, তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন। খবর এএফপি’র। খবরে বলা হয়, আগামী মাসে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রাক্কালে মাখোঁর মধ্যপন্থী দলকে শক্তিশালী করার লক্ষ্যে সরকারে ব্যাপক রদবদল আশা করা হয়। এ সময় প্রেসিডেন্ট বিতর্কিত পেনশন ব্যবস্থা ঢেলে সাজানোসহ তার সংস্কারবাদী এজেন্ডার […]

The post ফরাসী প্রধানমন্ত্রীর পদত্যাগ first appeared on UK BANGLA.

The post ফরাসী প্রধানমন্ত্রীর পদত্যাগ appeared first on UK BANGLA.

]]>
ফ্রান্সের প্রধানমন্ত্রী জিয়ান কাস্টেক্স সোমবার এএফপি’কে বলেছেন, তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন। খবর এএফপি’র।

খবরে বলা হয়, আগামী মাসে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রাক্কালে মাখোঁর মধ্যপন্থী দলকে শক্তিশালী করার লক্ষ্যে সরকারে ব্যাপক রদবদল আশা করা হয়।

এ সময় প্রেসিডেন্ট বিতর্কিত পেনশন ব্যবস্থা ঢেলে সাজানোসহ তার সংস্কারবাদী এজেন্ডার সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা করছেন।

The post ফরাসী প্রধানমন্ত্রীর পদত্যাগ first appeared on UK BANGLA.

The post ফরাসী প্রধানমন্ত্রীর পদত্যাগ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/17/%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4/feed/ 0
বরিস জনসনের ৪ ঘনিষ্ঠ সহযোগীর পদত্যাগ https://ukbangla.live/2022/02/04/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%af%e0%a7%8b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25b8-%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a6%25b8%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a7%25aa-%25e0%25a6%2598%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%25a0-%25e0%25a6%25b8%25e0%25a6%25b9%25e0%25a6%25af%25e0%25a7%258b https://ukbangla.live/2022/02/04/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%af%e0%a7%8b/#respond Fri, 04 Feb 2022 05:31:35 +0000 https://ukbangla.live/?p=1223 ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন লকডাউনে জন্মদিনের অনুষ্ঠানসহ একাধিক পার্টির আয়োজন করে মহাবিপদ ডেকে এনেছেন। অভিযোগে দিন দিন তার দাবি জোরালো হচ্ছে। এর মধ্যেই প্রশাসনকে ঢেলে সাজাতে গিয়ে এবার বরিস জনসনের চারজন ঘনিষ্ঠ সহযোগী পদত্যাগ করার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পদত্যাগ করেন তারা। শুধু লকডাউনের মধ্যে মদের পার্টির আয়োজনে যোগ দেওয়া নয়, […]

The post বরিস জনসনের ৪ ঘনিষ্ঠ সহযোগীর পদত্যাগ first appeared on UK BANGLA.

The post বরিস জনসনের ৪ ঘনিষ্ঠ সহযোগীর পদত্যাগ appeared first on UK BANGLA.

]]>
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন লকডাউনে জন্মদিনের অনুষ্ঠানসহ একাধিক পার্টির আয়োজন করে মহাবিপদ ডেকে এনেছেন। অভিযোগে দিন দিন তার দাবি জোরালো হচ্ছে। এর মধ্যেই প্রশাসনকে ঢেলে সাজাতে গিয়ে এবার বরিস জনসনের চারজন ঘনিষ্ঠ সহযোগী পদত্যাগ করার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পদত্যাগ করেন তারা।

শুধু লকডাউনের মধ্যে মদের পার্টির আয়োজনে যোগ দেওয়া নয়, বরিস জনসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গত বছরের ১৭ এপ্রিল ফিলিপের শেষকৃত্য সম্পন্ন হওয়ার সময়ও ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন করা হয়। আর সেটি ছিল বরিস জনসনের যোগাযোগবিষয়ক পরিচালক জেমস স্ল্যাকের বিদায় উপলক্ষে। সারা দেশে তখন ফিলিপের মৃত্যুতে জাতীয় শোক চলছিল। তবে এ ঘটনায় রানির কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তবে নিজ দলের লোকজন তো বটেই তার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে গোটা দেশে। তার কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতারা এরই মধ্যে তার পদত্যাগ দাবি করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর শীর্ষ তিন সহযোগী- চিফ অব স্টাফ রোজেনফিল্ড, প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি মার্টিন রেনল্ডস, যোগাযোগবিষয়ক পরিচালক জ্যাক ডয়েল এবং তার প্রধান রাজনৈতিক কৌশলি মুনিরা মির্জা পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে তিনজন ডাউনিং স্ট্রিটের পার্টিতে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। কনজারভেটিভ পার্টির দুজন শীর্ষ নেতা বলেছেন যে, এটি জনসনের প্রশাসনে পুনঃস্থাপনের সূচনা বলে মনে হচ্ছে।

এর আগে সোমবার বরিস জনসন সরকারের প্রশাসনিক পদে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আইনপ্রণেতা স্টুয়ার্ট অ্যান্ডারসন এক টুইটার বার্তায় বলেন, আজ রাতে আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তনটি ঘটতে শুরু করেছে এবং আমি প্রধানমন্ত্রীর এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানাই। তার এই টু্ইট বার্তার পরপরই সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দ্য টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে জানায়, ২০২১ সালের ১৬ এপ্রিল রানি দ্বিতীয় এলিজাবেথ তার স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক পালনের সময়ও প্রধানমন্ত্রী বরিস জনসনের ডাউনিং স্ট্রিটের কার্যালয়ে কর্মীরা আরও দুটো মদের পার্টি করেন। ওই সময়ও জনসমাগমের নিষেধাজ্ঞা ছিল।

গণমাধ্যমটি আরও জানায়, ডাউনিং স্ট্রিটের কর্মীরা কাছের একটি সুপারমার্কেট থেকে মদ কিনে নিয়ে যান। তারা নেচে-গেয়ে পার্টি উদযাপনও করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন যদিও সেই পার্টিতে উপস্থিত ছিলেন না।

এর আগে ২০২০ সালের ২০ মে মদের পার্টির আয়োজন হয় ডাউনিং স্ট্রিটে, যখন সারাদেশে লকডাউন জারি ছিল। সম্প্রতি পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ওই ঘটনার জন্য বরিস জনসন বার বার ক্ষমাও চেয়েছেন।

সূত্র: রয়টার্স

The post বরিস জনসনের ৪ ঘনিষ্ঠ সহযোগীর পদত্যাগ first appeared on UK BANGLA.

The post বরিস জনসনের ৪ ঘনিষ্ঠ সহযোগীর পদত্যাগ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/04/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%af%e0%a7%8b/feed/ 0