বরিস জনসন - UK BANGLA News Site Mon, 24 Oct 2022 05:41:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png বরিস জনসন - UK BANGLA 32 32 যুক্তরাজ্য: প্রধানমন্ত্রীত্বের দৌড় থেকে সরে দাঁড়ালেন বরিস জনসন https://ukbangla.live/2022/10/24/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a7%258d%25e0%25a6%25af-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ae%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/10/24/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/#respond Mon, 24 Oct 2022 05:41:01 +0000 https://ukbangla.live/?p=17010 যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় রোববার (২৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। জনসন বলেছেন, ব্রিটেনের পরবর্তী নেতা হওয়ার প্রতিযোগিতায় সামনে এগিয়ে যেতে তার পেছনে আইনপ্রণেতাদের যথেষ্ট সমর্থন রয়েছে তবে তা সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের চেয়ে অনেক কম। এতে করে সুনাকের প্রধানমন্ত্রী […]

The post যুক্তরাজ্য: প্রধানমন্ত্রীত্বের দৌড় থেকে সরে দাঁড়ালেন বরিস জনসন first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্য: প্রধানমন্ত্রীত্বের দৌড় থেকে সরে দাঁড়ালেন বরিস জনসন appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় রোববার (২৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

জনসন বলেছেন, ব্রিটেনের পরবর্তী নেতা হওয়ার প্রতিযোগিতায় সামনে এগিয়ে যেতে তার পেছনে আইনপ্রণেতাদের যথেষ্ট সমর্থন রয়েছে তবে তা সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের চেয়ে অনেক কম। এতে করে সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল। সোমবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রোববার ব্রিটেনের পরবর্তী নেতা হওয়ার প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করে বলেছেন, পরবর্তী পর্যায়ে অগ্রগতির জন্য তার পেছনে যথেষ্ট পরিমাণ আইনপ্রণেতার সমর্থন রয়েছে, তবে সেটি সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের চেয়ে অনেক কম।

রোববার দেওয়া এক বিবৃতিতে জনসন বলেছেন, ‘কনজারভেটিভ পার্টির সদস্যদের সাথে নিয়ে নির্বাচনে আমার সফল হওয়ার খুব ভালো একটা সুযোগ রয়েছে – এবং আমি সত্যিই শুক্রবার ডাউনিং স্ট্রিটে ফিরে আসতে পারি।’

‘কিন্তু গত কয়েকদিনে আমি দুঃখের সাথে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, এটি করা ঠিক হবে না। পার্লামেন্ট ঐক্যবদ্ধ দল না থাকলে আপনি কার্যকরভাবে দেশ শাসন করতে পারবেন না।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস গত বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মাত্র মাস দেড়েক আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে তার পদত্যাগের পর এখন ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পাটির পরবর্তী নেতা এবং প্রধানমন্ত্রী কে হবেন তা নির্ধারণের জন্য আরেকটি নেতৃত্ব নির্বাচন করতে হবে।

লিজ ট্রাসের পদত্যাগের পর নিজের দ্রুত রাজনৈতিক প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুক্তরাজ্যে ফিরে আসেন বরিস জনসন। সম্প্রতি তিনি ছুটি কাটনোর জন্য ব্রিটেনের বাইরে গেলেও শনিবার তড়িঘড়ি করেই দেশে ফিরে আসেন।

অবশ্য দেশে ফিরলেও ডাউনিং স্ট্রিটে ফিরে আসার জন্য জনসন আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি। তবে ব্রিটেনের পা রেখেই কনজারভেটিভ আইন প্রণেতাদের তাকে সমর্থন করার জন্য রাজি করার চেষ্টা করেছেন জনসন।

এছাড়া রোববার তিনি বলেছিলেন, কনজারভেটিভ আইন প্রণেতাদের মধ্যে তার ১০২ জনের সমর্থন রয়েছে। তবে সংবাদমাধ্যম বিবিসি বলছে, বরিস জনসনকে প্রকাশ্যে সমর্থন করেছেন এমন আইনপ্রণেতার সংখ্যা মূলত ৫৭ জন। তবে নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নিতে কোনো প্রার্থীকে সহকর্মী টোরি এমপিদের মধ্যে কমপক্ষে ১০০ জনের মনোনয়নের বা সমর্থনের প্রয়োজন হবে।

অন্যদিকে সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাককে সমর্থনকারী টোরি আইনপ্রণেতার সংখ্যা ১৪২ জন বলে জানিয়েছে স্কাই নিউজ। এতে করে সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল। মূলত এই সুনাকের পদত্যাগের সিদ্ধান্তই জনসনকে গত জুলাইয়ে ব্রিটেনের ক্ষমতা থেকে নামিয়ে আনতে সাহায্য করেছিল।

রয়টার্স বলছে, এখন যে অবস্থা তাতে পেনি মর্ডান্ট সহকর্মী টোরি এমপিদের মধ্যে কমপক্ষে ১০০ জনের মনোনয়ন বা সমর্থন নিশ্চিত করতে না পারলে ঋষি সুনাকই কনজারভেটিভ পার্টির নেতা মনোনীত হবেন এবং সোমবারই প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন।

আর সেই সম্ভাবনাই হয়তো বেশি। কারণ রোববার পর্যন্ত ২৪ জন কনজারভেটিভ আইণপ্রণেতা পেনি মর্ডান্টকে সমর্থনের কথা ঘোষণা করেছেন।

The post যুক্তরাজ্য: প্রধানমন্ত্রীত্বের দৌড় থেকে সরে দাঁড়ালেন বরিস জনসন first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্য: প্রধানমন্ত্রীত্বের দৌড় থেকে সরে দাঁড়ালেন বরিস জনসন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/24/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/feed/ 0
কে হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী https://ukbangla.live/2022/10/21/%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25b9%25e0%25a6%259a%25e0%25a7%258d%25e0%25a6%259b%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa https://ukbangla.live/2022/10/21/%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/#respond Fri, 21 Oct 2022 04:26:47 +0000 https://ukbangla.live/?p=16932 চলমান অর্থনৈতিক অস্থিরতা ও কয়েক সপ্তাহের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের জেরে প্রধানমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণের ৪৪ দিনের মাথায় পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটের বাইরে বক্তৃতাকালে ট্রাস জানিয়েছেন, কনজারভেটিভ পার্টির ‘১৯২২’ কমিটির নেতা গ্রাহাম ব্র্যাডির সঙ্গে সাক্ষাতের পর তিনি রাজা চার্লসের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। একই সঙ্গে বক্তৃতায় তিনি জানিয়েছেন, তার উত্তরসূরি নির্বাচিত […]

The post কে হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী first appeared on UK BANGLA.

The post কে হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
চলমান অর্থনৈতিক অস্থিরতা ও কয়েক সপ্তাহের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের জেরে প্রধানমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণের ৪৪ দিনের মাথায় পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটের বাইরে বক্তৃতাকালে ট্রাস জানিয়েছেন, কনজারভেটিভ পার্টির ‘১৯২২’ কমিটির নেতা গ্রাহাম ব্র্যাডির সঙ্গে সাক্ষাতের পর তিনি রাজা চার্লসের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

একই সঙ্গে বক্তৃতায় তিনি জানিয়েছেন, তার উত্তরসূরি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী সপ্তাহেই ট্রাসের উত্তরসূরি নির্বাচনের কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত কেউই প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন জমা দেয়নি। তবে বিবিসি বেশ কয়েকজনের সম্ভাবনার কথা বলছে।

দেশটির প্রধানমন্ত্রী পদের জন্য যাদের সম্ভাবনার কথা ভাবা হচ্ছে বিবিসির প্রতিবেদনের আলোকে তাদের পরিচিতি নিউজবাংলার পাঠকদের জন্য তুলে ধরা হলো।

ঋষি সুনাক
যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী এবং এই বছরের কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে ট্রাসের প্রধান প্রতিপক্ষ ঋষি সুনাক পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। তিনি যদি প্রধানমন্ত্রী হন, তবে যুক্তরাজ্যের ইতিহাসে দেশটি প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী পাবে।

এর আগে ট্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টোরি সদস্যদের ভোটে চূড়ান্ত রাউন্ডে ট্রাসের কাছে হারলেও দলীয় এমপিদের মধ্যে তিনিই ছিলেন শীর্ষ পছন্দ।

ঋষি সুনাকের পদত্যাগের কারণেই চাপে পড়েন প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপরই সুনাকের পথে অন্য মন্ত্রীরা হাঁটা শুরু করলে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন বরিস জনসন। পরে তিনি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন।

পেনি মর্ডান্ট
যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী পেনি মর্ডান্ট জনসনের পদত্যাগের পর প্রধানমন্ত্রীর দৌড়ে ট্রাস ও সুনাকের পরেই তৃতীয় স্থানে তার প্রচেষ্টার সমাপ্তি হয়।

হাউস অফ কমন্সের নেতা হিসেবে টরি এমপিদের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক রয়েছে।

তাকে কনজারভেটিভ পার্টির ঐকমত্যের নেতা হিসেবে দেখা হচ্ছে।

বরিস জনসন
মাত্র তিন মাস আগে অফিস থেকে বহিষ্কৃত হওয়ার পরও কিছু টোরি এমপি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন শীর্ষ পদে ফিরে আসতে পারেন।

কোভিড-১৯ বিধিনিষেধ চলাকালীন তিনি পার্টির আয়োজন করেন। এই বিতর্কের জেরেই তাকে প্রধানমন্ত্রী পদ ছাড়তে হয়।

সাবেক সংস্কৃতিমন্ত্রী ও জনসনের ঘনিষ্ঠ মিত্র নাদিন ডরিস বৃহস্পতিবার এক টুইট বার্তায় বলেছেন, তিনি ২০১৯ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দলের সদস্য এবং ব্রিটিশ জনগণের কাছ থেকে ম্যান্ডেটসহ একমাত্র এমপি।

বেন ওয়ালেস
টোরি নেতাদের মধ্যে বেন ওয়ালেসকে নিয়ে বিভক্তি থাকলেও বর্তমান এই প্রতিরক্ষামন্ত্রীকে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বিবেচনা করেন তার সহকর্মী এমপিরা।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর বেন ওয়ালেস ইউক্রেনকে অস্ত্র ও প্রশিক্ষণ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছিলেন।

একই সঙ্গে তিনি ঐক্যবদ্ধ ইউরোপের সমর্থক ও ব্রেক্সিটবিরোধী। ব্রেক্সিটবিরোধী হয়েও তিনি ছিলেন বরিস জনসনের সমর্থক এবং ২০১৯ সালে মন্ত্রিসভা পদে পুরষ্কৃত হন।

রাজনীতিবিদ হওয়ার আগে তিনি জার্মানি, সাইপ্রাস, বেলিজ ও উত্তর আয়ারল্যান্ডে সেনাজীবন কাটিয়েছেন।

উত্তর আয়ারল্যান্ডে কাজ করার সময় বেন ওয়ালেস আইরিশ রিপাবলিকান আর্মির এক বোমা হামলার প্রচেষ্টা নস্যাৎ করে দিয়ে আলোচনায় আসেন।

জনসনের পদত্যাগের পরে ধারণা করা হয়েছিল, তিনি প্রধানমন্ত্রী পদে দাঁড়াতে পারেন। কিন্তু তা না করে তিনি লিস ট্রাসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছিলেন।

সুয়েলা ব্র্যাভারম্যান
স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সুয়েলা ব্র্যাভারম্যানের পদত্যাগই ব্রিটিশ প্রধানমন্ত্রী লিস ট্রাসের ওপর চাপ সৃষ্টি করেছিল।

তিনি রুয়ান্ডাতে অভিবাসী পাঠানোর জন্য কাজ করছিলেন। এ ছাড়া তিনি বরিস জনসনের নেতৃত্বাধীন সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিনি ব্রেক্সিটেরও একজন সমর্থক। ডানপন্থি টোরি এমপিদের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে।

এবারের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তাকেও একজন শক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

The post কে হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী first appeared on UK BANGLA.

The post কে হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/21/%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/feed/ 0
বরিস জনসন ‘নিখোঁজ’ https://ukbangla.live/2022/08/06/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25b8-%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a6%25b8%25e0%25a6%25a8-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%2596%25e0%25a7%258b%25e0%25a6%2581%25e0%25a6%259c https://ukbangla.live/2022/08/06/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c/#respond Sat, 06 Aug 2022 07:49:42 +0000 https://ukbangla.live/?p=13729 যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। বরিস জনসনের হদিস জানতে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে যোগাযোগ করেছিল এএফপি। সেখানকার কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী ছুটি কাটাচ্ছেন। তবে তিনি বর্তমানে কোথায় রয়েছেন—এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ডাউনিং স্ট্রিটের কোনো কর্মকর্তা। যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা টাইমসের […]

The post বরিস জনসন ‘নিখোঁজ’ first appeared on UK BANGLA.

The post বরিস জনসন ‘নিখোঁজ’ appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। বরিস জনসনের হদিস জানতে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে যোগাযোগ করেছিল এএফপি। সেখানকার কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী ছুটি কাটাচ্ছেন। তবে তিনি বর্তমানে কোথায় রয়েছেন—এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ডাউনিং স্ট্রিটের কোনো কর্মকর্তা।

যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা টাইমসের এক প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে, বরিস জনসন তার স্ত্রী ক্যারি সাইমন্ডসের সঙ্গে বর্তমানে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় রয়েছেন; সেখানে বিলম্বিত মধুচন্দ্রিমা উদযাপন করছেন তারা। কিন্তু এই তথ্যের সপক্ষে তেমন কোনো প্রমাণ হাজির করতে পারেনি পত্রিকাটি। ফলে, তিনি বর্তমানে কোথায় রয়েছেন— তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে।

ব্রিটেনের বাণিজ্য, বিদ্যুৎ ও শিল্পমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং এএফপিকে বলেন, ‘আমি জানি না বরিস জনসন এখন কোথায়। তবে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে আমি নিয়মিত যোগাযোগ রাখছি।’

লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মদের পার্টি কেলেঙ্কারি, উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন ইস্যুতে নিজ দল কনজারভেটিভ পার্টি ও বিরোধী দল লেবার পার্টির এমপিদের প্রচণ্ড চাপের মুখে গত ৭ জুলাই পদত্যাগ করতে বাধ্য হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নিজের দল কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতার পদ থেকেও তিনি অব্যাহতি একরকম নিশ্চিত হয়ে যায়।

তবে এ দুই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও আগামী শরৎকাল পর্যন্ত দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। চলতি গ্রীষ্মে কনজারভেটিভ দলীয় নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী অক্টোবরে টরি পার্টির সম্মেলনে নির্বাচিত দলীয় প্রধান নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে যে দুজন বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন, তারা হলেন— দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী লিজ ট্রাস ও বর্তমান সরকারের সাবেক অর্থমন্ত্রী রিশি সুনাক।

The post বরিস জনসন ‘নিখোঁজ’ first appeared on UK BANGLA.

The post বরিস জনসন ‘নিখোঁজ’ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/06/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c/feed/ 0
পদত্যাগের ঘোষণা দিয়েও অনাস্থার মুখে জনসন https://ukbangla.live/2022/07/13/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%87%e0%a6%be%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%93-%e0%a6%85/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2597%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2598%25e0%25a7%2587%25e0%25a6%25be%25e0%25a6%25b7%25e0%25a6%25a3%25e0%25a6%25be-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587%25e0%25a6%2593-%25e0%25a6%2585 https://ukbangla.live/2022/07/13/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%87%e0%a6%be%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%93-%e0%a6%85/#respond Wed, 13 Jul 2022 12:03:57 +0000 https://ukbangla.live/?p=12443 পদত্যাগের ঘোষণা দিয়েও অনাস্থার মুখে পড়তে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ব্রিটিশ আইনসভায় বিরোধী দল লেবার পার্টির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার জনসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার কথা। আজ বুধবার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে সব দলের আইন প্রণেতারা (এমপি) ভোটে অংশ নিতে পারেন। বিতর্কের মুখে দাঁড়িয়ে কয়েক দিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন […]

The post পদত্যাগের ঘোষণা দিয়েও অনাস্থার মুখে জনসন first appeared on UK BANGLA.

The post পদত্যাগের ঘোষণা দিয়েও অনাস্থার মুখে জনসন appeared first on UK BANGLA.

]]>
পদত্যাগের ঘোষণা দিয়েও অনাস্থার মুখে পড়তে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ব্রিটিশ আইনসভায় বিরোধী দল লেবার পার্টির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার জনসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার কথা। আজ বুধবার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে সব দলের আইন প্রণেতারা (এমপি) ভোটে অংশ নিতে পারেন।

বিতর্কের মুখে দাঁড়িয়ে কয়েক দিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন কনজারভেটিভ পার্টির (রক্ষণশীল) নেতা বরিস জনসন।

সেই সঙ্গে দলের আগামী নেতৃত্ব নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দেন।

রক্ষণশীল এমপিরা (টরি এমপি) দলের পরবর্তী নেতা নির্বাচনের তৎপরতা এরই মধ্যে শুরু করেছেন। সব প্রক্রিয়া শেষ করে আগামী ৫ সেপ্টেম্বর রক্ষণশীলরা নতুন নেতা পাবেন, যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেওয়া এবং তত্ত্বাবধায়ক হিসেবে জনসনের দায়িত্ব পালনের ঘোষণার বিরোধিতা করছে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির একাংশ। তারা ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে জনসনকে আর দেখতে চান না। এ অবস্থায় লেবারদের পক্ষ থেকে অনাস্থা প্রস্তাব আনার উদ্দেশ্য হচ্ছে, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বরিস জনসনকে তাঁর অন্তর্বর্তীকালীন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া।

জনসনের বিরুদ্ধে অনাস্থা সফল হলে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন ঘোষণার সম্ভাবনাও দেখা দিতে পারে। তবে টরি এমপিদের সংখ্যা আইনসভায় অনেক বেশি হওয়ায় লেবারদের অনাস্থা প্রস্তাব সফল হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তাঁরা আরো ধারণা করছেন, জনসনবিরোধী টরি এমপিরা এই মুহূর্তে জনগণকে আবারও ভোটের মাঠে নিয়ে যেতে না-ও চাইতে পারেন। এ ছাড়া দলটির নেতৃত্ব নির্বাচনপ্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।

নেতা নির্বাচনের জন্য টরি এমপিদের শক্তিশালী সংস্থা ‘১৯২২ কমিটি’ গত সোমবার নির্বাচনপ্রক্রিয়ার জন্য সময়সীমাসহ রূপরেখা তৈরি করেছে। মঙ্গলবার মনোনয়নপ্রক্রিয়া শুরু ও শেষ হওয়ার কথা ছিল।

ওই কমিটির চেয়ারম্যান গ্রাহাম ব্রাডি জানান, গ্রীষ্মকালীন বিরতি শেষে আইনসভার কাজ আবার শুরু হলে আগামী ৫ সেপ্টেম্বর নতুন প্রধানমন্ত্রীর নাম জানা যাবে।

নিয়ম অনুযায়ী রক্ষণশীলরা কয়েক দফায় ভোটাভুটির মাধ্যমে তাঁদের নেতা নির্বাচন করে থাকেন। এই প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে প্রার্থীসংখ্যা দুইয়ে নামিয়ে আনা হয়। পরে এই দুজনের একজনই প্রধানমন্ত্রী তথা আইনসভায় দলের নেতা হিসেবে নির্বাচিত হন।

ওই কমিটির জয়েন্ট-এক্সিকিউটিভ সেক্রেটারি বব ব্ল্যাকম্যান জানান, আগামী ২১ জুলাই আইনসভার গ্রীষ্মকালীন বিরতি শুরুর আগে শেষ লড়াইয়ের জন্য অবতীর্ণ দুজনকে নির্বাচিত করার কাজ শেষ করতে চান তাঁরা। এ ছাড়া গ্রাহাম ব্রাডি আরো জানান, প্রথম দফার ভোটাভুটি বুধবার এবং দ্বিতীয় দফা বৃহস্পতিবার হতে পারে।

The post পদত্যাগের ঘোষণা দিয়েও অনাস্থার মুখে জনসন first appeared on UK BANGLA.

The post পদত্যাগের ঘোষণা দিয়েও অনাস্থার মুখে জনসন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/13/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%87%e0%a6%be%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%93-%e0%a6%85/feed/ 0
বরিস এখন ‘তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী’ https://ukbangla.live/2022/07/08/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25b8-%25e0%25a6%258f%25e0%25a6%2596%25e0%25a6%25a8-%25e0%25a6%25a4%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%2595 https://ukbangla.live/2022/07/08/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95/#respond Fri, 08 Jul 2022 06:30:25 +0000 https://ukbangla.live/?p=12397 টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় প্রধানের পদ ছেড়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওই সময় জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর পদ তিনি ছাড়ছেন না। শেষ পর্যন্ত অবশ্য সেই সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না। প্রধানমন্ত্রী পদে থাকলেও তিনি মূলত ব্রিটেনের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাজ করবেন। নতুন মন্ত্রিসভাও এ বিষয়ে সম্মত হয়েছে। বিবিসির খবরে বলা হয়, শেষ পর্যন্ত দলীয় সংসদ সদস্য এবং […]

The post বরিস এখন ‘তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী’ first appeared on UK BANGLA.

The post বরিস এখন ‘তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী’ appeared first on UK BANGLA.

]]>
টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় প্রধানের পদ ছেড়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওই সময় জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর পদ তিনি ছাড়ছেন না। শেষ পর্যন্ত অবশ্য সেই সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না। প্রধানমন্ত্রী পদে থাকলেও তিনি মূলত ব্রিটেনের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাজ করবেন। নতুন মন্ত্রিসভাও এ বিষয়ে সম্মত হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, শেষ পর্যন্ত দলীয় সংসদ সদস্য এবং মন্ত্রিসভার সদস্যদের চাপে বরিস জনসন তার অনড় অবস্থান থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। এর মধ্যে দিয়ে কনজারভেটিভ পার্টির নতুন নেতৃত্ব তথা ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পথ তৈরি হলো। পার্টির নেতারা বলছেন, নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াও শিগগিরই শুরু হবে।

বরিসের নতুন মন্ত্রিসভায় ওয়েলশ বিষয়ক দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন রবার্ট বাকল্যান্ড। তিনি বলেন, বরিস জনসন মন্ত্রিসভাকে আশ্বস্ত করেছেন যে তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবেই কেবল কাজ চালিয়ে নেবেন। তবে দলের মধ্যে অনেকেই তাকে এই সুযোগ দেওয়ার বিপক্ষে রয়েছেন। তারা অবিলম্বে কাউকে বরিসের স্থলাভিষিক্ত করার দাবি জানিয়েছেন।

বরিস নিজেও গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পূর্ণ দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা। আগামী সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়ার সময়সূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। একইসঙ্গে বলেছেন, ভোটাররা তাকে ভোট নিয়ে ক্ষমতায় বসিয়েছে বলেই তিনি তাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে দায়বদ্ধতার জায়গা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে দেরি করেছেন।

দলের এমপি-মন্ত্রীদের চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেও এ বিষয়টিকে ‘পাগলামি’ বলে অভিহিত করছেন বরিস। তিনি বলেন, আমরা ব্রেক্সিট করেছি। কোভিড মহামারি পরিস্থিতি মোকাবিলা করেছি। ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সহায়তার ক্ষেত্রে আমাদের নেতৃত্বে যুক্তরাজ্য দারুণ ভূমিকা পালন করেছে। কিন্তু আমি আমার সহকর্মীদের বোঝাতে ব্যর্থ হয়েছি যে এখন সরকারে পরিবর্তন আনা হবে ‘পাগলামি’। সহকর্মীরা আমার যুক্তি মানেননি। এটি অত্যন্ত ‌‘দুঃখজনক’।

করোনাভাইরাস মহামারির সময়ে যখন ব্রিটেনে লকডাউন চলছিল, সেই সময়ে ডাউনিং স্ট্রিটে পার্টি আয়োজন নিয়ে পুলিশি তদন্তসহ নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে বরিস জনসনের নাম। এসবের জের ধরে গত দুই বছরে দলের মধ্যেই অনেকের আস্থা হারান তিনি। চাপও বাড়তে থাকে তার ওপর। এর মধ্যেই গত মঙ্গলবার (৫ জুলাই) সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করেন।

তাদের দু’জনের পদত্যাগের মধ্য দিয়ে বরিসের বিরুদ্ধে অনাস্থা প্রকট হয়ে ওঠে। দলের সংসদ সদস্যরাও সরে দাঁড়াতে থাকেন, পদত্যাগ করতে থাকেন সরকারি কর্মকর্তারাও। দলের মধ্যে দাবি ওঠে, বরিস যেন পদত্যাগ করেন।

বরিসকে পদত্যাগ করার আহ্বান জানান খোদ তারই মন্ত্রিসভার সদস্য মাইকেল গোভ। কিন্তু বরিস মরিয়া ছিলেন ক্ষমতায় থাকার জন্য। গোভকে তিনি মন্ত্রিসভা থেকে বরখাস্তই করে দেন। কিন্তু তাতে চাপ আরও বাড়তে থাকে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরাও বলেন, বরিসের সরে দাঁড়ানো উচিত। বিরোধী দল লেবার পার্টি তো বলেই বসে, সরে না দাঁড়ালে সংসদে অনাস্থা ভোটের মুখে পড়তে হবে বরিসকে। সব মিলিয়ে আর নিজ অবস্থানে থাকতে পারলেন না বরিস জনসন। ব্রিটেনকে তাই খুঁজতে হবে নতুন প্রধানমন্ত্রী।

এর মধ্যে অবশ্য নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন বরিস জনসন। তিনি জানিয়েছেন, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তার নেতৃত্বে এই মন্ত্রিসভা কাজ করবে। তবে আর্থিক নীতি, রাষ্ট্র পরিচালনার কৌশলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে না। এসব সিদ্ধান্ত নিতে নতুন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করতে হবে।

The post বরিস এখন ‘তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী’ first appeared on UK BANGLA.

The post বরিস এখন ‘তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী’ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/08/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95/feed/ 0
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন https://ukbangla.live/2022/07/07/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2597-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25b6-%25e0%25a6%25aa%25e0%25a7%258d https://ukbangla.live/2022/07/07/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d/#respond Thu, 07 Jul 2022 14:03:57 +0000 https://ukbangla.live/?p=12342 লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মদের পার্টি কেলেঙ্কারি, উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন ইস্যুতে প্রচণ্ড চাপের মুখে অবশেষে পদত্যাগ করতেই বাধ্য হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজ দল কনজারভেটিভ পার্টির মন্ত্রী ও আইনপ্রণেতাদের একের পর এক পদত্যাগের পর দেশটির সরকারে কার্যত নিঃসঙ্গ হয়ে পড়া জনসন গতকাল বৃহস্পতিবার এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ […]

The post পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন appeared first on UK BANGLA.

]]>
লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মদের পার্টি কেলেঙ্কারি, উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন ইস্যুতে প্রচণ্ড চাপের মুখে অবশেষে পদত্যাগ করতেই বাধ্য হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজ দল কনজারভেটিভ পার্টির মন্ত্রী ও আইনপ্রণেতাদের একের পর এক পদত্যাগের পর দেশটির সরকারে কার্যত নিঃসঙ্গ হয়ে পড়া জনসন গতকাল বৃহস্পতিবার এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে পদত্যাগের ঘোষণা দিয়ে জনসন বলেন, সহকর্মীদের মতামতকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের দায়িত্ব সামলাবেন এ কনজারভেটিভ নেতা।

এর আগে অবশ্য পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন বরিস জনসন। বলেছিলেন, একজন প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে কঠিন পরিস্থিতির মোকাবিলা করা। তাই আমি পদত্যাগ করবো না। তাছাড়া আমার প্রতি বড় ম্যানডেট রয়েছে।

এরপরই একযোগে ৫৪ মন্ত্রী পদত্যাগ করলে জনসন সরকারের পতন কেবল সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়। শেষপর্যন্ত দলীয় মন্ত্রী-এমপিদের অনুরোধে ক্ষমতা ছাড়তে রাজি হন তিনি।

নানা কেলেঙ্কারিতে জড়িয়ে নিজ দলের মন্ত্রী এবং সদস্যদের তোপের মুখে পড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যে পদত্যাগ করছেন, তা গত বুধবারই চাউর হয়ে গিয়েছিল যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গন ও সংবাদমাধ্যমে। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছিল, শিগগিরই পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন বরিস জনসন।

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি নিজের দল কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতার পদ থেকেও তিনি অব্যাহতি নেবেন বলে জানিয়েছে বিবিসি।

পদত্যাগের ঘোষণায় ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে আর থাকতে না পারার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন বরিস জনসন। নানা কেলেঙ্কারিতে জড়িয়ে কনজারভেটিভ পার্টিতে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিলেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী। বিশেষ করে দলটির জ্যেষ্ঠ সব মন্ত্রী এবং মিত্ররা সরে যাওয়ায় প্রধানমন্ত্রীর পদে টিকে থাকাটাই তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়।

গত কয়েক দিন ধরে এই পদ আঁকড়ে বাঁচার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ঘনিষ্ঠ সব মন্ত্রী এবং মিত্রদের একের পর এক পদত্যাগের কারণে সরকার পরিচালনায় বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। ১০নং ডাউনিং স্ট্রিটের সদর দরজার সামনে দাঁড়িয়ে বিষণœ মনে পদত্যাগের ঘোষণায় তিনি বলেন, অবশ্যই, এতসব ধ্যান-ধারণা আর প্রকল্পে নিজেকে দেখতে না পারাটা অত্যন্ত বেদনাদায়ক।

তবে এই দুই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও আগামী শরৎকাল পর্যন্ত দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। চলতি গ্রীষ্মে কনজারভেটিভ দলীয় নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী অক্টোবরে টরি পার্টির সম্মেলনে নির্বাচিত দলীয় প্রধান নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।

মাত্র দুই ঘণ্টায় জনসনের নেতৃত্বাধীন সরকারের অন্তত ৮ মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী পদত্যাগ করেন। দেশটির মন্ত্রিসভার সদস্য এবং সরকারের অন্তত ৫০ শীর্ষ সহযোগী পদত্যাগ করায় জনসন কার্যত ‘একাকী এবং ক্ষমতাহীন’ হয়ে পড়েন। যে কারণে ক্ষমতাহীন জনসনের নতি স্বীকার করে ক্ষমতা থেকে বিদায় নেওয়া অনিবার্য হয়ে পড়ে।

The post পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/07/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d/feed/ 0
পদত্যাগ করছেন বরিস জনসন https://ukbangla.live/2022/07/07/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2597-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%259b%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25b8-%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a6%25b8%25e0%25a6%25a8 https://ukbangla.live/2022/07/07/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8/#respond Thu, 07 Jul 2022 08:56:29 +0000 https://ukbangla.live/?p=12338 নানা কেলেঙ্কারিতে জড়িয়ে নিজ দলের মন্ত্রী এবং সদস্যদের বিদ্রোহের মুখোমুখি হওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করছেন। বৃহস্পতিবার আরও পরের দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেবেন বলে ১০নং ডাউনিং স্ট্রিটের একটি সূত্রের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। বরিস জনসন তার রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে পদত্যাগ করবেন বলে বিবিসি জানালেও দেশটির আরেক সংবাদমাধ্যম […]

The post পদত্যাগ করছেন বরিস জনসন first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করছেন বরিস জনসন appeared first on UK BANGLA.

]]>
নানা কেলেঙ্কারিতে জড়িয়ে নিজ দলের মন্ত্রী এবং সদস্যদের বিদ্রোহের মুখোমুখি হওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করছেন। বৃহস্পতিবার আরও পরের দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেবেন বলে ১০নং ডাউনিং স্ট্রিটের একটি সূত্রের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বরিস জনসন তার রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে পদত্যাগ করবেন বলে বিবিসি জানালেও দেশটির আরেক সংবাদমাধ্যম রয়টার্স বলছে, বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন জনসন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ কনজারভেটিভ নেতার পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন বরিস জনসন। তবে আগামী শরৎকাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এর ফলে চলতি গ্রীষ্মেই কনজারভেটিভ দলীয় নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী অক্টোবরে টরি পার্টির সম্মেলনের জন্য একজন নতুন প্রধানমন্ত্রী জনসনের স্থলাভিষিক্ত হবেন।

এর আগে পদত্যাগ করতে অস্বীকার করেন তিনি। বলেন, একজন প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে কঠিন পরিস্থিতির মোকাবিলা করা। তাই আমি পদত্যাগ করবো না। তাছাড়া আমার প্রতি বড় ম্যানডেট রয়েছে।

কনজারভেটিভ আইনপ্রণেতা ডেভিড ড্যাভিস ৫৮ বছর বয়সী নেতা জনসনকে পদত্যাগের আহ্বান জানান। তিনি বলেন, নিজের স্বার্থের চেয়ে দেশকে আগে প্রাধান্য দেওয়া উচিত।

এর বিপরীতে জনসন বলেছিলেন, আমি এটা বিশ্বাস করি না যে, প্রধানমন্ত্রী পদে থাকলে সেটা জাতীয় স্বার্থের বিরোধী হবে। তবে আমি তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাই।

সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কে জড়িয়েছেন বরিস ও তার সরকার। করোনা লকডাউন চলাকালে সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটে একাধিক মদের আসর বসিয়ে তিনি সমালোচনার জন্ম দেন। গত মাসে তার বিরুদ্ধে দলীয় আস্থাভোট আনা হলেও তাতে পার পেয়ে যান বরিস।

তবে দলে নতুন করে বিতর্ক শুরু হয় ডেপুটি চিফ হুইপ হিসেবে ক্রিস পিনচারকে নিয়োগের ঘোষণা দেওয়ার পর। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বরিস স্বীকার করেন, ক্রিস পিনচারের অসদাচরণের অভিযোগের বিষয়টি তার জানা ছিল। তারপরও চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে ডেপুটি চিফ হুইপ করেন তিনি। এটি ছিল তার একটা ‘বাজে ভুল’। বরিসের এই স্বীকারোক্তি তাকে চাপে ফেলে দিয়েছে।

ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনাক, স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগের পর একই পথে হেঁটেছেন দেশটির শিশু ও পরিবারমন্ত্রী উইল কুইন্স এবং জুনিয়র পরিবহনমন্ত্রী লরা ট্রট। একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে ইতোমধ্যে ভাবমূর্তি সংকটের মুখে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভবিষ্যৎকে আরও হুমকিতে ফেলেছে মন্ত্রীদের এই পদত্যাগ। একে একে তাঁর মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করায় বরিসের গদি এখন টালমাটাল। এ অবস্থায়ও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এ বছর পার্লামেন্ট সদস্যদের অনাস্থা ভোটে জয় লাভ করে বিরস জনসন যখন গা ঝাড়া দিয়ে আবার কাজ শুরু করার কথা বলছিলো তখন এমন ভাবে একে একে গুরুত্বপূর্ন মানুষেদর পদত্যাগের চাপ পরতে পারে বরিস জনসননের উপর।

এখন প্রশ্ন উঠেছে এমন টালমাটাল ব্রিটিশ রাজনীতিতে যদি হাওয়া বদল ঘটে প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করতে বাধ্য হন অথবা তাকে ক্ষমতাচ্যুত করা হয়, তাহলে কে হবেন তার স্থলাভিষিক্ত? এ বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বেশ কয়েকজন সম্ভাব্য নেতার নাম তুলে ধরেছে।

এই তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছে সাবেক ফরেন সেক্রেটারি জেরিমি হান্ট, সাবেক স্বাস্থ্য সেক্রেটারি সাজিদ জাভিদ, পেনি মডার্ন্ট ব্রিটেনের প্রথম নারী প্রতিরক্ষা সেক্রেটারী, সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক, পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান টম টুগেনহ্যান্ট, ফরেন সেক্রেটারী লিজ ট্রুস, নতুন চ্যাঞ্ছেলর নাদিম যাওয়াই। তবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন সব থেকে বেশি এগিয়ে রয়েছে সাজিদ জাভিদ, ঋষি সুনাক ও জেরিমি হান্ট।

The post পদত্যাগ করছেন বরিস জনসন first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করছেন বরিস জনসন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/07/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8/feed/ 0
প্রভাবশালী আরও দুই মন্ত্রীর পদত্যাগ, সংকটে বরিস জনসন https://ukbangla.live/2022/07/06/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25b6%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a7%2580-%25e0%25a6%2586%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a6%25a6%25e0%25a7%2581%25e0%25a6%2587-%25e0%25a6%25ae%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d https://ukbangla.live/2022/07/06/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/#respond Wed, 06 Jul 2022 08:52:08 +0000 https://ukbangla.live/?p=12271 মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের আরও দুই মন্ত্রী। মঙ্গলবার (৫ জুলাই) ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগের পর বুধবার একই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন দেশটির শিশু ও পরিবার বিষয়ক মন্ত্রী উইল কুইন্স এবং জুনিয়র পরিবহন মন্ত্রী লরা ট্রট। বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। লরা জানিয়েছেন, তিনি […]

The post প্রভাবশালী আরও দুই মন্ত্রীর পদত্যাগ, সংকটে বরিস জনসন first appeared on UK BANGLA.

The post প্রভাবশালী আরও দুই মন্ত্রীর পদত্যাগ, সংকটে বরিস জনসন appeared first on UK BANGLA.

]]>
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের আরও দুই মন্ত্রী। মঙ্গলবার (৫ জুলাই) ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগের পর বুধবার একই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন দেশটির শিশু ও পরিবার বিষয়ক মন্ত্রী উইল কুইন্স এবং জুনিয়র পরিবহন মন্ত্রী লরা ট্রট। বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

লরা জানিয়েছেন, তিনি সরকারের ওপর ‘আস্থা’ হারানোর জন্য পদত্যাগ করছেন। উইল কুইন্সও বলেছেন, এই মুহূর্তে পদত্যাগ করা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিস জনসন আগে কখনো এত বড় সংকটের মুখে পড়েননি। এই সংকট কাটিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন কি না সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, যৌন অসদাচরণের অভিযোগে অভিযুক্ত এমপি ক্রিস পিঞ্চারকে সরকারে নিয়োগ দেওয়ার বিষয়ে বরিস জনসন দুঃখপ্রকাশ করার পরপরই পদত্যাগের ঘোষণা দেন দেশটির অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী স্বীকার করেন, সরকারি পদে অযোগ্য একজনকে নিয়োগ দিয়ে তিনি ভুল করেছেন।

পিঞ্চারের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ ওঠার পর গত সপ্তাহে কনজারভেটিভ পার্টি থেকে তার এমপি পদ বাতিল করা হয়।

ঋষি সুনাক ও সাজিদ জাভিদ তাদের পদত্যাগপত্রে সরকার পরিচালনায় প্রধানমন্ত্রী জনসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ঋষি বলেছেন, জনগণ আশা করে যথাযথভাবে, দক্ষতা ও গুরুত্বের সঙ্গে সরকার পরিচালিত হবে।

আর সাজিদ বলেছেন, একের পর এক কেলেঙ্কারির পর তিনি মনে করেন না যে, এই সরকারের সঙ্গে আর কাজ করতে পারবেন। তিনি বলেন, জাতীয় স্বার্থ বজায় রাখার ব্যাপারে প্রধানমন্ত্রী জনসনের সক্ষমতার ওপর তিনিসহ অনেক এমপি আস্থা হারিয়ে ফেলেছেন।

স্বাস্থ্য ও অর্থমন্ত্রীর পদত্যাগের পর বিরোধী দল লেবার পার্টির নেতা কিয়ের স্টার্মার বলেছেন, এটি পরিষ্কার যে সরকার ভেঙে পড়ছে।

মাত্র গত মাসেই প্রধানমন্ত্রী বরিস জনসন তার দলের এমপিদের এক আস্থা ভোটে জয়ী হন। তবে নিজ দলের বিশাল সংখ্যক এমপি সেদিন তার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন।

ব্রিটিশ আইন অনুসারে, আগামী এক বছর প্রধানমন্ত্রী জনসনের বিরুদ্ধে নতুন করে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা যাবে না। তবে কয়েকজন এমপি তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য এই আইন পরিবর্তনের দাবি জানিয়েছেন।

The post প্রভাবশালী আরও দুই মন্ত্রীর পদত্যাগ, সংকটে বরিস জনসন first appeared on UK BANGLA.

The post প্রভাবশালী আরও দুই মন্ত্রীর পদত্যাগ, সংকটে বরিস জনসন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/06/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/feed/ 0
লম্বা যুদ্ধের প্রস্তুতি নিন: বরিস জনসন https://ukbangla.live/2022/06/20/%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b2%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25be-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%2581%25e0%25a6%25a4%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/06/20/%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf/#respond Mon, 20 Jun 2022 07:29:03 +0000 https://ukbangla.live/?p=11336 যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন মিত্রদেশগুলোকে সতর্কতা দিয়ে বলেছেন, তারা যেন ইউক্রেনে লম্বা সময় যুদ্ধ হবে সেই হিসাব কষে প্রস্তুতি নেন। যদি লম্বা সময়ের জন্য যুদ্ধ করার মানসিকতা না থাকে তাহলে এ ‘যুদ্ধে জয় পাবে রাশিয়া’। তিনি বলেছেন, তখন এটি হবে, ‘দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর আগ্রাসনের সবচেয়ে বড় বিজয়’। গণমাধ্যম সানডে টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বরিস […]

The post লম্বা যুদ্ধের প্রস্তুতি নিন: বরিস জনসন first appeared on UK BANGLA.

The post লম্বা যুদ্ধের প্রস্তুতি নিন: বরিস জনসন appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন মিত্রদেশগুলোকে সতর্কতা দিয়ে বলেছেন, তারা যেন ইউক্রেনে লম্বা সময় যুদ্ধ হবে সেই হিসাব কষে প্রস্তুতি নেন। যদি লম্বা সময়ের জন্য যুদ্ধ করার মানসিকতা না থাকে তাহলে এ ‘যুদ্ধে জয় পাবে রাশিয়া’।

তিনি বলেছেন, তখন এটি হবে, ‘দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর আগ্রাসনের সবচেয়ে বড় বিজয়’।

গণমাধ্যম সানডে টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বরিস জনসন বলেছেন, ইউক্রেনের বিদেশী মিত্রদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, টিকে থাকার জন্য তাদের সহ্য করার ক্ষমতা আছে এবং সবশেষে জয়ী হবে।

সময়কে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, সময় হলো এখন গুরুত্বপূর্ণ বিষয়। সবকিছু নির্ভর করবে ইউক্রেন কি রাশিয়ার আগে তাদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবে কিনা, নিজ দেশকে রক্ষা করতে।

জনসন জানিয়েছেন, তাদের কাজ হলো রাশিয়া নিজেদের পুনর্গঠন করার আগে ইউক্রেনকে সেই সক্ষমতা অর্জনে সহায়তা করতে হবে।

The post লম্বা যুদ্ধের প্রস্তুতি নিন: বরিস জনসন first appeared on UK BANGLA.

The post লম্বা যুদ্ধের প্রস্তুতি নিন: বরিস জনসন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/20/%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf/feed/ 0
বরিস জনসনকে এমপি টিউলিপের প্রশ্ন: কাজটি কী ঠিক হয়েছে? https://ukbangla.live/2022/06/10/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25b8-%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a6%25b8%25e0%25a6%25a8%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%25ae%25e0%25a6%25aa%25e0%25a6%25bf-%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%2589%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/06/10/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%87/#respond Fri, 10 Jun 2022 08:31:04 +0000 https://ukbangla.live/?p=10833 ইউক্রেনে যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে বড় বোনের সাথে ১৩ বছরের এক শিশু আশ্রয়ের জন্য আসতে চেয়েছিল যুক্তরাজ্যে। তবে ব্রিটিশ নিয়ম-নীতির খপ্পরে পড়ে তার আর আশ্রয় পাওয়া হয়নি, মেলেনি শরণার্থী ভিসা। এমনকি তাকে আবার ইউক্রেনে ফেরত পাঠিয়েছে বরিস জনসনের প্রশাসন। সঙ্গে বাবা-মা না থাকা ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সেই ১৩ বছরের বালিকাকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। […]

The post বরিস জনসনকে এমপি টিউলিপের প্রশ্ন: কাজটি কী ঠিক হয়েছে? first appeared on UK BANGLA.

The post বরিস জনসনকে এমপি টিউলিপের প্রশ্ন: কাজটি কী ঠিক হয়েছে? appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেনে যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে বড় বোনের সাথে ১৩ বছরের এক শিশু আশ্রয়ের জন্য আসতে চেয়েছিল যুক্তরাজ্যে। তবে ব্রিটিশ নিয়ম-নীতির খপ্পরে পড়ে তার আর আশ্রয় পাওয়া হয়নি, মেলেনি শরণার্থী ভিসা। এমনকি তাকে আবার ইউক্রেনে ফেরত পাঠিয়েছে বরিস জনসনের প্রশাসন।

সঙ্গে বাবা-মা না থাকা ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সেই ১৩ বছরের বালিকাকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। যদিও তার ১৮ বছরের বড় বোনকে দেশটির ভিসা দেওয়া হয়।

একটি শিশুকে যুদ্ধ বিধ্বস্ত দেশে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে সংসদে প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রশ্ন করেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে জানতে চান, কাজটি ঠিক হয়েছে কি না।

টিউলিপ সিদ্দিক বরিস জনসনকে উদ্দেশ্য করে বলেন, এরা দু’বোন কয়েক সপ্তাহ মন্টিনেগ্রোর একটি বিপজ্জনক অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ছিল যখন যুক্তরাজ্যেরা হোম অফিস ছোট বোনের আবেদন প্রক্রিয়া শুরু করতে অস্বীকৃতি জানায়। কারণ তার বয়স ছিল ১৩ এবং বাবা-মাকে ছাড়া সে ভ্রমণ করছিল। যদিও তার সঙ্গে ছিল তার ১৮ বছর বয়সী বোন।

এরপর টিউলিপ সিদ্দিক ব্রিটিশ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, আমি কি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে পারি, তিনি কি তার বুকে হাত রেখে বলতে পারবেন, তিনি কি মনে করেন অরক্ষিত শিশুকে যুদ্ধক্ষেত্রে ফেরত পাঠানো সঠিক নীতি?

টিউলিপের প্রশ্নের জবাবে বরিস জনসন জানান, বিষয়টি হোম অফিস দেখবে।

The post বরিস জনসনকে এমপি টিউলিপের প্রশ্ন: কাজটি কী ঠিক হয়েছে? first appeared on UK BANGLA.

The post বরিস জনসনকে এমপি টিউলিপের প্রশ্ন: কাজটি কী ঠিক হয়েছে? appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/10/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%87/feed/ 0