ব্রিটিশ প্রধানমন্ত্রী - UK BANGLA News Site Sat, 05 Nov 2022 08:02:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ব্রিটিশ প্রধানমন্ত্রী - UK BANGLA 32 32 সরকার সবার সমস্যার সমাধান করতে পারবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী https://ukbangla.live/2022/11/05/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25b0%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a7%25e0%25a6%25be https://ukbangla.live/2022/11/05/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be/#respond Sat, 05 Nov 2022 08:02:46 +0000 https://ukbangla.live/?p=17473 সরকার সবার সব সমস্যার সমাধান করে ফেলবে, এই মুহূর্তে এমন আশা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্য বর্তমানে যে অর্থনৈতিক সংকটের মুখোমুখি, সে বিষয়ে সত্য কথা বলে দেশবাসীর আস্থা অর্জন করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ঋষি সুনাক বলেন, সরকার […]

The post সরকার সবার সমস্যার সমাধান করতে পারবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী first appeared on UK BANGLA.

The post সরকার সবার সমস্যার সমাধান করতে পারবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
সরকার সবার সব সমস্যার সমাধান করে ফেলবে, এই মুহূর্তে এমন আশা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্য বর্তমানে যে অর্থনৈতিক সংকটের মুখোমুখি, সে বিষয়ে সত্য কথা বলে দেশবাসীর আস্থা অর্জন করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ঋষি সুনাক বলেন, সরকার সবকিছু কীভাবে করে? অর্থ ধারের মাধ্যমে করে, যা শেষ পর্যন্ত, যেমনটি আমরা দেখেছি- উচ্চ মূল্যস্ফীতি, বিশ্বাসযোগ্যতা হারানো, সুদের হার বৃদ্ধির দিকে নিয়ে যায়। তাই আমি মনে করি, আপনারা কেন এই পর্যায়ে এসেছেন, সে বিষয়ে মানুষের সঙ্গে সৎ থাকতে হবে। এটিকেই অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, কোনো সরকারই সব সমস্যার সমাধান করতে পারে না। জীবন এত সহজ নয়।

এসময় যুক্তরাজ্য জুড়ে পরিবারগুলোর মাসিক খরচ বেড়ে যাওয়ার উদ্বেগের বিষয়েও কথা বলেন দেশটির প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী। তিনি বলেন, বন্ধকী বিল নিয়ে মানুষের যে উদ্বেগ তৈরি হয়েছে, তা আমি পুরোপুরি স্বীকার করছি। এটি মানুষের সবচেয়ে বড় খরচগুলোর মধ্যে একটি। তাই এই সমস্যা নিয়ন্ত্রণে সুদের হার বৃদ্ধিকে সীমিত করার জন্য যা করা যায়, তা করছি।

ঋষি বলেন, মার্গারেট থ্যাচার (সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী) ঠিকই বলেছেন, মূল্যস্ফীতি হলো এক নম্বর শত্রু। যাদের আয় সবচেয়ে কম তাদের ওপর মূল্যস্ফীতি সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আমি এর লাগাম টেনে ধরতে চাই।

পূর্বসূরী লিজ ট্রাসের ক্ষণস্থায়ী শাসনামলে জনগণের মধ্যে যে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছিল, তা জরুরি ভিত্তিতে পুনরুদ্ধার দরকার বলে মনে করেন ভারতীয় বংশোদ্ভূত এ নেতা।

সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারে অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। সেই সময়ে তার গৃহীত করোনাজনিত ক্ষতিপূরণ নীতির কথা উল্লেখ করে এ কনজারভেটিভ নেতা বলেন, প্রশ্ন যখন অর্থনীতি পরিচালনার, অতীত রেকর্ডের কারণেই তার ওপর জনগণ ভরসা করতে পারে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি স্বীকার করি, গত কয়েক সপ্তাহ বা মাসে মানুষের বিশ্বাসের ক্ষতি হয়েছে। আমি বুঝতে পারি, বিশ্বাস দেওয়া যায় না, এটি অর্জন করতে হয়। এখন মানুষের আস্থা ফিরিয়ে আনাই আমার প্রধান কাজ।

তিনি বলেন, তারা বিশ্বাস করতে পারে, আমি এমন একজন, যে অর্থনীতি বোঝে। আমি এমন একজন, যার ওপর তারা আস্থা রাখা যায়, যে কঠিন অর্থনৈতিক সময়ের মধ্য দিয়ে আমাদের পরিচালনা করবে। এটি করার ক্ষেত্রে আমার অতীত রেকর্ড রয়েছে।

এসময় ইনকাম ট্যাক্স বা ভ্যাটের হার বাড়াতে কনজারভেটিভ পার্টির পূর্বপরিকল্পনার সঙ্গে থাকবেন কি না জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ঋষি সুনাক। তিনি বলেন, আমি আর কোনো ট্যাক্স নীতি নিয়ে কথা বলবোই না।

কনজারভেটিভ পার্টির সবশেষ নেতৃত্ব নির্বাচনের আগে বরিস জনসনের সঙ্গে বৈঠকে যৌথভাবে কাজ করার প্রস্তাব বিবেচনা করেছিলেন কি না জানতে চাইলে ঋষি সুনাক বলেন, পার্লামেন্টে সহকর্মীদের কাছে আমার জোরালো সমর্থন ছিল এবং এই কাজটি (প্রধানমন্ত্রিত্ব) করার জন্য আমি নিজেকেই সেরা ব্যক্তি বলে মনে করি, সে সম্পর্কে তার (জনসনের) সঙ্গে স্পষ্ট ছিলাম।

সূত্র: ডেইল মেইল, রয়টার্স

The post সরকার সবার সমস্যার সমাধান করতে পারবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী first appeared on UK BANGLA.

The post সরকার সবার সমস্যার সমাধান করতে পারবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/05/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be/feed/ 0
ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসের স্থলাভিষিক্ত হবেন কে? https://ukbangla.live/2022/10/20/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25b6-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ae%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2580-%25e0%25a6%25b9%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/10/20/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%bf/#respond Thu, 20 Oct 2022 05:52:45 +0000 https://ukbangla.live/?p=16897 ব্রিটেনের পরবর্তী নির্বাচন পর্যন্ত কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। দেশটিতে আগামী দুই বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু ডাউনিং স্ট্রিটে বিপর্যয়কর ছয় সপ্তাহ পর তিনি দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকতে পারবেন কিনা সেটি নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে লিজ ট্রাস যদি ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য […]

The post ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসের স্থলাভিষিক্ত হবেন কে? first appeared on UK BANGLA.

The post ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসের স্থলাভিষিক্ত হবেন কে? appeared first on UK BANGLA.

]]>
ব্রিটেনের পরবর্তী নির্বাচন পর্যন্ত কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। দেশটিতে আগামী দুই বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু ডাউনিং স্ট্রিটে বিপর্যয়কর ছয় সপ্তাহ পর তিনি দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকতে পারবেন কিনা সেটি নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।

টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে লিজ ট্রাস যদি ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হন, তাহলে তার স্থলাভিষিক্ত হিসাবে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কে হবেন? নতুন প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন কারা, চলুন জেনে নেওয়া যাক।

টরিদের নেতা নির্বাচনে চলতি গ্রীষ্মেই সাবেক এই ব্রিটিশ অর্থমন্ত্রীকে একেবারে সহজেই হারিয়েছেন লিজ ট্রাস। সরকারের ব্যয়ে লাগাম টানা ছাড়াই কর কমানোর প্রতিশ্রুতি দিয়ে দলীয় সদস্যদের মন জয় করেন তিনি।

৪২ বছর বয়সী সুনাক অবশ্য বারবার সতর্ক করে দিয়ে লিজ ট্রাসের অতিরিক্ত ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহের পরিকল্পনাকে ‌‘বেপরোয়া’ বলে অভিহিত করেছেন। আর এটি কয়েক দশকের উচ্চ মুদ্রাস্ফীতির পাশাপাশি যুক্তরাজ্যে বাজারের আস্থাকে আরও খারাপ করে তুলতে পারে।

এখন ঋষি সুনাকের এসব সতর্কবাণী পুরোপুরি সঠিক প্রমাণিত হয়েছে এবং ট্রাস তার পরিকল্পনা বাতিল করেছেন। লিজ ট্রাস তার অর্থমন্ত্রীকে সরিয়ে সুনাক-সমর্থিত জেরেমি হান্টকে নতুন অর্থমন্ত্রী নিয়োগ করেছেন। যে কারণে কেউ কেউ মনে করছেন ট্রাসের স্থলাভিষিক্ত হিসাবে সেরা কনজারভেটিভ এমপি হতে পারেন ঋষি।

সাম্প্রতিক নেতা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার প্রাথমিক পর্বে ঋষি সুনাক সর্বাধিক টরি আইনপ্রণেতাদের সমর্থন পেয়েছিলেন এবং এখনও সংসদীয় দলটির মধ্যে তার প্রতি যথেষ্ট সমর্থন রয়েছে বলে মনে করা হয়।

মঙ্গলবার ইউগভের এক জরিপে দেখা যায়, প্রতিশ্রুতিশীল বিকল্প প্রতিদ্বন্দ্বী যারা আছেন, তাদের মধ্যে ট্রাসের রেটিং বেশি। যদিও এখনও তার সামগ্রিক রেটিং ১৮। তবে এখনও তাকে বিভাজন সৃষ্টিকারী রাজনীতিক হিসাবে দেখা হয়।

কনজারভেটিভ পার্টির অনেক সদস্য রয়েছেন, যারা দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন; তাদের অনেকেই সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে ক্ষমতাচ্যুত করার জন্য ঋষি সুনাকের ভূমিকার কট্টর সমালোচক। জনসনকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা ঋষি সুনাককে ক্ষমা করতে রাজি নন।

গত মাসের শুরুর দিকে মন্ত্রিসভা এবং টরি এমপিদের বিদ্রোহের পর ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হন ব্রিটেনের সাবেক এই প্রধানমন্ত্রী। সুনাকের পদত্যাগের মাধ্যমে সরকারে শুরু হওয়া অস্থিতিশীলতা অন্য এমপিদেরও একই পথে হাঁটতে উসকানি দেয়। যে কারণে কয়েক মাসের বিতর্কের পর জনসন প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নেন।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় জনসন পুনরায় ক্ষমতায় ফিরতে পারেন— এমন ইঙ্গিতও মিলছে। আর জনসনও চূড়ান্ত প্রত্যাবর্তনের চেষ্টা করতে পারেন বলে ব্রিটেনে জল্পনা শুরু হয়েছে। তবে এত দ্রুত এটি সম্ভব নাও হতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন।

কনজারভেটিভ এমপি এবং পার্টির একাংশের মধ্যে এখনও ব্রেক্সিটের অন্যতম এই সমর্থকের জনপ্রিয়তা রয়েছে। কিন্তু তিন বছরের ক্ষমতার মেয়াদের সময় নানা ধরনের কেলেঙ্কারি আর কলঙ্কে জর্জরিত তার ভাবমূর্তি ভোটারদের কাছে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার ইউগভের জরিপে দেখা গেছে, ৫৮ বছর বয়সী সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী জনপ্রিয়তায় লিজ ট্রাসের চেয়ে অনেক এগিয়ে আছেন। তবে জরিপে অংশ নেওয়া প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ তার সম্পর্কে বৈরী মত দিয়েছেন।

পদত্যাগের পর থেকে জনসনকে খুব বেশি প্রকাশ্যে দেখা যায়নি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে অর্থের বিনিময়ে বক্তৃতা করেছেন তিনি। কিন্তু যুক্তরাজ্যে চলমান সংকটের বিষয়ে তার মতামতের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি সেই বক্তৃতায়।

টরিদের দলীয় নেতৃত্ব নির্বাচনে অতীতে দু’বার প্রার্থী হয়েছিলেন লিজ ট্রাসের নতুন নিয়োগকৃত অর্থমন্ত্রী জেরেমি হান্ট। ২০১৯ সালে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় হেরে যান তিনি। আর চলতি বছরে নেতৃত্ব নির্বাচনে এমপিদের প্রথম ভোটাভুটিতে সর্বশেষ অবস্থানে ছিলেন তিনি।

কিন্তু সরকারের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী পদে নিয়োগ সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীকে রাজনীতির খাদের কিনার থেকে কেন্দ্রীয় মঞ্চে ফিরিয়ে এনেছে। এছাড়া এখন পর্যন্ত তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন, তাতে তার অবস্থান শক্তিশালী হয়েছে।

কনজারভেটিভ দলীয় এমপিরা লিজ ট্রাসকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছেন। অনেকেই ধারণা করছেন, সাবেক উদ্যোক্তা জেরেমি হান্টের প্রতি কনজারভেটিভ পার্টির মধ্যপন্থী অংশের সর্বাধিক সমর্থন রয়েছে। তিনি দলটির একজন ‘যোগ্য ঐক্যের প্রার্থী’ হিসাবে আবির্ভূত হতে পারেন।

তবে ৫৫ বছর বয়সী এই এই রাজনীতিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় গণতান্ত্রিক ম্যান্ডেট কম পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। জেরেমি হান্ট নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি উঠতে পারে। এর ফলে বর্তমান ভোটের ওপর ভিত্তি করে টরিদের ভূমিধস পরাজয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ব্রিটেনের বর্তমান মন্ত্রিসভার এই সদস্য সাবেক প্রধানমন্ত্রী জনসনের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে অনেকের প্রাথমিক পছন্দের তালিকায় ছিলেন। সুনাকের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। ট্রাসকে পরাজিত করার ৮ ভোটের মধ্যে চলে এসেছিলেন তিনি।

টরিদের তৃণমূলের মধ্যে সাবেক এই ব্রিটিশ প্রতিরক্ষা ও বাণিজ্যমন্ত্রীর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ব্রেক্সিটের শক্তিশালী সমর্থক তিনি এবং ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন তিনি।

তবে সাম্প্রতিক নেতৃত্বের প্রতিযোগিতায় রক্ষণশীল সহকর্মীদের সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি। কেউ কেউ তাকে পূর্ববর্তী সরকারের কার্যক্রমে ‘নিষ্ক্রিয়’ ছিলেন বলেও অভিযোগ করেছেন।

মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, ৪৯ বছর বয়সী এই রাজনীতিকের জ্যেষ্ঠ একজন মিত্র গত সপ্তাহে সুনাকের সাথে ঐক্যের বিষয়ে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন। কিন্তু সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক জুনিয়র অংশীদার হতে চান না জানিয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

সূত্র: এএফপি।

The post ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসের স্থলাভিষিক্ত হবেন কে? first appeared on UK BANGLA.

The post ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসের স্থলাভিষিক্ত হবেন কে? appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/20/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%bf/feed/ 0
পদত্যাগ করবেন না লিজ ট্রাস https://ukbangla.live/2022/10/20/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2597-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%259c-%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/20/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/#respond Thu, 20 Oct 2022 03:57:03 +0000 https://ukbangla.live/?p=16880 ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই লিজ ট্রাসের। তার রাজনৈতিক মুখপাত্র বুধবার (১৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ট্যাক্স ইস্যুতে পদত্যাগ করেন অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং। এরপরই গুনঞ্জন ওঠে প্রধানমন্ত্রীকেও শিগগির পদত্যাগ করতে হতে পারে। এ মাসের শেষের দিকেও লিজ ট্রাস ক্ষমতায় থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, হ্যাঁ […]

The post পদত্যাগ করবেন না লিজ ট্রাস first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করবেন না লিজ ট্রাস appeared first on UK BANGLA.

]]>
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই লিজ ট্রাসের। তার রাজনৈতিক মুখপাত্র বুধবার (১৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ট্যাক্স ইস্যুতে পদত্যাগ করেন অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং। এরপরই গুনঞ্জন ওঠে প্রধানমন্ত্রীকেও শিগগির পদত্যাগ করতে হতে পারে।

এ মাসের শেষের দিকেও লিজ ট্রাস ক্ষমতায় থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, হ্যাঁ থাকবেন। পদত্যাগ করবেন কি না এমন প্রশ্নে বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করছেন না।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, কনজার্ভেটিভ দলের বিদ্রোহীরা তাকে চলতি সপ্তাহেই সরিয়ে দেওয়া উদ্যোগ নিতে যাচ্ছে। যদিও ডাউনিং স্ট্রিট সতর্ক করে জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ সাধারণ নির্বাচনকে ত্বরান্বিত করবে।

বিদ্রোহী এমপিরা গ্রাহাম ব্র্যাডিকে প্রধানমন্ত্রী ট্রাসকে তার সময় শেষ বলার ও অবিলম্বে আস্থা ভোটের অনুমতি দেওয়ার জন্য দলীয় নিয়ম পরিবর্তন করার ক্ষেত্রে চাপ দিচ্ছেন। তাছাড়া তিনজন এমপি নিয়ম ভেঙে প্রকাশ্যে লিজ ট্রাসকে পদত্যাগ করতে বলেছেন।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ১০০ জনেরও বেশি পার্লামেন্ট সদস্য (এমপি) লিজ ট্রাসের প্রতি অনাস্থা জানিয়ে চিঠি জমা দিতে প্রস্তুত। এই চিঠি তারা কনজারভেটিভ পার্টির নেতৃত্ব প্রতিযোগিতার আয়োজনকারী কমিটির প্রধান গ্রাহাম ব্র্যাডির কাছে জমা দেবেন।

The post পদত্যাগ করবেন না লিজ ট্রাস first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করবেন না লিজ ট্রাস appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/20/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/feed/ 0
দেড় মাসের মাথায় ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী https://ukbangla.live/2022/10/17/%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9c-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a7%259c-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a5%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25ae%25e0%25a6%25a4%25e0%25a6%25be-%25e0%25a6%25b9%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/17/%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9c-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be/#respond Mon, 17 Oct 2022 03:17:11 +0000 https://ukbangla.live/?p=16758 প্রায় দেড় মাস আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লিজ ট্রাস। এর মধ্যেই কার্যত বিদ্রোহের মুখে পড়তে যাচ্ছেন তিনি। ব্রিটিশ আইনপ্রণেতারা চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে ক্ষমতাচ্যুত করার চেষ্টায় নামছেন বলে খবর বের হয়েছে। যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ডেইলি মেইল এই সংবাদ সামনে এনেছে। সোমবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা […]

The post দেড় মাসের মাথায় ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী first appeared on UK BANGLA.

The post দেড় মাসের মাথায় ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
প্রায় দেড় মাস আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লিজ ট্রাস। এর মধ্যেই কার্যত বিদ্রোহের মুখে পড়তে যাচ্ছেন তিনি। ব্রিটিশ আইনপ্রণেতারা চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে ক্ষমতাচ্যুত করার চেষ্টায় নামছেন বলে খবর বের হয়েছে।

যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ডেইলি মেইল এই সংবাদ সামনে এনেছে। সোমবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ডাউনিং স্ট্রিটের সতর্কতা সত্ত্বেও ব্রিটিশ আইনপ্রণেতারা এই সপ্তাহে প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবেন বলে ডেইলি মেইল ​​জানিয়েছে। এর ফলে ফের সাধারণ নির্বাচনের দিকে যেতে পারে ইউরোপের প্রভাবশালী এই দেশটি।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইল ​​জানিয়েছে, ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ১০০ জনেরও বেশি পার্লামেন্ট সদস্য (এমপি) লিজ ট্রাসের প্রতি অনাস্থা জানিয়ে চিঠি জমা দিতে প্রস্তুত। এই চিঠি তারা কনজারভেটিভ পার্টির নেতৃত্ব প্রতিযোগিতার আয়োজনকারী কমিটির প্রধান গ্রাহাম ব্র্যাডির কাছে জমা দেবেন।

ব্রিটেন দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংকটে জর্জরিত। মূলত ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে এই সংকটের কারণেই ব্রিটেন তিনজন প্রধানমন্ত্রীকে হারিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এমপিরা ব্র্যাডির কাছে ট্রাসকে এটাই বলতে অনুরোধ করবেন যে, ‘তার (ট্রাসের) সময় শেষ’ বা তার নেতৃত্বে অবিলম্বে আস্থা ভোটের অনুমতি দেওয়ার জন্য রাজনৈতিক দলের নিয়ম পরিবর্তন করতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রাহাম ব্র্যাডি এই পদক্ষেপে বাধ সাধছেন বলে জানা গেছে। তার যুক্তি, নবনিযুক্ত চ্যান্সেলর অর্থাৎ ব্রিটিশ অর্থমন্ত্রী জেরেমি হান্টের সাথে আগামী ৩১ অক্টোবরের বাজেটে অর্থনৈতিক কৌশল নির্ধারণের সুযোগ পাওয়ার যোগ্য লিজ ট্রাস।

অন্যদিকে পৃথক এক রিপোর্টে দ্য টাইমস জানিয়েছে, ব্রিটেনের কিছু আইনপ্রণেতা ট্রাসকে ক্ষমতাচ্যুত করতে এবং তার স্থলে নতুন নেতাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে গোপনে আলোচনা করেছেন।

রয়টার্স বলছে, কর কমানোর প্রতিশ্রুতি দিয়ে গত মাসে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌঁড়ে জয়ী হন লিজ ট্রাস। তবে সেসব প্রোগ্রামের মূল অংশগুলোকে বাদ দেওয়ার পর এখন নিজের রাজনৈতিক জীবন বাঁচিয়ে রাখার জন্য কার্যত লড়াই করছেন তিনি।

ব্রিটেনের বিরোধী লেবার পার্টির চেয়ে পিছিয়ে থাকা এই দলটিতে বিশৃঙ্খলার কারণে অসন্তোষ সৃষ্টির বিষয়টি জনমত জরিপে উঠে এসেছে বলেও জানিয়েছে রয়টার্স।

The post দেড় মাসের মাথায় ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী first appeared on UK BANGLA.

The post দেড় মাসের মাথায় ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/17/%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9c-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be/feed/ 0
ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ঋষি সুনাক https://ukbangla.live/2022/07/14/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%93/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25b6-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ae%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2580-%25e0%25a6%25b9%25e0%25a6%2593 https://ukbangla.live/2022/07/14/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%93/#respond Thu, 14 Jul 2022 05:09:07 +0000 https://ukbangla.live/?p=12473 ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা তথা দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রথম দফার ভোটে শীর্ষস্থানে রয়েছেন সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক। প্রথম দফার ভোটে ভারতীয় বংশোদ্ভুত এই রাজনীতিবিদ বরিস জনসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে থাকা কনজারভেটিভ পার্টি বা টোরি দলের আইনপ্রণেতাদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম […]

The post ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ঋষি সুনাক first appeared on UK BANGLA.

The post ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ঋষি সুনাক appeared first on UK BANGLA.

]]>
ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা তথা দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রথম দফার ভোটে শীর্ষস্থানে রয়েছেন সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক। প্রথম দফার ভোটে ভারতীয় বংশোদ্ভুত এই রাজনীতিবিদ বরিস জনসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে থাকা কনজারভেটিভ পার্টি বা টোরি দলের আইনপ্রণেতাদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা এবং এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৩ জুলাই) অনুষ্ঠিত ভোটাভুটিতে ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক পেয়েছেন ৮৮টি ভোট।

তবে তাকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন বর্তমান বাণিজ্য প্রতিমন্ত্রী পেনি মর্ডান্ট। ভোটাভুটিতে পেনি পেয়েছেন ৬৭টি ভোট। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকা লিজ ট্রাস ৫০টি ভোট পেয়েছেন।

এদিকে প্রথম রাউন্ডের ভোটাভুটির পর পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ছিটকে গেছেন দুই প্রার্থী। তারা হলেন – অর্থমন্ত্রী নাদিম জাহাউই এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। প্রথম রাউন্ডেই জাহাউই-এর ছিটকে যাওয়া বেশ বিস্ময়ের। কারণ অনেকেই ইরানি বংশোদ্ভুত এই রাজনীতিককে সুনাকের নিকটতম প্রতিদ্বন্দ্বী বলে মনে করছিলেন।

সংবাদমাধ্যম বলছে, ভোটাভুটিতে জাহাউই এবং হান্ট – কেউই ন্যূনতম ৩০টি ভোটও পাননি। এর ফলে প্রথম রাউন্ডের পর পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রইলেন ঋষি সুনাকসহ মোট ছয়জন প্রার্থী। আগের দিনই ছিটকে গিয়েছিলেন আরও তিন প্রার্থী। কনজারভেটিভ পার্টির মোট ৩৫৮ জন এমপি ভোট দিয়েছেন।

বুধবার অনুষ্ঠিত প্রথম রাউন্ডের ভোটের ফলাফলে ঋষি সুনাক পেয়েছেন ৮৮ ভোট, পেনি মর্ডান্ট ৬৭ ভোট, লিজ ট্রাস ৫০ ভোট, কেমি ব্যাডেনোচ ৪০ ভোট, টম তুগেনধাত ৩৭ ভোট, সুয়েলা ব্রেভারম্যান ৩২ ভোট। এছাড়া পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ছিটকে যাওয়া নাদিম জাহাউই পেয়েছেন ২৫ ভোট এবং জেরেমি হান্ট ১৮ ভোট পেয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বরিস জনসন সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। মূলত ‘পার্টিগেট’ থেকে শুরু হয়েছিল জনসন সরকারের ভাবমূর্তির পতন। ব্রিটেনে কঠোর কোভিড লকডাউন চলাকালে সরকারি বাসভবনে মদের পার্টি বসানো নিয়ে দলের মধ্যেই অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হয়েছিলেন বরিস।

এরপর থেকে একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়েছে জনসন সরকার। কনজারভেটিভ পার্টির ডেপুটি চিফ হুইপ ক্রিস পিনচার-এর যৌন কেলেঙ্কারি কফিনে শেষ পেরেক মেরে দেয়। মত্ত অবস্থায় এক ব্যক্তির পুরুষাঙ্গ চেপে ধরার দায়ে অভিযুক্ত হয়েছিলেন পিনচার। প্রথম থেকে পুরোটা জেনেও, অস্বীকার করেছিলেন বরিস। পরে তার মিথ্যাচার ধরা পড়ে যায়।

এরপরই জনসন সরকারের অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ঋষি সুনাক। যার সূত্র ধরে একের পর এক সংসদ সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা ইস্তফা দেন এবং বরিস জনসনও পদ ছাড়তে বাধ্য হন।

The post ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ঋষি সুনাক first appeared on UK BANGLA.

The post ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ঋষি সুনাক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/14/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%93/feed/ 0
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন https://ukbangla.live/2022/07/07/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2597-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25b6-%25e0%25a6%25aa%25e0%25a7%258d https://ukbangla.live/2022/07/07/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d/#respond Thu, 07 Jul 2022 14:03:57 +0000 https://ukbangla.live/?p=12342 লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মদের পার্টি কেলেঙ্কারি, উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন ইস্যুতে প্রচণ্ড চাপের মুখে অবশেষে পদত্যাগ করতেই বাধ্য হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজ দল কনজারভেটিভ পার্টির মন্ত্রী ও আইনপ্রণেতাদের একের পর এক পদত্যাগের পর দেশটির সরকারে কার্যত নিঃসঙ্গ হয়ে পড়া জনসন গতকাল বৃহস্পতিবার এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ […]

The post পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন appeared first on UK BANGLA.

]]>
লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মদের পার্টি কেলেঙ্কারি, উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন ইস্যুতে প্রচণ্ড চাপের মুখে অবশেষে পদত্যাগ করতেই বাধ্য হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজ দল কনজারভেটিভ পার্টির মন্ত্রী ও আইনপ্রণেতাদের একের পর এক পদত্যাগের পর দেশটির সরকারে কার্যত নিঃসঙ্গ হয়ে পড়া জনসন গতকাল বৃহস্পতিবার এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে পদত্যাগের ঘোষণা দিয়ে জনসন বলেন, সহকর্মীদের মতামতকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের দায়িত্ব সামলাবেন এ কনজারভেটিভ নেতা।

এর আগে অবশ্য পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন বরিস জনসন। বলেছিলেন, একজন প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে কঠিন পরিস্থিতির মোকাবিলা করা। তাই আমি পদত্যাগ করবো না। তাছাড়া আমার প্রতি বড় ম্যানডেট রয়েছে।

এরপরই একযোগে ৫৪ মন্ত্রী পদত্যাগ করলে জনসন সরকারের পতন কেবল সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়। শেষপর্যন্ত দলীয় মন্ত্রী-এমপিদের অনুরোধে ক্ষমতা ছাড়তে রাজি হন তিনি।

নানা কেলেঙ্কারিতে জড়িয়ে নিজ দলের মন্ত্রী এবং সদস্যদের তোপের মুখে পড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যে পদত্যাগ করছেন, তা গত বুধবারই চাউর হয়ে গিয়েছিল যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গন ও সংবাদমাধ্যমে। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছিল, শিগগিরই পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন বরিস জনসন।

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি নিজের দল কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতার পদ থেকেও তিনি অব্যাহতি নেবেন বলে জানিয়েছে বিবিসি।

পদত্যাগের ঘোষণায় ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে আর থাকতে না পারার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন বরিস জনসন। নানা কেলেঙ্কারিতে জড়িয়ে কনজারভেটিভ পার্টিতে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিলেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী। বিশেষ করে দলটির জ্যেষ্ঠ সব মন্ত্রী এবং মিত্ররা সরে যাওয়ায় প্রধানমন্ত্রীর পদে টিকে থাকাটাই তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়।

গত কয়েক দিন ধরে এই পদ আঁকড়ে বাঁচার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ঘনিষ্ঠ সব মন্ত্রী এবং মিত্রদের একের পর এক পদত্যাগের কারণে সরকার পরিচালনায় বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। ১০নং ডাউনিং স্ট্রিটের সদর দরজার সামনে দাঁড়িয়ে বিষণœ মনে পদত্যাগের ঘোষণায় তিনি বলেন, অবশ্যই, এতসব ধ্যান-ধারণা আর প্রকল্পে নিজেকে দেখতে না পারাটা অত্যন্ত বেদনাদায়ক।

তবে এই দুই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও আগামী শরৎকাল পর্যন্ত দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। চলতি গ্রীষ্মে কনজারভেটিভ দলীয় নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী অক্টোবরে টরি পার্টির সম্মেলনে নির্বাচিত দলীয় প্রধান নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।

মাত্র দুই ঘণ্টায় জনসনের নেতৃত্বাধীন সরকারের অন্তত ৮ মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী পদত্যাগ করেন। দেশটির মন্ত্রিসভার সদস্য এবং সরকারের অন্তত ৫০ শীর্ষ সহযোগী পদত্যাগ করায় জনসন কার্যত ‘একাকী এবং ক্ষমতাহীন’ হয়ে পড়েন। যে কারণে ক্ষমতাহীন জনসনের নতি স্বীকার করে ক্ষমতা থেকে বিদায় নেওয়া অনিবার্য হয়ে পড়ে।

The post পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/07/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d/feed/ 0
জনসন ক্ষমতাচ্যুত হলে কে হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী? https://ukbangla.live/2022/07/07/%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a6%25b8%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25ae%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%259a%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a4-%25e0%25a6%25b9%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25b9 https://ukbangla.live/2022/07/07/%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9/#respond Thu, 07 Jul 2022 05:09:18 +0000 https://ukbangla.live/?p=12307 ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনাক, স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগের পর একই পথে হেঁটেছেন দেশটির শিশু ও পরিবারমন্ত্রী উইল কুইন্স এবং জুনিয়র পরিবহনমন্ত্রী লরা ট্রট। একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে ইতোমধ্যে ভাবমূর্তি সংকটের মুখে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভবিষ্যৎকে আরও হুমকিতে ফেলেছে মন্ত্রীদের এই পদত্যাগ। একে একে তাঁর মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করায় বরিসের গদি এখন টালমাটাল। […]

The post জনসন ক্ষমতাচ্যুত হলে কে হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী? first appeared on UK BANGLA.

The post জনসন ক্ষমতাচ্যুত হলে কে হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী? appeared first on UK BANGLA.

]]>
ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনাক, স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগের পর একই পথে হেঁটেছেন দেশটির শিশু ও পরিবারমন্ত্রী উইল কুইন্স এবং জুনিয়র পরিবহনমন্ত্রী লরা ট্রট। একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে ইতোমধ্যে ভাবমূর্তি সংকটের মুখে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভবিষ্যৎকে আরও হুমকিতে ফেলেছে মন্ত্রীদের এই পদত্যাগ। একে একে তাঁর মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করায় বরিসের গদি এখন টালমাটাল। এ অবস্থায়ও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এ বছর পার্লামেন্ট সদস্যদের অনাস্থা ভোটে জয় লাভ করে বিরস জনসন যখন গা ঝাড়া দিয়ে আবার কাজ শুরু করার কথা বলছিলো তখন এমন ভাবে একে একে গুরুত্বপূর্ন মানুষেদর পদত্যাগের চাপ পরতে পারে বরিস জনসননের উপর।

এখন প্রশ্ন উঠেছে এমন টালমাটাল ব্রিটিশ রাজনীতিতে যদি হাওয়া বদল ঘটে প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করতে বাধ্য হন অথবা তাকে ক্ষমতাচ্যুত করা হয়, তাহলে কে হবেন তার স্থলাভিষিক্ত? এ বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বেশ কয়েকজন সম্ভাব্য নেতার নাম তুলে ধরেছে।

এই তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছে সাবেক ফরেন সেক্রেটারি জেরিমি হান্ট, সাবেক স্বাস্থ্য সেক্রেটারি সাজিদ জাভিদ, পেনি মডার্ন্ট ব্রিটেনের প্রথম নারী প্রতিরক্ষা সেক্রেটারী, সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক, পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান টম টুগেনহ্যান্ট, ফরেন সেক্রেটারী লিজ ট্রুস, নতুন চ্যাঞ্ছেলর নাদিম যাওয়াই। তবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন সব থেকে বেশি এগিয়ে রয়েছে সাজিদ জাভিদ, ঋষি সুনাক ও জেরিমি হান্ট।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিস জনসন আগে কখনো এত বড় সংকটের মুখে পড়েননি। এই সংকট কাটিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন কি না সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, যৌন অসদাচরণের অভিযোগে অভিযুক্ত এমপি ক্রিস পিঞ্চারকে সরকারে নিয়োগ দেওয়ার বিষয়ে বরিস জনসন দুঃখপ্রকাশ করার পরপরই পদত্যাগের ঘোষণা দেন দেশটির অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী স্বীকার করেন, সরকারি পদে অযোগ্য একজনকে নিয়োগ দিয়ে তিনি ভুল করেছেন।

পিঞ্চারের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ ওঠার পর গত সপ্তাহে কনজারভেটিভ পার্টি থেকে তার এমপি পদ বাতিল করা হয়।

The post জনসন ক্ষমতাচ্যুত হলে কে হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী? first appeared on UK BANGLA.

The post জনসন ক্ষমতাচ্যুত হলে কে হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী? appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/07/%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9/feed/ 0
দ্বিতীয়বার কিয়েভ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন https://ukbangla.live/2022/06/18/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ad-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2580%25e0%25a7%259f%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587%25e0%25a6%25ad-%25e0%25a6%25b8%25e0%25a6%25ab%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a7%258d https://ukbangla.live/2022/06/18/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ad-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d/#respond Sat, 18 Jun 2022 05:23:39 +0000 https://ukbangla.live/?p=11218 ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার কিয়েভ সফর করেন। গত দু’মাসের মধ্যে কিয়েভে এটি তার দ্বিতীয় সফর। এ সময়ে জনসন কিয়েভকে সামরিক প্রশিক্ষণ কর্মসূচির বিষয়ে সহযোগিতার প্রস্তাব করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রিটেনের দৃঢ় সমর্থনের প্রশংসা করেন। প্রেসিডেন্ট প্রাসাদে বরিস জনসনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের ভিডিও প্রকাশ করে টেলিগ্রামে জেলেনস্কি লেখেন, অনেক দিনের এই যুদ্ধ প্রমাণ করেছে […]

The post দ্বিতীয়বার কিয়েভ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন first appeared on UK BANGLA.

The post দ্বিতীয়বার কিয়েভ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন appeared first on UK BANGLA.

]]>
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার কিয়েভ সফর করেন। গত দু’মাসের মধ্যে কিয়েভে এটি তার দ্বিতীয় সফর।

এ সময়ে জনসন কিয়েভকে সামরিক প্রশিক্ষণ কর্মসূচির বিষয়ে সহযোগিতার প্রস্তাব করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রিটেনের দৃঢ় সমর্থনের প্রশংসা করেন।

প্রেসিডেন্ট প্রাসাদে বরিস জনসনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের ভিডিও প্রকাশ করে টেলিগ্রামে জেলেনস্কি লেখেন, অনেক দিনের এই যুদ্ধ প্রমাণ করেছে ইউক্রেনের প্রতি ব্রিটেনের সমর্থন কতোটা দৃঢ় ও অটল। আমাদের দেশের মহান বন্ধু বরিস জনসনকে আবারো কিয়েভে দেখে আমরা আনন্দিত।

এদিকে বরিস জনসন তার অফিসিয়াল টুইটার একাউন্টে লেখেন, মি. প্রেসিডেন্ট ভলোদিমির, কিয়েভে আবারো আসতে পেরে আমার ভালো লাগছে।

এদিকে জনসনের এ সফরের একদিন আগে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে ক্ষমতাশালী তিন রাষ্ট্রপ্রধান কিয়েভ সফর করেন। এরা হলেন ফরাসী প্রেসিডেণ্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

জনসনের ডাউনিং স্ট্রিটের কার্যালয় থেকে শুক্রবার বলা হয়েছে, ব্রিটেন প্রতি ১২০দিনে ইউক্রেনের ১০ হাজার নতুন ও বর্তমান সৈন্যকে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত।

লন্ডন দাবি করছে, এ প্রশিক্ষণের মাধ্যমে যুদ্ধের মৌলিক সমিকরণ পাল্টে যাবে।

The post দ্বিতীয়বার কিয়েভ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন first appeared on UK BANGLA.

The post দ্বিতীয়বার কিয়েভ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/18/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ad-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d/feed/ 0
ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে হাউজকিপারের ঝগড়া https://ukbangla.live/2022/06/02/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25b6-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ae%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2580%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8 https://ukbangla.live/2022/06/02/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8/#respond Thu, 02 Jun 2022 05:45:46 +0000 https://ukbangla.live/?p=10370 ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের হেড হাউজকিপার পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর স্ত্রী ক্যারির সাথে ঝগড়ার জেরে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। শার্লট ভাইন নামের এই হাউজকিপার দীর্ঘদিন তার কাজে বহাল ছিলেন। এদিকে এ ঘটনাটি প্রকাশ পাওয়ার পরেই বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। বলা হচ্ছে বরিসের স্ত্রী এবার ঘর বাড়ি যারা পরিস্কার পরিচ্ছন্ন করেন তাদের সাথেই […]

The post ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে হাউজকিপারের ঝগড়া first appeared on UK BANGLA.

The post ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে হাউজকিপারের ঝগড়া appeared first on UK BANGLA.

]]>
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের হেড হাউজকিপার পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর স্ত্রী ক্যারির সাথে ঝগড়ার জেরে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। শার্লট ভাইন নামের এই হাউজকিপার দীর্ঘদিন তার কাজে বহাল ছিলেন।

এদিকে এ ঘটনাটি প্রকাশ পাওয়ার পরেই বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। বলা হচ্ছে বরিসের স্ত্রী এবার ঘর বাড়ি যারা পরিস্কার পরিচ্ছন্ন করেন তাদের সাথেই কিনা ঝগড়া করলো।

নতুন ভাবে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, শার্লট ভাইন ২০২০ সালে চেকার্সে পদত্যাগ করেছিলেন জনসন ডাউনিং স্ট্রিটে প্রবেশের মাত্র ছয় মাসের মধ্যে।

এদিকে তিনি একটি অ-প্রকাশ চুক্তি স্বাক্ষর করার পরে একটি পেঅফ পেয়েছেন বলে জানা গেছে। বিষয়টি জানাজানির পর এমিলি শেফিল্ড, ডেভিড ক্যামেরনের স্ত্রীর বোন এই ঘটনা জানার পর সেই হাউজকিপারকে সমর্থন করার জন্য এগিয়ে এসেছেন।

এক টুইট বার্তায় তিনি বলেন, শার্লট ভাইনকে নিয়ে কথা বলতে তার কোনো সমস্যা নেই। তার পক্ষে কথা বলার জন্য ১০ নম্বর প্রেস অফিসের কেউ নেই। তাই তিনি তার পাশে থাকতে চায়।

জানা গেছে, মহামারি চলাকালীন লকডাউন-প্রবণ পার্টির সময় ডাউনিং স্ট্রিটে নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা কর্মীদের সাথে আচরণ নিয়ে বিরোধের পরে বরিসের স্ত্রীর সাথে কথা-কাটাকাটি হয় এই হাউজকিপারের। শীর্ষ বেসামরিক কর্মচারী স্যু গ্রে তার পার্টিগেট রিপোর্টে কর্মীদের সাথে অপব্যবহারের জন্যও কর্তাদের সমালোচনা করেছেন।

এদিকে একটি সূত্র জানায়, স্ত্রীর এমন কর্মকান্ডের পর ১০ ডাউনিংস্ট্রিটের পরিচ্ছন্নতা কর্মীদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছিলেন বরিস জনসন।

বিষয়টি নিয়ে একজন সরকারি মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানায়, চেকার্স একটি স্বাধীন ট্রাস্ট দ্বারা পরিচালিত কম্পানীর মাধ্যমে পরিছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়েছিলো। তাই এভাবে চাকরি হারানো কর্মীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

The post ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে হাউজকিপারের ঝগড়া first appeared on UK BANGLA.

The post ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে হাউজকিপারের ঝগড়া appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/02/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8/feed/ 0
আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী https://ukbangla.live/2022/04/18/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a7%2580-%25e0%25a6%25b8%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25b9%25e0%25a7%2587-%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a4-%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%259a%25e0%25a7%258d%25e0%25a6%259b https://ukbangla.live/2022/04/18/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/#respond Mon, 18 Apr 2022 06:01:43 +0000 https://ukbangla.live/?p=7588 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে আগামী ২১ ও ২২ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ভারতের নিরপেক্ষ অবস্থান নেয়ার বিষয়েও কথা বলবেন তারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম ভারত সফরে যাচ্ছেন জনসন। রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। এক বিবৃতিতে বরিস জনসন বলেন, […]

The post আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী first appeared on UK BANGLA.

The post আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে আগামী ২১ ও ২২ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ভারতের নিরপেক্ষ অবস্থান নেয়ার বিষয়েও কথা বলবেন তারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম ভারত সফরে যাচ্ছেন জনসন। রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এক বিবৃতিতে বরিস জনসন বলেন, যেহেতু আমাদের শান্তি ও সমৃদ্ধি পথে স্বৈরতান্ত্রিক দেশগুলোর হুমকির মুখোমুখি হচ্ছি, সেহেতু গণতন্ত্র ও বন্ধুদের একসঙ্গে থাকা খুব গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, একটি প্রধান অর্থনৈতিক শক্তি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে এই অনিশ্চিত সময়ে যুক্তরাজ্যের জন্য ভারত অত্যন্ত মূল্যবান একটি কৌশলগত অংশীদার।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, ২২ এপ্রিল দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মিলিত হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বৈঠকে কৌশলগত প্রতিরক্ষা, কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে ব্যাপকভিত্তিক আলোচনা করবেন দুই নেতা। দুই দেশের অংশীদারিত্বকে আরও জোরদার করা এবং নিরাপত্তা সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিতে কথা বলবেন তারা।

আসন্ন ভারত সফরে ২১ এপ্রিল মোদির নিজ রাজ্য গুজরাটের প্রধান শহর আহমেদাবাদ পরিদর্শন করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

আগামী সপ্তাহের বৈঠকে দুই দেশের জনগণের জন্য সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তারা বলেও জানানো হয়। এছাড়াও কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে শুরু করে জ্বালানি নিরাপত্তা ও প্রতিরক্ষা পর্যন্ত বিভিন্ন বিষয় উঠে আসবে তাদের আলোচনায়।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিষয়ে ব্রিটেন ও ভারতের দৃষ্টিভঙ্গি আলাদা। ইউক্রেনে রুশ আগ্রাসনের জবাবে লন্ডন মস্কোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং প্রতিরোধে কিয়েভে অস্ত্র সরবরাহ করেছে। অন্যদিকে প্রকাশ্যে ক্রেমলিনের নিন্দা জানানো বা মস্কোর আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ভোট দেয়া থেকে বিরত থাকে মোদির সরকার।

ভারত জানায়, রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব দীর্ঘদিনের। ভারতের পররাষ্ট্র নীতিতে রাশিয়া একটি অপরিহার্য স্তম্ভ এবং জাতীয় নিরাপত্তার জন্য রাশিয়ার ওপর কৌশলগতভাবে নির্ভর করে দেশটি।

The post আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী first appeared on UK BANGLA.

The post আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/18/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/feed/ 0