ব্রিটিশ রানি - UK BANGLA News Site Sat, 10 Sep 2022 05:12:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ব্রিটিশ রানি - UK BANGLA 32 32 কোন দেশে কীভাবে শ্রদ্ধা রানিকে https://ukbangla.live/2022/09/10/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a7%258b%25e0%25a6%25a8-%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a7%2580%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587-%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a6%25be-%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/09/10/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%b0/#respond Sat, 10 Sep 2022 05:12:20 +0000 https://ukbangla.live/?p=15467 ইউরোপের এক দীর্ঘ ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশ রাজপরিবার। সেই ইতিহাসের অংশ ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথও। তার মৃত্যুতে যুক্তরাজ্যের সাম্রাজ্যবাদী ইতিহাসের কারণে অনেকেই ব্রিটিশ রানিকে শ্রদ্ধা জানাতে অপারগতা জানালেও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ অনেক মানুষও ব্রিটিশ রানির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ব্রিটিশ রানির মৃত্যুতে শোকাহত অস্ট্রেলীয়রা। রানিকে শ্রদ্ধা জানাতে সিডনির বিখ্যাত অপেরা হাউসের দেয়ালে রানির ছবি […]

The post কোন দেশে কীভাবে শ্রদ্ধা রানিকে first appeared on UK BANGLA.

The post কোন দেশে কীভাবে শ্রদ্ধা রানিকে appeared first on UK BANGLA.

]]>
ইউরোপের এক দীর্ঘ ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশ রাজপরিবার। সেই ইতিহাসের অংশ ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথও। তার মৃত্যুতে যুক্তরাজ্যের সাম্রাজ্যবাদী ইতিহাসের কারণে অনেকেই ব্রিটিশ রানিকে শ্রদ্ধা জানাতে অপারগতা জানালেও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ অনেক মানুষও ব্রিটিশ রানির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

ব্রিটিশ রানির মৃত্যুতে শোকাহত অস্ট্রেলীয়রা। রানিকে শ্রদ্ধা জানাতে সিডনির বিখ্যাত অপেরা হাউসের দেয়ালে রানির ছবি প্রদর্শন করা হয়। ক্যানবেরায় পার্লামেন্ট হাউসে সাধারণ অস্ট্রেলীয়দের জন্য রানিকে শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়েছে।

দেশটির পার্লামেন্টের সামনে রানির মৃত্যুতে শোক জানাতে পতাকা অর্ধনমিত রাখা হয়।

আমেরিকার নাগরিকরাও ব্রিটিশ রানির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। সেখানকার ব্রিটিশ পাবগুলোতে রানিকে শ্রদ্ধা জানিয়ে তার ছবি রাখা হয়েছে এবং মোমবাতি ও ফুল দিয়ে ছবির স্থানটি সাজিয়ে রাখা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে আমেরিকানরা।

এমনকি দেশটির খেলাধুলা সংক্রান্ত দলগুলোও খেলা শুরুর আগে রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করছেন। শোক জানাতে হোয়াইট হাউসে জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হয়েছে।

রানির মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল। দেশটির রাজধানী রিও ডি জেনিরিওর বিখ্যাত খ্রিষ্টমূর্তিকে ইউনিয়ন জ্যাকের (ইংল্যান্ডের জাতীয় পতাকা) রঙে আলোকিত করা হয়েছে।

সাউথ আফ্রিকার কেপটাউনের সিটি হলকেও ইউনিয়ন জ্যাকের আলোয় আলোকিত করা হয়েছে। রানির মৃত্যুতে শোক জানাতে প্যারিসের আইফেল টাওয়ারের বাতি নেভানো হয়।

কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো রানির মৃত্যুতে শোক জানিয়েছেন। দেশটির বিলবোর্ড ও ভবনগুলোতে শোভা পাচ্ছে রানির ছবি।

The post কোন দেশে কীভাবে শ্রদ্ধা রানিকে first appeared on UK BANGLA.

The post কোন দেশে কীভাবে শ্রদ্ধা রানিকে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/10/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%b0/feed/ 0
খুন করলেও কি আইনের ঊর্ধ্বে ব্রিটিশ রানি https://ukbangla.live/2022/08/26/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8a%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2596%25e0%25a7%2581%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%2593-%25e0%25a6%2595%25e0%25a6%25bf-%25e0%25a6%2586%25e0%25a6%2587%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%258a%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%258d%25e0%25a6%25ac https://ukbangla.live/2022/08/26/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8a%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac/#respond Fri, 26 Aug 2022 05:35:03 +0000 https://ukbangla.live/?p=14722 যুক্তরাজ্য চালায় নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। এরপরও রাজপরিবার এখনও বহাল তবিয়তেই রয়েছে দেশটিতে। এখনও রানির নিরাপত্তার জন্য রয়েছে কুইন্স গার্ড। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধানও রানি দ্বিতীয় এলিজাবেথ। তার নামেই যুক্তরাজ্যে জারি হয় রাষ্ট্রীয় আদেশ। যুক্তরাজ্যে আইনের দৃষ্টিতে রানির অবস্থান সব কিছুর ঊর্ধ্বে। এ ক্ষেত্রে তিনি অবাধ স্বাধীনতা ভোগ করেন। তাকে দেওয়ানি ও ফৌজদারি তদন্তের অধীনে […]

The post খুন করলেও কি আইনের ঊর্ধ্বে ব্রিটিশ রানি first appeared on UK BANGLA.

The post খুন করলেও কি আইনের ঊর্ধ্বে ব্রিটিশ রানি appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাজ্য চালায় নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। এরপরও রাজপরিবার এখনও বহাল তবিয়তেই রয়েছে দেশটিতে। এখনও রানির নিরাপত্তার জন্য রয়েছে কুইন্স গার্ড। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধানও রানি দ্বিতীয় এলিজাবেথ। তার নামেই যুক্তরাজ্যে জারি হয় রাষ্ট্রীয় আদেশ।

যুক্তরাজ্যে আইনের দৃষ্টিতে রানির অবস্থান সব কিছুর ঊর্ধ্বে। এ ক্ষেত্রে তিনি অবাধ স্বাধীনতা ভোগ করেন। তাকে দেওয়ানি ও ফৌজদারি তদন্তের অধীনে বিচার করা যাবে না, এমনকি কোনো অপরাধেই তাকে আটক করা যাবে না।

গাড়ি চালানোর ক্ষেত্রেও রানির কোনো ড্রাইভিং লাইসেন্স লাগে না। বাধা লাগে না সিটবেল্ট। ট্রাফিকের গতিসীমাও তাকে মানতে হবে না। যদি তিনি গতিসীমা লঙ্ঘনও করেন, পুলিশের কিছুই করার নেই। কারণ তার বিরুদ্ধে নেয়া যাবে না কোনো আইনানুগ পদক্ষেপ।

দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রেও ব্রিটিশ রানি এলিজাবেথের কোনো পাসপোর্টের প্রয়োজন হয় না। কারণ যুক্তরাজ্যে তার নামেই ইস্যু হয় পাসপোর্ট। তাই তার কোনো পাসপোর্টের প্রয়োজন নেই। রানিকে কোনো ধরনের ট্যাক্স পরিশোধ করতে হয় না, এমনকি রাজপরিবারের কোনো আয়েও ট্যাক্স দিতে হয় না। তবে রানি অফিশিয়াল কাজে ব্যবহার হয় না এমন সম্পদের ক্ষেত্রে তিনি নিজ ইচ্ছায় ট্যাক্স দেন। যদিও তা দিতে তিনি বাধ্য নন। কিন্তু যদি তিনি খুনের মতো অপরাধ করেন, তাহলে কী হবে?

ব্রিটিশ হেরিটেজ ট্রাভেল একটি প্রতিবেদন করেছে, যার শিরোনাম ছিল, ‘কী হবে যদি রানি কাউকে খুন করেন?’

যেকোনো খুনের বিষয়ে তদন্তের দায়িত্ব নেন একজন পুলিশ সদস্য। যুক্তরাজ্যে একজন কনস্টেবল হিসেবে দায়িত্ব নিতে গেলে রানির আনুগত্য ও সেবার শপথ নিতে হয়।

এমনকি আদালতের রায় পাঠ করা হয় রানির পক্ষ থেকে।

রানি আইন মানতে বাধ্য নন, কারণ তিনিই আইন। এমন পরিস্থিতিতে কোনো পুলিশের সাধ্য নেই তাকে জিজ্ঞাসাবাদ করা। তিনি শুধু পুলিশকে বলবেন, এখান থেকে চলে যাও। পুলিশকে চলে যেতে হবে। কোনো কোর্টের মুখোমুখিও তাকে হতে হবে না।

তবে পার্লামেন্ট একটি উদ্যোগ নিতে পারবে, একজন খুনি রানিকে রাজক্ষমতা থেকে অপসারণের জন্য বিল উত্থাপনের মাধ্যমে। তবে এখানেও সমস্যা রয়েছে, কারণ সেই বিল কার্যকর হতেও রানির অনুমোদন লাগবে।

এখন কথা হচ্ছে, রাজপরিবারের সবার ক্ষেত্রেই কী এমনটা প্রযোজ্য। এর উত্তর হল ‘না।’, তবে অবশ্য রানি চাইলে ভিন্ন কথা। কারণ রানির কথাই যুক্তরাজ্যে আইন।

সৌভাগ্যবশত যুক্তরাজ্যের মানুষের সেবার দিকেই রানির মনোযোগ। এমন কোনো অপরাধের ক্ষেত্রে তার সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, যদিও আইন মানতে বাধ্য নন রানি। এর পরও তার সব কার্যক্রম যাতে আইনের মধ্যে থাকে, তা নিশ্চিত করতে তিনি সতর্ক থাকেন।

The post খুন করলেও কি আইনের ঊর্ধ্বে ব্রিটিশ রানি first appeared on UK BANGLA.

The post খুন করলেও কি আইনের ঊর্ধ্বে ব্রিটিশ রানি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/26/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8a%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac/feed/ 0
রানি সুস্থ, যোগ দিয়েছেন ভার্চুয়াল অনুষ্ঠানে https://ukbangla.live/2022/03/02/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%af%e0%a7%87%e0%a6%be%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ad/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf-%25e0%25a6%25b8%25e0%25a7%2581%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a5-%25e0%25a6%25af%25e0%25a7%2587%25e0%25a6%25be%25e0%25a6%2597-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587%25e0%25a6%259b%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25ad https://ukbangla.live/2022/03/02/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%af%e0%a7%87%e0%a6%be%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ad/#respond Wed, 02 Mar 2022 05:09:59 +0000 https://ukbangla.live/?p=3724 করোনায় আক্রান্ত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। এরই মধ্যে তিনি রাজকীয় কাজও করতে শুরু করেছেন। দুইটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এই তথ্য জানানো হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি ৯৫ বছর বয়সী রানি এলিজাবেথের করোনা পরীক্ষায় পজিটিভ আসে। তার শরীরে হালকা ঠান্ডা লাগার মতো […]

The post রানি সুস্থ, যোগ দিয়েছেন ভার্চুয়াল অনুষ্ঠানে first appeared on UK BANGLA.

The post রানি সুস্থ, যোগ দিয়েছেন ভার্চুয়াল অনুষ্ঠানে appeared first on UK BANGLA.

]]>
করোনায় আক্রান্ত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। এরই মধ্যে তিনি রাজকীয় কাজও করতে শুরু করেছেন। দুইটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি ৯৫ বছর বয়সী রানি এলিজাবেথের করোনা পরীক্ষায় পজিটিভ আসে। তার শরীরে হালকা ঠান্ডা লাগার মতো মৃদু উপসর্গ ছিল। এ কারণে তিনি বেশ কয়েকটি ভার্চুয়াল অনুষ্ঠান বাতিল করেন। যে কারণে তার শারীরিক অবস্থা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে।

মঙ্গলবার খবরে বলা হয়েছে, অনুষ্ঠানে যোগ দেওয়ার মতো সুস্থ আছেন রানি এলিজাবেথ।

প্রসাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রানি কিছু ব্যক্তিগত অনুষ্ঠানেও যোগ দেবেন।

The post রানি সুস্থ, যোগ দিয়েছেন ভার্চুয়াল অনুষ্ঠানে first appeared on UK BANGLA.

The post রানি সুস্থ, যোগ দিয়েছেন ভার্চুয়াল অনুষ্ঠানে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/02/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%af%e0%a7%87%e0%a6%be%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ad/feed/ 0