Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পুত্রবধূ ধর্ষণ মামলায় শ্বশুরের যাবজ্জীবন

ডেস্ক সংবাদ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর রেজাউল মিয়াকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১ জুলাই) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি রেজাউল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়।

আদালতের নথি সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামী প্রবাসে থাকায় তিনি তাঁর দুই সন্তান নিয়ে স্বামীর বাড়ি থাকতেন। এই সুযোগে শ্বশুর রেজাউল মিয়া তাকে নানাভাবে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় ২০২১ সালের ৪ সেপ্টেম্বর পুত্রবধূর ঘরে ঢুকে তার সন্তানের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এভাবে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। এরপর আদালতে মামলা করেন তিনি। শুনানি ও সাক্ষী শেষে আজ বিচারক এ রায় ঘোষণা করলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) স্বপন পাল জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় রেজাউল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালতের বিচারক। আমরা সরকারপক্ষ এই রায়ে খুশি।

Print
Email

সম্পর্কিত খবর

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা আজ দ্বিতীয়
বায়ুদূষণের শীর্ষে মেগাসিটি ঢাকা
আ.লীগনেতা হত্যা মামলায় আরও ৪ আসামি গ্রেপ্তার
মাদক মামলায় খালাস পেলেন আজিজ মোহাম্মদ ভাই
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে মেয়র আতিক
পুত্রবধূ ধর্ষণ মামলায় শ্বশুরের যাবজ্জীবন
বাকশাল থেকে আ.লীগকে মুক্তি দিয়েছিলেন জিয়াউর রহমান : মির্জা আব্বাস
এক্সপ্রেসওয়ে নির্মাণে দেশীয় ও বৈদেশিক অর্থায়ন প্রয়োজন : সচিব