ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড থেকে ‘রাজমহল পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস চুরির অভিযোগ উঠেছে। একই সঙ্গে বাসটির হেলপার রাজু নিখোঁজ রয়েছেন। ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাস মালিক।
সোমবার (১৪ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটে। বাসটি আগের রাতে রাজবাড়ী থেকে এসে টার্মিনালে পার্ক করা হয়। এরপর চালক ননী বাসেই রাত কাটানোর জন্য হেলপার রাজুকে রেখে নিজ বাড়িতে ফিরে যান।
পরদিন সকালে চালক টার্মিনালে এসে দেখতে পান, বাসটি (নম্বর: ঢাকা মেট্রো-ব-১৩-১৫০৬) আর নেই। সেই সঙ্গে নিখোঁজ হেলপার রাজুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।
বাস মালিক আবুল কালাম আজাদ বলেন, “চালক ননী আমাকে ফোন করে জানায়, বাস নেই। আমি দ্রুত টার্মিনালে গিয়ে বিষয়টি নিশ্চিত হই। এরপর রাজুর খোঁজে বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাইনি। কেউ যদি বাস বা রাজুর খোঁজ দিতে পারেন, তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।”
বাস মালিক গ্রুপের সহ-সভাপতি আনিচুর রহমান জানান, বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে এবং এটি পরিকল্পিত চুরিও হতে পারে।
ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “বাস ও হেলপার নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। বাস এবং হেলপার উভয়কে খুঁজে বের করার চেষ্টা চলছে।”