বিশ্বনাথে একদিনে স্বামী-স্ত্রীর মৃত্যুও ঘটনা ঘটেছে। মরহুম হাজী জমসিদ আলী (১০৫) এবং তার স্ত্রী হাওয়ারুন নেছা (৮০)-এর মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার সকালে পৌর শহরের ইলামেরগাঁও (আটঘর) গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে হাওয়ারুন নেছা মৃত্যু বরণ করেন। তার জানাযার নামাজের সময় ১১টায় নির্ধারণ করা হয়, কিন্তু ঠিক তার আগে ঘটে এক অনাকাঙ্খিত ঘটনা।
জানাযার নামাজের আগে, হাজী জমসিদ আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসার পর বাড়িতে ফিরে আসেন। স্ত্রীর জানাযা নামাজের ঠিক ১০-১৫ মিনিট আগে হাজী জমসিদ আলীও মৃত্যুবরণ করেন।
এদিকে, হাওয়ারুন নেছার জানাযার নামাজ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হলেও, হাজী জমসিদ আলীর জানাযা নামাজ রোববার বাদ আসর অনুষ্ঠিত হয়।
মরহুম দম্পতির পুত্র আব্দুল আজিজ জানান, ‘আম্মার মৃত্যু ঘটনার পর, আব্বা এক ঘণ্টার মধ্যে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা শেষে বাড়িতে ফিরে, আম্মার জানাযা নামাজের কিছুক্ষণ আগে আব্বাও মারা যান। এক সাথে আমাদের বাবা-মায়ের মৃত্যুর ঘটনা আমাদের কাছে অত্যন্ত কষ্টদায়ক।’
মরহুম দম্পতির রেখে যাওয়া সন্তানরা ৬ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজনের মধ্যে শোকের মাতম চলছে।