ফুটবলারদের জন্য চোট একটি সাধারণ ব্যাপার, যা প্রায়ই তাদের ক্যারিয়ারের অংশ হয়ে দাঁড়ায়। খেলতে গিয়ে তারা বিভিন্ন ধরনের চোটে পড়েন, বিশেষ করে বল দখলের সময় বা প্রতিপক্ষের আঘাতে। এসব চোটের মধ্যে কিছু কিছু হয় খুবই গুরুতর। গত ১ আগস্ট এমন একটি চোটে পড়েছিলেন আর্জেন্টিনার ফুটবলার লুসিয়ানো সানচেজ। ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলোর ট্যাকেলের কারণে সানচেজের পা গুরুতরভাবে ভেঙে যায়। এই দৃশ্য দেখে মার্সেলো নিজেও কাঁদতে শুরু করেন।
রেফারি তৎক্ষণাৎ মার্সেলোকের লাল কার্ড দেখান। তবে ম্যাচ পরবর্তী তদন্তের পর মার্সেলোকে বড় শাস্তি দেওয়া হয়। তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা এবং ছয় হাজার ডলার জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১০ আগস্ট) দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন এ শাস্তির ঘোষণা দেয়। ইএসপিএনের খবর অনুযায়ী, এই শাস্তি কোপা লিবার্তেদোরেসের একটি ম্যাচে সানচেজকে আঘাত করার জন্য মার্সেলোকে দেওয়া হয়েছে।
ইএসপিএনের আরও এক প্রতিবেদনে জানানো হয়, এই ঘটনা ঘটেছিল কোপা লিবার্তেদোরেসের শেষ ষোলোর ম্যাচে, যেখানে ব্রাজিলের ফ্লুমিনেন্স ক্লাব এবং আর্জেন্টিনার আর্জেন্টিনোস জুনিয়র্সের ম্যাচে মার্সেলো সানচেজকে ট্যাকেল করেন। ৫৫ মিনিটে বল নিয়ে এগোতে গিয়ে মার্সেলো সানচেজের পা ভেঙে ফেলেন। পরে সতীর্থরা সানচেজকে ঘিরে ধরলে, মার্সেলো এগিয়ে গিয়ে তার অবস্থার খোঁজ নেন। সানচেজের অবস্থার দিকে দেখে মার্সেলো দুঃখপ্রকাশ করেন এবং টুইট করে সমবেদনা জানান। কিন্তু নিয়ম অনুযায়ী তাকে শাস্তির সম্মুখীন হতে হয়।