Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শিরোনাম:

লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে বার্মিংহামে সাত্তার-মোসলেহ-সালেহ পরিষদের নির্বাচনী সভা

ডেস্ক সংবাদ

লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনী সভা বর্মিংহামে

আগামী ৩০ জানুয়ারি রোববার লন্ডনে অনুষ্ঠিতব্য লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে প্রার্থী সমর্থকরা লন্ডনের বাইরেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে ২৩ জানুয়ারি বর্মিংহামে সাত্তার-মোসলেহ-সালেহ পরিষদের একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বর্মিংহাম বাংলা প্রেসক্লাবের উদ্যোগে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সাত্তার-মোসলেহ-সালেহ পরিষদের প্রার্থীদের যোগ্যতা এবং তাদের গ্রহণযোগ্যতার কথা তুলে ধরে ৩০ জানুয়ারি নির্বাচনে তাদের বিজয়ী করার আহ্বান জানান। সভাটি সভাপতিত্ব করেন চ্যানেল আই বাংলাদেশের যুক্তরাজ্য প্রতিনিধি আব্দুল আহাদ সুমন, এবং পরিচালনা করেন এটিএন বাংলা ইউকের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলা কাগজের ষ্টাফ রিপোর্টার হাফিজ আহমেদ ক্বাবির।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুম। সভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন যুগ্ম সম্পাদক পদপ্রার্থী সায়েম চৌধুরী।

গণমাধ্যম কর্মী এবং কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোস্তফা চৌধুরী যুবরাজ, বাংলা কাগজের সেক্রেটারী খসরু খান, ফাইনেন্স ডাইরেক্টর আলহাজ আব্দুল কাদির আবুল, সাপ্তাহিক জনমতের পরিচালক আমিরুল চৌধুরী, কোষাধ্যক্ষ প্রার্থী সালেহ আহমেদ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া প্রার্থীদের মধ্যে নির্বাহী সদস্য প্রার্থী কলামিষ্ট শেবুল চৌধুরী, সহ-সভাপতি প্রার্থী আনিসুর রহমান আনিস, সহকারী কোষাধ্যক্ষ প্রার্থী আব্দুল কাইযুম, সাংগঠনিক সম্পাদক প্রার্থী ইমরান আহমেদ, গণমাধ্যম ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী আব্দুল হান্নান এবং অন্যান্য প্রার্থীরা তাদের উদ্দেশ্য তুলে ধরেন।

এ ছাড়া কমিউনিটি নেতৃবৃন্দও তাদের বক্তব্য রাখেন, যার মধ্যে ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক জুম্মাহ আহমেদ লিটু, বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালিক, জাতীয় পার্টির সভাপতি আলহাজ ফয়জুর রহমান চৌধুরী এমবিই, এবং আরো অনেক নেতৃবৃন্দ।

এছাড়া উল্লেখযোগ্য যে, লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনে সাত্তার-মোসলেহ-সালেহ প্যানেলের পাশাপাশি এমাদ-তাইসীর-মুরাদ নামক অন্য একটি প্যানেল ও তিনজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনী সভা বর্মিংহামে

আগামী ৩০ জানুয়ারি রোববার লন্ডনে অনুষ্ঠিতব্য লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে প্রার্থী সমর্থকরা লন্ডনের বাইরেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে ২৩ জানুয়ারি বর্মিংহামে সাত্তার-মোসলেহ-সালেহ পরিষদের একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বর্মিংহাম বাংলা প্রেসক্লাবের উদ্যোগে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সাত্তার-মোসলেহ-সালেহ পরিষদের প্রার্থীদের যোগ্যতা এবং তাদের গ্রহণযোগ্যতার কথা তুলে ধরে ৩০ জানুয়ারি নির্বাচনে তাদের বিজয়ী করার আহ্বান জানান। সভাটি সভাপতিত্ব করেন চ্যানেল আই বাংলাদেশের যুক্তরাজ্য প্রতিনিধি আব্দুল আহাদ সুমন, এবং পরিচালনা করেন এটিএন বাংলা ইউকের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলা কাগজের ষ্টাফ রিপোর্টার হাফিজ আহমেদ ক্বাবির।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুম। সভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন যুগ্ম সম্পাদক পদপ্রার্থী সায়েম চৌধুরী।

গণমাধ্যম কর্মী এবং কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোস্তফা চৌধুরী যুবরাজ, বাংলা কাগজের সেক্রেটারী খসরু খান, ফাইনেন্স ডাইরেক্টর আলহাজ আব্দুল কাদির আবুল, সাপ্তাহিক জনমতের পরিচালক আমিরুল চৌধুরী, কোষাধ্যক্ষ প্রার্থী সালেহ আহমেদ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া প্রার্থীদের মধ্যে নির্বাহী সদস্য প্রার্থী কলামিষ্ট শেবুল চৌধুরী, সহ-সভাপতি প্রার্থী আনিসুর রহমান আনিস, সহকারী কোষাধ্যক্ষ প্রার্থী আব্দুল কাইযুম, সাংগঠনিক সম্পাদক প্রার্থী ইমরান আহমেদ, গণমাধ্যম ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী আব্দুল হান্নান এবং অন্যান্য প্রার্থীরা তাদের উদ্দেশ্য তুলে ধরেন।

এ ছাড়া কমিউনিটি নেতৃবৃন্দও তাদের বক্তব্য রাখেন, যার মধ্যে ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক জুম্মাহ আহমেদ লিটু, বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালিক, জাতীয় পার্টির সভাপতি আলহাজ ফয়জুর রহমান চৌধুরী এমবিই, এবং আরো অনেক নেতৃবৃন্দ।

এছাড়া উল্লেখযোগ্য যে, লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনে সাত্তার-মোসলেহ-সালেহ প্যানেলের পাশাপাশি এমাদ-তাইসীর-মুরাদ নামক অন্য একটি প্যানেল ও তিনজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

387453
সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ: ট্রফি উন্মোচন
সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ: ট্রফি উন্মোচন
abacacab-0deb-49e1-b05b-a2004773acd5
চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু
চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু
6dd85178932284c443fd483a17d3a0308388c554640839ae
যেভাবে বুঝবেন, আপনার ওপর কোরবানি ওয়াজিব কিনা
যেভাবে বুঝবেন, আপনার ওপর কোরবানি ওয়াজিব কিনা
34b2e87ac5fc13644bf0e789b035050fb6ef364ab0918978
হাসপাতাল থেকে শিশু চুরি, কান্নায় ভেঙে পড়েছেন মা
হাসপাতাল থেকে শিশু চুরি, কান্নায় ভেঙে পড়েছেন মা
0_windows
যুক্তরাজ্যে সতর্কতা: দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান
যুক্তরাজ্যে সতর্কতা: দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান
63f831a0-1ba1-11f0-8af9-9fa03dc00539
আবর্জনার স্তূপে ঢেকে যাচ্ছে বার্মিংহাম শহর: ধর্মঘট তুলে ধরছে আর্থসামাজিক বৈষম্য
আবর্জনার স্তূপে ঢেকে যাচ্ছে বার্মিংহাম শহর: ধর্মঘট তুলে ধরছে আর্থসামাজিক বৈষম্য

সম্পর্কিত খবর