ওল্ডহ্যামে বৃটিশ বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রদান
বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে এবং ইউকে এনআরবি সোসাইটির সহযোগিতায় ওল্ডহ্যাম ও আশপাশের বৃটিশ বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রদান করা হয়েছে।
রোববার (২১ মে) ওল্ডহ্যামের ওবিএ মিলেনিয়াম সেন্টারে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু, পাওয়ার অব অ্যাটর্নি, জন্মসনদ, এবং নথি সত্যায়নসহ বিভিন্ন সেবার মাধ্যমে কমিউনিটির সদস্যদের সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান বলেন, “বাংলাদেশ সরকারের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে এবং কমিউনিটির সমস্যাগুলো সমাধানে এ উদ্যোগ চালু থাকবে।”
ইউকে এনআরবি সোসাইটি মূলত বৃটিশ বাংলাদেশিদের দেশ-বিদেশের বিভিন্ন সমস্যা সমাধানে এবং ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশি সংস্কৃতি সম্পর্কে জানাতে কাজ করে।
সেবা নিতে আসা কমিউনিটির মানুষরা জানান, এই উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সুবিধাজনক। এখন অল্প সময়ে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারায় তারা আনন্দিত।