বগুড়ার শিবগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামে গায়ে হলুদের রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৌমিতা খাতুন (২৫) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
মৌমিতা ছিলেন কিচক ইউনিয়নের হরিপুর চলনাকাঁথী ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক গাজীউর রহমানের বড় মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার বিয়ে ঠিক হয়েছিল আগামী সোমবার (১৩ অক্টোবর)। সে অনুযায়ী আয়োজন চলছিল, ছিল গায়ে হলুদের প্রস্তুতিও। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, পরিবারের সদস্যরা সেদিন বিয়ের কেনাকাটার জন্য বগুড়া শহরে ছিলেন। সেখানেই মৌমিতা হঠাৎ স্ট্রোক করেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মানসিক চাপ অথবা শারীরিক অসুস্থতা থেকে এই দুর্ঘটনা ঘটে।
মৌমিতার অপ্রত্যাশিত মৃত্যুতে পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। বিয়ে বাড়ির আলোকসজ্জা মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। আত্মীয়স্বজন, সহপাঠী ও স্থানীয়রা সবাই এই সংবাদে হতবাক ও শোকাহত।