ভারতীয় সিনেমায় প্রায়ই দেখা যায়—বিয়ের আগমুহূর্তে ঘটে যায় আকস্মিক কোনো দুর্ঘটনা, তারপর হাসপাতালে শয্যাশায়ী নায়িকাকে বিয়ে করে নেন নায়ক। ঠিক তেমনই এক ঘটনা এবার বাস্তবে ঘটেছে ভারতের কেরালায়।
সব প্রস্তুতি শেষ, অপেক্ষা শুধু শুভক্ষণে বিয়ের মঞ্চে ওঠার। কিন্তু ঠিক সাজগোজ করতে যাওয়ার পথেই ঘটে যায় বড় দুর্ঘটনা। কুমারাকুমে বিয়ের সাজ নিতে যাওয়ার সময় নববধূর গাড়িটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়। গুরুতরভাবে আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এতে বিয়ে নিয়ে দেখা দেয় বড় অনিশ্চয়তা।
এমন পরিস্থিতিতেই সকলকে চমকে দিয়ে সিদ্ধান্ত নেন হবু বর। তিনি ঠিক করেন, বিয়ে পিছিয়ে না দিয়ে হাসপাতালে শয্যাশায়ী অবস্থাতেই বিয়ে করবেন নিজের জীবনসঙ্গিনীকে।
শুক্রবার কেরালার থাম্বলি এলাকায় নির্ধারিত বিয়েটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয় লেক সোর হাসপাতালে। চিকিৎসক, নার্স এবং দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে হাসপাতালের বেডেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। আর বাড়িতে থাকা পরিবার-স্বজনরা আয়োজন করে উদযাপন।
মানোরামা নিউজ জানায়, নববধূ সুস্থ হয়ে উঠলে পরবর্তীতে ঐতিহ্যবাহী নিয়মে আবারও আয়োজন করা হবে পূর্ণাঙ্গ বিবাহ অনুষ্ঠান।
মানুষকে আবেগাপ্লুত করা এই বাস্তব ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।