জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে নতুন চাঞ্চল্যকর দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তার বক্তব্য অনুযায়ী, সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে শিল্পীর মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
মঙ্গলবার (২৫ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ করা হয়।
হেমন্ত শর্মা জানান, প্রাথমিক তদন্তে আসাম পুলিশ নিশ্চিত হয়েছে যে ঘটনাটি খুন। ৫২ বছর বয়সী এই গায়ক ও সুরকার গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাঁতার কাটার সময় রহস্যজনকভাবে মারা যান।
মুখ্যমন্ত্রী বলেন, “একজন ব্যক্তি সরাসরি জুবিনকে হত্যা করেছে এবং আরও কয়েকজন তাকে সহায়তা করেছে। চার থেকে পাঁচজনকে এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।”
এর পরই আসাম পুলিশের সিআইডির অধীনে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়। এর আগে রাজ্যজুড়ে মোট ৬০টি মামলা দায়ের হয়েছিল। পাশাপাশি গৌহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র শৈকিয়ার নেতৃত্বে একটি একক তদন্ত কমিশনও গঠন করা হয়।
পরে গ্রেপ্তার করা হয় এনইআইএফ-এর আয়োজক শ্যামকানু মহন্ত, শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ড সদস্য জ্যোতি গোস্বামী ও অমৃত প্রভা মহন্ত, এবং জুবিনের চাচাতো ভাই স্যান্ডিপন গার্গকে। এছাড়া তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নন্দেশ্বর বরা ও প্রবীণ বৈশ্যকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে ১.১ কোটি টাকার বেশি অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তারা সবাই বর্তমানে বিচারিক হেফাজতে রয়েছেন।
এদিকে সিঙ্গাপুর পুলিশও পৃথকভাবে জুবিন গার্গের মৃত্যুর তদন্ত চালিয়ে যাচ্ছে।