বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর, সিলেটে। এর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। দুই দফা তারিখ পিছিয়ে ৩০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম।
নতুন পাঁচ মৌসুমের ছয় ফ্র্যাঞ্চাইজি
যাচাই–বাছাই শেষে আগামী পাঁচ মৌসুমের জন্য ছয় দলের মালিকানা চূড়ান্ত করেছে বিসিবি। দলগুলো হলো—
-
চট্টগ্রাম রয়্যালস – ট্রায়াঙ্গল সার্ভিস লি.
-
ঢাকা ক্যাপিটালস – চ্যাম্পিয়নস স্পোর্টস লি.
-
নোয়াখালী এক্সপ্রেস – দেশ ট্র্যাভেলস
-
রাজশাহী ওয়ারিয়র্স – নাবিল গ্রুপ
-
রংপুর রাইডার্স – টগি স্পোর্টস লি.
-
সিলেট টাইটানস – জেএম স্পোর্টস
নিলামে নতুন নিয়ম
বিদেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার খরচের সীমা বেঁধে দিয়েছে বিসিবি।
-
দলগুলো নিলামের আগে সর্বোচ্চ ২ জন বিদেশি খেলোয়াড় সরাসরি সই করাতে পারবে এবং নিলাম থেকে অন্তত ২ জন বিদেশি খেলোয়াড় নিতে হবে।
-
প্রায় ৬০০ জন নিবন্ধনকারীর মধ্য থেকে ২৫০ জন বিদেশি ক্রিকেটারকে ‘হাই ইমপ্যাক্ট’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
-
এদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—
-
A ক্যাটাগরি: ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার
-
B: ২৬ হাজার
-
C: ২০ হাজার
-
D: ১৫ হাজার
-
E: ১৫ হাজার ডলার
-
ক্যাটাগরি অনুযায়ী প্রতি ডাকে বাড়বে ৫ হাজার থেকে ১ হাজার ডলার পর্যন্ত।
দেশি খেলোয়াড়দের মূল্য নির্ধারণ করা হয়েছে—
-
A ক্যাটাগরি: ৫০ লাখ টাকা
-
B: ৩৫ লাখ
-
C: ২২ লাখ
-
D: ১৮ লাখ
-
E: ১৪ লাখ
-
F: ১১ লাখ
একটি দলের স্থানীয় খেলোয়াড় কেনার বাজেট সাড়ে ৪ কোটি টাকা। নিলামের আগে দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তির সুযোগ আছে।
নতুন ট্রফি ও থিম
এবার বদলে যাচ্ছে বিপিএলের ট্রফি ও থিম। হারিকেন আকৃতির পুরনো ট্রফির বদলে আসছে নতুন ডিজাইন।
টুর্নামেন্টের নতুন থিম—“বাংলাদেশ ইন আ ভাইব্র্যান্ট পপ আর্ট”, যেখানে ক্রিকেটের সঙ্গে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সম্মিলন তুলে ধরা হবে।
প্রোডাকশন ও সম্প্রচার
বিপিএলের প্রোডাকশনের দায়িত্ব পেয়েছে পাকিস্তানভিত্তিক ট্রান্স গ্রুপ। ক্যামেরা, ভিজ্যুয়াল এবং ধারাভাষ্যসহ সম্পূর্ণ সম্প্রচার ব্যবস্থাপনা থাকবে তাদের হাতে। সম্প্রচার ও ব্র্যান্ডিং–সংক্রান্ত স্বত্বও শিগগিরই নতুন প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হবে।
নিলাম পদ্ধতি আবার ফিরল, তবে সীমাবদ্ধতা থাকছে
আইপিএলের মতো নিলাম চালুর দাবিতে এবার পুরনো পদ্ধতি ফিরেছে। তবে অতীতে খেলোয়াড়দের উচ্চ দর তুলে পরে অর্থ পরিশোধে ব্যর্থতার ঘটনাকে বিবেচনায় নিয়ে এবার প্রতিটি ক্যাটাগরিতে দরের সীমা নির্ধারণ করেছে বিসিবি।
বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রেও ক্যাটাগরি অনুযায়ী প্রতি ডাকে দর বাড়বে নির্দিষ্ট অঙ্কে। নিলামের বাইরে বিদেশি খেলোয়াড় নিবন্ধন খোলা থাকবে, ফলে অন্য লিগের ফাঁকে স্বল্পমেয়াদি খেলোয়াড় নিয়ে আসার সুযোগ থাকবে আগের মতোই।
পুরনো বিতর্ক রয়ে গেলো
নতুন দল, নতুন ট্রফি ও সাজসজ্জায় পরিবর্তনের আভাস থাকলেও নীতিগত অসংগতি ও স্বচ্ছতার ঘাটতিসহ পুরনো বহু প্রশ্ন এখনো থেকেই গেছে। ফলে নতুন মোড়কের বিপিএল যে সব বিতর্ক ঝেড়ে ফেলতে পারবে—এমন আশা এখনো ক্ষীণ।