নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান বার্ষিক পরীক্ষার দুইটি বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরপত্র পরীক্ষা শুরুর আগেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অষ্টম শ্রেণির বিজ্ঞান এবং নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের এমসিকিউ অংশের উত্তরপত্র ছড়িয়ে পড়ে—যেখানে পরীক্ষার সময় ছিল সকাল ১০টা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেন।
একটি প্রশ্ন বাতিল, একটি বহাল
বিদ্যালয় সূত্র জানায়, ফেসবুকে ছড়িয়ে পড়া অষ্টম শ্রেণির উত্তরপত্রটির সঙ্গে মূল প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। ফলে সেটি বাতিল করে দ্রুত নতুন প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়া হয়।
তবে নবম শ্রেণির ফাঁস হওয়া উত্তরপত্রটির সঙ্গে পরীক্ষার প্রশ্নে মিল পাওয়া যায়নি বলে সেটি বাতিল করা হয়নি।
তদন্ত কমিটি গঠন
ঘটনার কারণ খুঁজে বের করতে জ্যেষ্ঠ শিক্ষক রফিকুজ্জামান ইদ্রিসীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ
স্থানীয়দের অভিযোগ—কিছু শিক্ষক প্রাইভেট পড়ানোর সুবিধা দিতে ইচ্ছাকৃতভাবে এসব উত্তরপত্র ফাঁস করে থাকতে পারেন। এতে বিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম প্রশ্নের মুখে পড়েছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রশাসনের বক্তব্য
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দায়ীদের শনাক্তে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।