গাজীপুরের শ্রীপুরে ক্লাসের বেঞ্চে বসা নিয়ে বিরোধের জেরে নবম শ্রেণির ছাত্র সিয়ামের (১৫) ছুরিকাঘাতে দশম শ্রেণির পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে বর্মী ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকায়।
কীভাবে ঘটল ঘটনা
মাদ্রাসা সূত্র জানায়, আগের দিন বুধবার বেঞ্চে বসা নিয়ে নবম শ্রেণির সিয়াম ও দশম শ্রেণির রিফাত, নাদিম, মুহিন, রিফাত ও রাশিদুলের মধ্যে বাগবিতণ্ডা হয়। শিক্ষকরা তখন উভয়পক্ষকে মিলিয়ে দেন।
কিন্তু বৃহস্পতিবার দশম শ্রেণির পরীক্ষা শেষে তারা বের হওয়ার সময় সিয়াম বাড়ি থেকে আনা ধারালো ছুরি দিয়ে পাঁচজনকে অতর্কিতে আক্রমণ করে।
আহতদের অবস্থা
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাসরিন জামান জানান, পাঁচজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের বক্তব্য
শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, ঘটনার পর অভিযুক্ত সিয়ামকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তাকে আটকের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।