আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে দলগুলো স্কোয়াড সাজাতে ব্যস্ত সময় পার করছে। এবার বড় চমক দিল নবাগত ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স। দেশি তারকা মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে নেওয়ার পর এবার তারা সরাসরি চুক্তিবদ্ধ করেছে পাকিস্তানের উদীয়মান তারকা অলরাউন্ডার সাইম আইয়ুবকে।
নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সাইমকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। জানা গেছে, পুরো টুর্নামেন্টই সিলেটের জার্সিতে খেলবেন ২৩ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার।
এর আগে সাইম বিপিএলে তিনটি দলে খেলেছেন—দুর্দান্ত ঢাকা, ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স।
জাতীয় দলের হয়ে তার টি-টোয়েন্টি ম্যাচ সংখ্যা ৫৪, যেখানে তিনি করেছেন ১,০১৬ রান, স্ট্রাইক রেট ১৩৩। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও কার্যকর তিনি—এ পর্যন্ত তার আন্তর্জাতিক উইকেট ১৯টি।
এবারের বিপিএলে দল ৬টি
এ মৌসুমে অংশ নেবে মোট ছয় দল—
-
রংপুর রাইডার্স
-
ঢাকা ক্যাপিটালস
-
সিলেট টাইটান্স
-
চট্টগ্রাম রয়্যালস
-
রাজশাহী ওয়ারিয়র্স
-
নোয়াখালী এক্সপ্রেস