গোয়াইনঘাটের বিছনাকান্দি, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পর্যটনকেন্দ্র, এখন পর্যটকশূন্য হয়ে পড়েছে। ভাঙাচোরা সড়ক, দুর্বল যাতায়াত ব্যবস্থা, পর্যটন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা এবং স্থানীয়দের অনাগ্রহের কারণে পর্যটকেরা নিয়মিত আগমন বন্ধ করে দিয়েছেন।
সড়কপথে মাত্র ২৬ কিলোমিটার হলেও ভাঙাচোরা সড়কের কারণে পৌঁছাতে দুই ঘণ্টার বেশি সময় লাগে। বিশেষ করে সালুটিকর থেকে হাদারপাড় পর্যন্ত সাত কিলোমিটার সড়ক সম্পূর্ণ বিধ্বস্ত। এর ফলে পর্যটক কমে যাওয়ায় স্থানীয় পর্যটন শিল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পর্যটকের কম আগমন শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, পাথর লুট ও চোরাচালানের মতো অপরাধও বেড়েছে। রাতের আধাঁরে পাথর কেটে নিয়ে যাওয়ার ঘটনা এবং পর্যটকদের উপর চোরাকারবারির হুমকি বেড়ে গেছে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ ট্যুরিজম উন্নয়ন বোর্ড বিছনাকান্দিসহ সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়নের মহাপরিকল্পনা ঘোষণা করলেও, বাস্তবে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি।