সিলেটে শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম ক্রেতার নাগালের বাইরে রয়েছে। বন্দরবাজার, শিবগঞ্জ, টিলাগড়, রিকাবিবাজার ও মদিনামার্কেট ঘুরে দেখা গেছে, নতুন বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি ও শালগমের দাম গত বছরের তুলনায় বেশি।
বিক্রেতারা জানিয়েছেন, উৎপাদন বাড়লেও তারা বেশি মূল্যে ক্রয় করতে বাধ্য, ফলে খুচরা বাজারে দাম চড়া রয়েছে। উদাহরণস্বরূপ, বেগুনের কেজি ১০০–১২০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৪৫–৫৫ টাকা, শিম ২০০–২২০ টাকা এবং নতুন আলু ১২০–১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সোবহানিঘাট বাজারের আড়তদার খালিক মিয়া জানান, শীতের পর্যাপ্ত সরবরাহ আরও ১০–১৫ দিনের মধ্যে শুরু হলে দাম কমতে পারে। তবে পেঁয়াজের দাম খানিকটা হ্রাস পেতে শুরু করেছে।