হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন এক তরুণী। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সোমবার (১ ডিসেম্বর) ওই তরুণী চুনারুঘাট থানায় প্রেমিকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা করেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রোববার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তরুণী প্রেমিক ইয়াছিন আরাফাত ইমনের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন এবং সোমবার দুপুর পর্যন্ত তা অব্যাহত রাখেন। এসময় তরুণীর দেওয়া সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তরুণীর অভিযোগ—দীর্ঘদিন ধরে ইমনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ইমন তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার মুরুব্বিয়ানের জানা ছিল বলেও দাবি করেন তিনি। বর্তমানে ইমন ঢাকায় আছেন বলে জানান তরুণী।
তরুণীর আরও অভিযোগ, ইমন বিয়েতে রাজি থাকলেও ইমনের পিতা আপত্তি জানায়, যে কারণে তিনি অনশনে বসেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়েদুল ইসলাম বলেন, “তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।”