বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়া আরও এগোতে শুরু করেছে। এ উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান আজ শুক্রবার ঢাকায় পৌঁছেছেন।
শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।
দলীয় সূত্র জানায়, যুক্তরাজ্য থেকে ফিরেই জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং লন্ডনে স্থানান্তরের পুরো প্রক্রিয়ায় সঙ্গে থাকার জন্যই তার এই আগমন। গত মে মাসে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছিলেন তিনি; তবে এবার তার আসাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি।
এদিকে, খালেদা জিয়ার লন্ডন যাত্রা এখনও অনিশ্চয়তায় রয়েছে। শুক্রবার সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানোর কথা থাকা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে ঢাকায় পৌঁছাতে পারেনি। এতে লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় নতুন বাধা তৈরি হয়েছে।
দলের শীর্ষ নেতাদের মতে, এয়ার অ্যাম্বুলেন্সের সমস্যা সমাধান হলেই দ্রুত খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত কার্যকর করা হবে।