ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ গত বুধবার (৩ ডিসেম্বর) লন্ডনের একটি অভিজাত হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে এবং ডিরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মেহেদীর পরিচালনায় সভার কার্যক্রম পরিচালিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ওয়াহীদ সিরাজী।
সভায় বিবিসিসিআই-এর ডিরেক্টর, লাইফ মেম্বার এবং বিভিন্ন রিজিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এজিএমে সর্বসম্মতভাবে সংবিধান সংশোধন প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি বিভিন্ন রিজিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা অ্যাওয়ার্ড এবং লাইফ মেম্বারদের সম্মাননা সনদ প্রদান করা হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্তদের তালিকা
বিবিসিসিআই লন্ডন রিজিয়ন
-
প্রেসিডেন্ট: মনির আহমেদ
-
সেক্রেটারি: তোফাজ্জল হোসেন আলম
ইস্ট অফ ইংল্যান্ড রিজিয়ন
-
প্রেসিডেন্ট: ড. শাহানুর খান
-
সেক্রেটারি: মুহাম্মদ আলী মজনু
ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়ন
-
প্রেসিডেন্ট: প্রফেসর ড. রইস আলী
-
সেক্রেটারি: মো. নেওয়াজ আলী
বিবিসিসিআই ইয়ুথ ফোরাম
-
প্রেসিডেন্ট: মো. রাসেল হোসাইন
-
সেক্রেটারি: মুস্তাক নাদিম সানি
মধ্যাহ্নভোজের পর বিকেল ৩টায় মূল কার্যক্রম শুরু হয়। ডিরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মেহেদী সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি গত বছরের সাফল্য, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খান আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব, প্রকল্পভিত্তিক ব্যয় ও আগামীর আর্থিক পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় বক্তব্য দেন বিবিসিসিআই-এর সাবেক সভাপতি ও ডিরেক্টরসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন প্রফেসর শাহগীর বখত ফারুক, বশীর আহমেদ BEM, সাইদুর রহমান রেনু, আহমেদুস সামাদ চৌধুরী JP, মুহাইমিন মিয়া, আবদুল হামিদ চৌধুরী, মোহিব চৌধুরী, আবুল হায়াত নুরুজ্জামান, আতাউর রহমান কুটি, মঈন উদ্দিন, মিসবাহ চৌধুরী, আবদুল মুমিন, কাউন্সিলর জাহাঙ্গির হক, আলি জাকারিয়া, শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, ওয়াসে চৌধুরী ও হাফসা ইসলাম।
এছাড়াও বিবিসিসিআই ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ—হাসনাত চৌধুরী, খন্দকার হোসাইন আহমেদ ইমন, ওয়ারকান হাসান, মো. তওফিকুল আলম, ইফতেখার আহমেদ সিদ্দিকী, আকমল রনিসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাজ্যের মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিবিসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনের সম্প্রসারণ ও কার্যক্রমের গতিশীলতা বাড়াতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভা শেষে সভাপতি রফিক হায়দার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এজিএমের সমাপ্তি ঘোষণা করেন।