মাত্র ১৭ বছর বয়সেই ইউরোপের বড় বড় ক্লাবগুলোর দৃষ্টি কাড়ছেন মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। বয়সভিত্তিক প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করে বিশেষভাবে নজরে আসেন তিনি। এরই মধ্যে তাঁকে দলে টানতে আগ্রহ দেখিয়েছে কয়েকটি ক্লাব, তবে সবচেয়ে এগিয়ে রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
স্পেনের গণমাধ্যমের খবর—বার্সা চলতি বছর শেষ হওয়ার আগেই হামজার সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চায়। নিয়ম অনুযায়ী বয়স কম হওয়ায় তাঁকে প্রথমে ধারে নেওয়ার পরিকল্পনা রয়েছে কাতালান ক্লাবটির, পরে পারফরম্যান্সের ভিত্তিতে স্থায়ী চুক্তি করতে চায় তারা।
বিশ্বসেরা ক্লাবগুলোর একটি বার্সেলোনায় যোগ দিতে উদগ্রীব হামজাও। বার্সায় যাওয়ার আশায় তিনি বায়ার্ন মিউনিখ ও এসি মিলানের সঙ্গে চলমান আলোচনা বন্ধ করে দিয়েছেন বলেও জানা গেছে। বার্সা নাকি প্রতিশ্রুতি দিয়েছে—আগামী মৌসুমে প্রাক-মৌসুম ক্যাম্প থেকেই দলে রাখা হবে তাকে।
হামজার বর্তমান ক্লাব আল আহলি তাকে ছাড়তে রাজি, তবে চাইছে ভালো আর্থিক কাঠামো। ক্লাবটি বার্সেলোনার প্রস্তাবে স্থায়ী ফি, পারফরম্যান্সভিত্তিক বোনাস এবং ভবিষ্যৎ বিক্রিতে নির্দিষ্ট শতাংশ ধরে রাখার চেষ্টা করছে।
অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপে বার্সেলোনার স্কাউটরা প্রথম হামজাকে লক্ষ্য করেন। সাম্প্রতিক ম্যাচগুলোতে তাঁর ধারাবাহিক গোল করার ক্ষমতা বার্সার আগ্রহ আরও বাড়িয়েছে। আগামী বছর ১৮ বছরে পা রাখবেন হামজা—যার ফলে বয়সসংক্রান্ত কোনো বিধিনিষেধ ছাড়াই তাকে দলে টানতে পারবে বার্সেলোনা।