কওমি মাদ্রাসার স্বীকৃত সনদধারীদের জন্য নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে আবেদনের পথ উন্মুক্ত করেছে সরকার। আইন সংশোধনের মাধ্যমে কওমি সনদের এই নতুন সুযোগ নিশ্চিত করা হয়েছে।
রবিবার (৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এতদিন কাজি পদে আবেদন করার সুযোগ ছিল কেবল আলিম সনদধারীদের জন্য। নতুন সিদ্ধান্তের ফলে দাওরায়ে হাদিসসহ কওমি ডিগ্রিধারীদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ দ্বার খুলে গেল।
ড. আসিফ নজরুল আরও বলেন, কওমি সনদধারীদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়া সময়ের দাবি ছিল। দেশের স্বীকৃত ইসলামি উচ্চশিক্ষা অর্জনকারীদের ন্যায়সংগত সুযোগ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আইন সংশোধনের ফলে আজ থেকেই কওমি বোর্ড–স্বীকৃত দাওরায়ে হাদিস সনদধারীরা নিকাহ রেজিস্ট্রার পদে আবেদন করতে পারবেন।
কওমি মাদ্রাসা বাংলাদেশে প্রচলিত দুই ধারার মাদ্রাসা শিক্ষার একটি। ২০১৮ সালের “দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান আইন” এর মাধ্যমে কওমি শিক্ষা রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ, যার অধীনে ছয়টি সরকারি স্বীকৃত বোর্ড রয়েছে।
সনদের স্বীকৃতি থাকলেও দীর্ঘদিন কার্যকর প্রয়োগ ছিল না। নিকাহ রেজিস্ট্রার পদে আবেদনের সুযোগ সৃষ্টি হওয়ায় কওমি শিক্ষার্থীদের জন্য নতুন কর্মক্ষেত্রের দরজা খুলে গেল।