লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্তবর্তী আলাইয়াপুর এলাকার একটি কবরস্থান থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম নোমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে বিশেষ অভিযানে কবরস্থানটি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি রাইফেল এবং একটি এলজি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর (চন্দ্রগঞ্জ পূর্ব বাজার) এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে কবরস্থানের ভেতর কাগজে মোড়ানো ছয়টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেট খুলে দেখা যায়—সেগুলোতে লুকানো ছিল আগ্নেয়াস্ত্র।
ওসি ফয়জুল আজিম নোমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তবর্তী ওই কবরস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীও উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, কারা অস্ত্রগুলো সেখানে লুকিয়ে রেখেছে তা এখনো জানা যায়নি। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।