“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই—ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই স্লোগানকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। র্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তথ্য আপা সাফিয়া আক্তার এবং পরিচালনা করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে সম্মাননা পান মোছাঃ সুমাইয়া মাহমুদ সুমি। তিনি অনুষ্ঠানে নিজের সংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট থানার নবাগত ওসি মো. মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইফতেখায়ের হোসেন ভূইয়া, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, রিপোর্টার্স ক্লাব সভাপতি সাদিকুর রহমানসহ অন্যরা।
অনুষ্ঠানের শেষে অতিথিরা সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য মোছাঃ সুমাইয়া মাহমুদ সুমির হাতে সম্মাননা স্মারক, শাল, বিভিন্ন উপহারসামগ্রী ও সনদ তুলে দেন।