Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সাবেক সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক সংবাদ

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রোববার দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান সিলেটের একটি আদালতে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফী মো. নাজমুস সাদাৎ।

দুদক জানায়, সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদের তথ্য দাখিল করেননি এবং সময় বাড়ানোর আবেদনও করেননি। এ কারণে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করা হয়েছে। অনুমোদনপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়ম অনুযায়ী মামলা দায়ের করেন এবং এখন তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলবে।

মামলার এজাহার বিশ্লেষণে দেখা যায়, আনোয়ারুজ্জামান চৌধুরী ২০২৩ সালের নভেম্বর থেকে প্রায় আট মাস সিসিক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে দায়িত্বে ছিলেন।

দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে দেওয়া তাঁর নির্বাচনী হলফনামা যাচাই করে দেখা গেছে—লন্ডনে তার নামে ৪ হাজার বর্গফুটের একটি বাড়ি, ১ হাজার ৮০০ বর্গফুটের একটি ফ্ল্যাটসহ বিদেশে স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য তিনি গোপন করেছেন। এছাড়া, রাজউকের বরাদ্দ করা পূর্বাচলের পাঁচ কাঠা জমির তথ্যও হলফনামায় উল্লেখ করেননি।

এ ছাড়া ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে জমা দেওয়া আয়কর রিটার্ন পর্যালোচনায় দেখা যায়, তাঁর ঘোষিত মোট সম্পদ ৮৪ লাখ ৪৪ হাজার ৯৮ টাকা। তবে এই সম্পদ কীভাবে অর্জিত হয়েছে—তার গ্রহণযোগ্য কোনো তথ্য বা বৈধ উৎস পাওয়া যায়নি। পারিবারিক ব্যয় বাবদ ১৩ লাখ ২৫ হাজার টাকা এবং মেয়র হিসেবে বেতন-ভাতা বাবদ ১০ লাখ ৫৩ হাজার টাকা গ্রহণযোগ্য হিসেবে ধরা হলেও মোট ৯৩ লাখ ৪৪ হাজার ৯৮ টাকা ‘অগ্রহণযোগ্য সম্পদ’ হিসেবে চিহ্নিত হয়েছে, যা অবৈধভাবে অর্জিত বলে দুদক প্রাথমিকভাবে মনে করছে।

গত ২৮ সেপ্টেম্বর দুদক কর্মকর্তারা সম্পদ বিবরণীর নোটিশ জারি করতে তাঁর বাসায় গেলে দরজা তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে নিয়ম অনুসারে সাক্ষী রেখে বাসার গেটে মূল ফরম (ফরম নং: ০০৬৫৫৭) ঝুলিয়ে নোটিশ প্রদান করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে দুদক জানায়, আনোয়ারুজ্জামান চৌধুরী বর্তমানে ওই ঠিকানায় থাকেন না; তাঁর স্থায়ী বসবাস এবং ব্যবসা-বাণিজ্য লন্ডনভিত্তিক।

Print
Email

সর্বশেষ সংবাদ

d34e1ee1b248199645a9f7d85338be37b735d9ba76f939e7
অ্যাশেজে ইংল্যান্ডের সামনে অন্ধকার ছবির মাঝেও আশার আলো
অ্যাশেজে ইংল্যান্ডের সামনে অন্ধকার ছবির মাঝেও আশার আলো
Screenshot_5
সুনামগঞ্জ-৫ আসনে ফারুকীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ-৫ আসনে ফারুকীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Screenshot_4
পেঁয়াজ রোপণে শ্রমিক সংকট, মাঠে নেমেছে শিক্ষার্থীরা
পেঁয়াজ রোপণে শ্রমিক সংকট, মাঠে নেমেছে শিক্ষার্থীরা
Screenshot_3
দুর্দশা বাড়ল অ্যাশেজে ইংল্যান্ডের
দুর্দশা বাড়ল অ্যাশেজে ইংল্যান্ডের
400095
গুনে শেষ করা যাচ্ছে না বাবরি মসজিদের অনুদানের টাকা
গুনে শেষ করা যাচ্ছে না বাবরি মসজিদের অনুদানের টাকা
400119
সিলেট রুটে ট্রেনের ভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর থেকে
সিলেট রুটে ট্রেনের ভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর থেকে

সম্পর্কিত খবর