আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকীর সমর্থনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী এবং স্বতন্ত্র প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সমর্থনে ঘোষিত প্রাথমিক তালিকায় সুনামগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাওলানা সিরাজুল ইসলাম ফারুকীর নাম প্রকাশ করা হয়েছে। তিনি সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী বুরাইয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ।
নির্বাচনকে সামনে রেখে নিজের লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরে মাওলানা ফারুকী বলেন, “উন্নত, সমৃদ্ধ ও আলোকিত ছাতক–দোয়ারাবাজার গঠন এবং শিক্ষা, শান্তি ও সম্প্রীতিনির্ভর সমাজ তৈরি—এটাই আমার প্রত্যয়। এলাকার উন্নয়ন ও সৌহার্দ্য বজায় রাখতে জনগণের সহযোগিতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে।”
আস-সালীম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও দারুস সুন্নাহ লতীফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান বলেন, আল্লামা সিরাজুল ইসলাম ফারুকীর নাম ঘোষণার পর তিনি ব্যাপক প্রশংসা পাচ্ছেন। তার মতে, ছাতক–দোয়ারাবাজারে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ফারুকীকে মানুষ ইতিবাচকভাবে দেখছে। তিনি আরও জানান, সাধারণ মানুষের সুখ–দুঃখে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকায় স্থানীয়দের মধ্যে তাঁর জনপ্রিয়তা দীর্ঘদিনের।
মাওলানা বাছিত আরও বলেন, “জনগণ বহুদিন ধরে আলোচনা করছিলেন—যোগ্য আলিম প্রার্থী হলে তাঁরা তাকে সমর্থন দেবেন। এবারের নির্বাচনে সেই সুযোগ এসেছে।”
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সুনামগঞ্জ-৫ আসনের ভোটাররা প্রার্থীদের যোগ্যতা ও কর্মপরিকল্পনা বিবেচনায় যথাযথ সিদ্ধান্ত নেবেন।