খুলনার আড়ংঘাটা থানার শলুয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম এমদাদুল হক মিলন (৪৫)। এ ঘটনায় দেবা (৪৩) নামে আরও একজন আহত হয়েছেন।
এমদাদুল হক মিলন একটি অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন এবং আড়ংঘাটা প্রেসক্লাবের সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মিলন শলুয়া বাজারে জনতা ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘটনাস্থলে থাকা দেবা নামের আরও একজন গুলিবিদ্ধ হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ শাহজাহান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।






