Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ থাকা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে সেখানে ভিসা আবেদন গ্রহণসহ সংশ্লিষ্ট সব সেবা আবার চালু করা হয়।

এর আগে বুধবার ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ওই দিন দুপুর ২টা থেকে ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। বার্তায় বলা হয়, যেসব আবেদনকারীর সেদিনের জন্য সময় নির্ধারিত ছিল, তাদের পরবর্তী সময়ে নতুন স্লট দেওয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশে ‘ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে। এর কিছুক্ষণ আগেই ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধের ঘোষণা আসে।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির ঘোষণার প্রেক্ষাপটে বুধবার দুপুরের পর ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে চলমান টানাপোড়েনকে আবারও সামনে এনেছে। অল্প সময়ের ব্যবধানে দুই দেশের হাইকমিশনারকে তলবের ঘটনাকে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনার ইঙ্গিত হিসেবেও দেখছেন তারা।