Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে শুক্রবার গায়েবানা জানাজা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গায়েবানা জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি ও পেশার শত শত মানুষ শহীদ ওসমান হাদীর জানাজায় অংশ নেন। ইস্ট লন্ডন মসজিদের ইমাম আবদুল কাইয়ুম গায়েবানা জানাজায় ইমামতি করেন।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথের আন্দোলন চালিয়ে যাবেন। একই সঙ্গে তারা আল্লাহর কাছে শহীদ হাদীর মাগফিরাত কামনা করে তার জন্য জান্নাতের দোয়া করেন।

এদিকে ওসমান হাদীর মৃত্যুতে লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।