Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রোজা শুরুর সম্ভাব্য সময় জানালো আইএসি

ডেস্ক সংবাদ

রোজা শুরুর সম্ভাব্য সময় নিয়ে প্রাথমিক ধারণা দিয়েছেন জ্যোতির্বিদরা। তাঁদের মতে, শনিবার বিশ্বের বিভিন্ন অঞ্চলে রজব মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে আজ থেকে প্রায় দুই মাস পর রমজান মাস শুরু হতে পারে।

শনিবার (২০ ডিসেম্বর) গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, অধিকাংশ ইসলামি দেশে ১৪৪৭ হিজরির রজব মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। রজব হিজরি বর্ষপঞ্জির সপ্তম মাস এবং ইসলামের চারটি পবিত্র মাসের একটি। রজব মাস শুরু হওয়াকে রমজানের প্রস্তুতির শেষ ধাপ হিসেবেও ধরা হয়।

আইএসি জানায়, রোববার (২১ ডিসেম্বর) যদি রজব মাস শুরু হয় এবং রজব ও শাবান মাস স্বাভাবিকভাবে ২৯ বা ৩০ দিন করে পূর্ণ হয়, তাহলে প্রায় ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হতে পারে। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে সংশ্লিষ্ট সময়ের সরকারি চাঁদ দেখার ঘোষণার ভিত্তিতে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ জানান, শনিবার স্থানীয় সময় ভোর ১টা ৪৩ মিনিটে চাঁদের কেন্দ্রীয় সংযোগ (কনজাংশন) ঘটবে। তবে সূর্যাস্তের পর চাঁদের দৃশ্যমানতা অঞ্চলভেদে ভিন্ন হবে।

তিনি বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম আফ্রিকার কিছু অংশ এবং দক্ষিণ আমেরিকায় টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা যেতে পারে। খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা সীমিত থাকবে মূলত পশ্চিম দক্ষিণ আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এ কারণে কিছু দেশের সরকারি ক্যালেন্ডারে আগেই রোববারকে রজব মাসের প্রথম দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস থাকা সত্ত্বেও, প্রতিটি দেশে ধর্মীয় কর্তৃপক্ষের মাধ্যমে যাচাইকৃত চাঁদ দেখার প্রতিবেদনের ভিত্তিতেই রজব মাসের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানান ওদেহ।

তিনি আরও বলেন, শনিবার সন্ধ্যায় বহু আরব ও ইসলামি রাজধানীতে টেলিস্কোপ বা খালি চোখ—কোনো উপায়েই চাঁদ দেখা সম্ভব হবে না। উদাহরণ হিসেবে তিনি জানান, জাকার্তায় সূর্যাস্তের ১৮ মিনিট পর, আবুধাবিতে ১০ মিনিট পর, রিয়াদে ১১ মিনিট পর, আম্মানে ৮ মিনিট পর, কায়রোতে ১০ মিনিট পর এবং রাবাতে ১২ মিনিট পর চাঁদ অস্ত যাবে, যা চাঁদ দেখার জন্য পর্যাপ্ত নয়।

ওদেহ জানান, উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করলে তাত্ত্বিকভাবে চাঁদ শনাক্ত করা সম্ভব হলেও এসব পদ্ধতি ধর্মীয়ভাবে বিতর্কিত হওয়ায় অনেক দেশ তা গ্রহণ করে না।

তিনি আরও উল্লেখ করেন, খালি চোখে চাঁদ দেখার ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বনিম্ন সময়ের রেকর্ড সূর্যাস্তের ২৯ মিনিট পর এবং সবচেয়ে কম বয়সী দৃশ্যমান চাঁদের রেকর্ড ১৫ ঘণ্টা ৩৩ মিনিট।

Print
Email

সর্বশেষ সংবাদ

400880
বগুড়া-৬ আসনে লড়বেন তারেক রহমান, মনোনয়ন ফরম সংগ্রহ
বগুড়া-৬ আসনে লড়বেন তারেক রহমান, মনোনয়ন ফরম সংগ্রহ
400879
হবিগঞ্জে নির্বাচনী প্রচারণায় তাহেরি: আপনাদের ভালোবাসাতেই নির্বাচনে এসেছি
হবিগঞ্জে নির্বাচনী প্রচারণায় তাহেরি: আপনাদের ভালোবাসাতেই নির্বাচনে এসেছি
Screenshot_19
আজ বছরের দীর্ঘতম রাত
আজ বছরের দীর্ঘতম রাত
Screenshot_17
বিপিএলের টিকিট বিক্রি শুরু, মিলবে শুধু অনলাইনে
বিপিএলের টিকিট বিক্রি শুরু, মিলবে শুধু অনলাইনে
Screenshot_16
বকেয়া বেতন পরিশোধের দাবিতে ককপিটে অবস্থান নিলেন পাইলট
বকেয়া বেতন পরিশোধের দাবিতে ককপিটে অবস্থান নিলেন পাইলট
Screenshot_15
রোজা শুরুর সম্ভাব্য সময় জানালো আইএসি
রোজা শুরুর সম্ভাব্য সময় জানালো আইএসি

সম্পর্কিত খবর