আজকের দৈনন্দিন জীবনে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ কিংবা ওয়্যারলেস হেডফোন—সবই ব্যাটারিনির্ভর। ফলে নিয়মিত চার্জ দেওয়া আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। অনেকেই আবার চার্জার দেয়ালে লাগানো অবস্থায় সারাক্ষণ রেখে দেন, যাতে প্রয়োজন হলেই দ্রুত ব্যবহার করা যায়।
তবে এই অভ্যাস যতটা নিরীহ মনে হয়, বাস্তবে ততটা নিরাপদ নয়। চার্জার সবসময় প্লাগে থাকলে শুধু বিদ্যুৎ অপচয়ই হয় না, অতিরিক্ত গরম হয়ে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হতে পারে।
চার্জারের ভেতরের কাজ কীভাবে হয়
চার্জার দেখতে সাধারণ হলেও এর ভেতরের প্রযুক্তি বেশ গুরুত্বপূর্ণ। মূলত চার্জার দেয়াল থেকে পাওয়া এসি (AC) বিদ্যুৎকে ডিসি (DC) বিদ্যুতে রূপান্তর করে, কারণ ডিভাইসের ব্যাটারি ডিসি বিদ্যুতেই কাজ করে।
এসি বিদ্যুতে ইলেকট্রন সামনে-পিছনে চলাচল করে, আর ডিসিতে ইলেকট্রন একদিকে প্রবাহিত হয়। এই রূপান্তর প্রক্রিয়ার কারণেই চার্জারের ভেতরে সবসময় কিছু অংশ সক্রিয় থাকে।
ফোন না লাগালেও বিদ্যুৎ খরচ হয়
অনেকে মনে করেন, ফোন সংযুক্ত না থাকলে চার্জার বিদ্যুৎ খরচ করে না। বাস্তবে এটি ভুল ধারণা। ফোন না থাকলেও চার্জার কিছু বিদ্যুৎ ব্যবহার করে, যাকে বলা হয় ‘ভ্যাম্পায়ার পাওয়ার’।
একটি চার্জারের খরচ কম হলেও বাসায় একাধিক চার্জার সারাক্ষণ প্লাগে থাকলে বছরে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ অপচয় হতে পারে। একইভাবে টিভি বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রও বন্ধ থাকলেও কিছু বিদ্যুৎ ব্যবহার করে।
আগুন লাগার আশঙ্কা কতটা?
চার্জার সবসময় প্লাগে থাকলে ভেতরে বিদ্যুৎ প্রবাহ চলতেই থাকে। চার্জার পুরোনো, নিম্নমানের বা ত্রুটিপূর্ণ হলে অতিরিক্ত গরম হয়ে আগুন লাগার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে সস্তা ও নকল চার্জারে এই ঝুঁকি বেশি।
তবে উন্নতমানের আধুনিক চার্জারে স্মার্ট পাওয়ার সিস্টেম থাকে, যা ডিভাইস সংযুক্ত না থাকলে স্বয়ংক্রিয়ভাবে কম শক্তি ব্যবহার করে।
নিরাপদ থাকতে যা করবেন
-
চার্জ সম্পূর্ণ হলে চার্জার খুলে ফেলুন
-
অপ্রয়োজনে সারাদিন চার্জার প্লাগে রাখবেন না
-
চার্জার অস্বাভাবিক গরম হলে, শব্দ করলে বা স্পার্ক দেখা গেলে ব্যবহার বন্ধ করুন
-
সবসময় মানসম্মত ও নিরাপদ চার্জার ব্যবহার করুন
চার্জার ছোট একটি যন্ত্র হলেও অসতর্ক ব্যবহারে বড় ক্ষতির কারণ হতে পারে। বিদ্যুৎ সাশ্রয় ও ঘরের নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকেই চার্জার ব্যবহারে সচেতন হওয়া জরুরি।
সূত্র: দ্য কনভারসেশন






